Home » » ৬০ জনকে নিয়োগ দেবে উত্তরা ফাউন্ডেশন

৬০ জনকে নিয়োগ দেবে উত্তরা ফাউন্ডেশন

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, January 3, 2023 | 1/03/2023 04:58:00 PM


নতুন জনবল নেবে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা উত্তরা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ০৪ টি পদে নীলফামারী ও পঞ্চগড় জেলায় ৬০ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

১। পদের নাম : সিনিয়র অডিট অফিসার 
        পদ সংখ্যা : ৫
        বেতন ভাতা : ১৪,০০০-২০,০০০/- 
       শিক্ষাগত যোগ্যতা : যে কোন বিষয়ে মাস্টার্স। 
       অভিজ্ঞতা : এনজিওতে অডিট অফিসার/শাখা ব্যবস্থাপক হিসেবে ১বছরের অভিজ্ঞতা।
 
২। পদের নাম : জুনিয়র  অডিট অফিসার
        পদ সংখ্যা : ৫
        বেতন ভাতা : ১০,০০০-১৫,০০০/-
       শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে স্নাতক
       অভিজ্ঞতা : কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
 
৩। পদের নাম : সিনিয়র ফিল্ড অফিসার (নারী)
        পদ সংখ্যা : ২৫
        বেতন ভাতা : ১০,০০০-১৫,০০০/-
       শিক্ষাগত যোগ্যতা : এইচ.এস.সি/স্নাত্বক।
       অভিজ্ঞতা : এনজিও ক্ষুদ্রঋন কর্মসূচিতে ২বছরের অভিজ্ঞতা।
 
৪। পদের নাম : জুননিয়র ফিল্ড অফিসার (নারী)
        পদ সংখ্যা : ২৫
        বেতন ভাতা : ৭,০০০-১২,০০০/-
       শিক্ষাগত যোগ্যতা : এইচ.এস.সি।
       অভিজ্ঞতা : প্রয়োজ নেই।
 
শর্তাবলীঃ ----------------------
১। বয়স সর্বোচ্চ ৩৫ বছর(৩১/০১/২০২৩ পর্যন্ত) ।
 
২। সকল পদের জন্য চুড়ান্ত নিয়োগের পর সংস্থার গাইড লাইন অনুযায়ী কাজ করার জন্য অফিস ও মাঠ পর্যায়ে   ১মাসের বাস্তব প্রশিক্ষন নিতে হবে এবং প্রশিক্ষন কালীন ১ মাস কোন বেতন দেওয়া হবেনা, শুধু টিএ/ডিএ বাবদ ৩০০০/-টাকা প্রদান করা হবে । 
 
৩। সংস্থায় যোগদানের সময় ৩ ও ৪ নং পদের জন্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং ১ ও ২ নং পদের জন্য আলোচনা সাপেক্ষে (ফেরত যোগ্য) জামানত সংস্থার প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিতে হবে । জামানত সংস্থায় কর্মরত থাকা কালীন সময় পর্যন্ত জমা থাকবে এবং চাকুরী হতে অব্যহতির ১মাস পরে ফেরত দেওয়া হবে। 
 
৪। নিজেস্ব সাইকেল বা মটরসাইকেল থাকতে হবে । 
 
৫। ত্রুটিপুর্ন আবেদন বাতিল করা হবে ।

আগ্রহী প্রার্থীগনকে ২কপি পিপি সাইজ ছবি, এনআইডি ফটোকপি, সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি, নাগরিকতা, অভিজ্ঞতা পত্র(যদি থাকে) ও বায়োডাটাসহ আবেদন করবেন। বরাবর নির্বাহী পরিচালক, উত্তরা ফাউন্ডেশন,প্রধান কার্যালয়, চিলাহাটি-৫৩৪১, ডোমার, নীলফামারী এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে
 
আবেদনের শেষ সময় : ৩১ জানুয়ারি ২০২৩

 নির্বাহী পরিচালক
 
 উত্তরা ফাউন্ডেশন 
প্রয়োজনে : ০১৭২৯৪০১০৪৯
                          ০১৭৯৩৪৪২০০০