চিলাহাটি ওয়েব ডেস্ক : বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পঞ্চমবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকায় বার্ষিক বনভোজন শেষে উত্তরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ জামান এর সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব লিমিটেড ডিরেক্টর জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী কালব ক্লস্টার পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম,ভাইজ চেয়ারম্যান মোজাফফর হোসেন কাজল, চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবুল হক ওহাবুল, চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়া,উত্তরা ফাউন্ডেশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জালাল উদ্দিন,চিলাহাটি শাখার ম্যানেজার মজিবুল ইসলাম,উত্তরা ফাউন্ডেশন শো-রুম ম্যানেজার মোস্তফা কামালসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।