Home » » পীরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

পীরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, March 17, 2023 | 3/17/2023 11:00:00 PM


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি, অবিসংবাদিত নেতা, কালজয়ী মহানায়ক, বিশ্বের শ্রেষ্ঠ বক্তা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর মুরালে পুস্পমাল্য অর্পণ, পৌরসভার পূর্ব চৌরাস্তা মোড়ে বঙ্গবন্ধুর মুরালে পুস্পমাল্য অর্পণ করা, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কেটে দিবসের শুভ সূচনা, আনন্দ র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। এছাড়া মসজিদ, মন্দির, গির্জা, পেগডা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখ শান্তি ও বিদেহী আত্মার  মাগফিরাত কামনার লক্ষ্যে বিশেষ মুনাজাতের আয়োজন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার নজির।