Type Here to Get Search Results !

পীরগঞ্জে প্রাণী পুষ্টি মেলা উদ্বোধন

শেখ সমশের আলী, পীরগঞ্জ প্রতিনিধি : প্রাণী সম্পদ অফিসে স্বল্প জায়গায় ও জরাজীর্ণ পরিবেশে অফিসের ভিতরেই প্রাণী পুষ্টি মেলা শনিবার সকালে উদ্বোধন হয়েছে। অফিস প্রাঙ্গনে সন্তোষজনক জায়গা না থাকায় অনেক খামারী গবাদিপশু নিয়ে মেলায় আসতে পারেনি। অতিথিদের দাওয়াত দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় অনেক সম্মানিত অতিথি ও জনপ্রতিনিধি মেলার অনুষ্ঠানে আসে নি। ফলে, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মেলার উদ্দেশ্য অনেকাংশে ভেস্তে গেছে। মেলাতে ১৫ টি গরু, ৮ টি ছাগল, কিছু পশু পাখি, ১টি ঘোড়া, ১টি ভেড়া ও হাস-মুরগী প্রদর্শন করা হয়েছে।
বিভাগ