Type Here to Get Search Results !

গোসাইগঞ্জ হেল্পলাইন উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে অসহায়-হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকেলে চিলাহাটির গোসাইগঞ্জ হেল্পলাইন এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন গোসাইগঞ্জ হেল্প লাইনের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক শিপন রায়, আইন বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন রাজু, ভোগডাবুরী ইউপি'র সাবেক ইউপি সদস্য আমিনা সিদ্দিকা মেরি, ইউপি সদস্য আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাকির হোসেন,ডাঃ হাবিবুর রহমান প্রমূখ। প্রায় ১০৯ জনকে কম্বল বিতরণ করা হয়।
গোসাইগঞ্জ হেল্পলাইনের এডমিন রুহুল আমিন লিজন জানান- প্রত্যেক বারের ন্যায় এবারও আমরা অসহায়-হত দরিদ্র, ছিন্নমূল মানুষের খুঁজে নিয়ে শীতবস্ত্র বিতরণ করেছি। আমি আশা করছি আগামীতে আমি এবং আমার সংগঠন এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবো।