Wednesday, January 25, 2023

পীরগঞ্জে সরকারি স্কুলে ১০৬ শিক্ষক যোগদান

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার ১০৭ টি নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৫ ও পূর্বের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ জন সহ মোট ১০৬ জন সহকারি শিক্ষক মঙ্গলবার যোগদান করেছেন। শিক্ষাবান্ধব সরকারের সততা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে এসব শিক্ষক নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছে শিক্ষকরা জানান। বিলম্ব ও হয়রানি ছাড়াই নতুন নিয়োগ পাওয়া শিক্ষকরা তাদের কর্মস্থলে যোগদান করতে পেরে তাদের মধ্যে আনন্দের বন্যা বইছে। জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় প্রাক প্রাথমিক নবসৃষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৭ টি পদ সৃিষ্ট করা হয়েছে। ১০৭ টি স্কুলের মধ্যে ১০৫ টি স্কুলে ১০৫ জন সহকারি শিক্ষক নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদান করেন। পূর্বের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন শিক্ষক যোগদান করার কথা থাকলেও ১ জন যোগদান করেছেন এবং অপর জনের অন্যত্রে চাকুরি হওয়ায় তিনি যোগদান করেন নি। পীরগঞ্জ উপজেলায় একযোগে ১০৬ জন সহকারি শিক্ষক যোগদান করায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এসব শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম এ সংবাদদাতাকে জানান।

শেয়ার করুন