Home » , » চিলাহাটিতে ২ দিন ব্যাপী মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটিতে ২ দিন ব্যাপী মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, February 23, 2023 | 2/23/2023 03:01:00 PM

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে দুই দিনব্যাপী মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পল্লী কর্ম-সহয়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সেলফ হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগাম (শার্প) এর আয়োজনে চিলাহাটি অফিস কার্যালয় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সেলফ হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেনের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্প মৎস্য কর্মকর্তা রবিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য খামার ব্যবস্থাপক মাহাবুবুর রহমান, দেবিগঞ্জ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, শার্প চিলাহাটি শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক শাহ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিক রায়। উক্ত প্রশিক্ষণে ২৫ জন মৎস্য খামারী অংশগ্রহণ করে।