Home » » পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় কর্মচারী নিহত

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় কর্মচারী নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, February 27, 2023 | 2/27/2023 04:14:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ।। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন শহীদ আবু ইসাহাক সড়কে দূর্ঘটনায় এক কলেজ কর্মচারী নিহত হয়েছে।
 রবিবার রাত ৯ টায় এ ঘটনা ঘটে। পীরগঞ্জ সরকারি কলেজ চতুর্থ শ্রেণীর কর্মচারী (মাস্টারুল) মোঃ সুজন আলী (২৬) ওই সময় কলেজ থেকে মটরসাইকেল যোগে পাকা সড়কে পৌছা মাত্রই উত্তর দিক থেকে একটি মালবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পাকা সড়কের উপর ফেলে দেয়।
রক্তাক্ত ও মুমুর্ষ অবস্থায় তাকে পীরগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এই ঘটনার খবর শুনে হাজার হাজার মানুষ পীরগঞ্জ কলেজের সামনে ভিড় জমায়। পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং ট্রাক্টরটিকে জব্দ করেছে।