Home » » পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, March 9, 2023 | 3/09/2023 09:52:00 PM

শেখ সমশের আলী,পীরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস হলরুমে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রনজিৎ কুমার সিংহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা জাপার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা উপস্থিত ছিলেন। 
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১/২০২৩-২০২৪ মৌসুমে চলতি বছরে ৯ হাজার কৃষককে উফশী আউশ বীজ ও সার এবং ১ হাজার কৃষককে পাট বীজ সহায়তা প্রদান করা হবে।