Home » , » চাঁন্দখানা ঘুনুরাম উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ এবং এসএসসি বিদায় অনুষ্ঠান

চাঁন্দখানা ঘুনুরাম উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ এবং এসএসসি বিদায় অনুষ্ঠান

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, March 21, 2023 | 3/21/2023 03:55:00 PM


আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি'র চঁন্দ্খানা ঘুনুরাম (জিআর) উচ্চ বিদ্যালয় এর নবীন ছাত্র-ছাত্রীদের বরণ এবং এসএসসি পরীক্ষাথীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে স্কুল মাঠ প্রাঙ্গনে উক্ত প্রতিষ্ঠানের সভাপতি জিয়াউল কবীর জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চঁন্দ্খানা ঘুনুরাম (জিআর) উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেতকীবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম বসুনিয়া, কেতকীবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান, চঁন্দ্খানা ঘুনুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রিয়া ও কবিতা আবৃতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক উম্মে জুবায়েদা।