Home » » হরিপুর প্রেস ক্লাবের সভাপতির মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক

হরিপুর প্রেস ক্লাবের সভাপতির মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, January 30, 2023 | 1/30/2023 01:28:00 AM

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি : হরিপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক সুজাউল করিম সুজা, একই উপজেলার বিশিষ্ট সাংবাদিক মোঃ মামুনুর রশিদ মামুন এর মাতা হাজেরা বিবি (৯৫), শনিবার সকালে বার্ধক্য জনিত কারণে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ........ রাজিউন।
তিনি ৫ পুত্র, ৮ কন্যা সহ অসংখ্যা শুভাকাঙ্খি রেখে গেছেন। ওইদিন বিকাল পৌনে ৫ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়েছে। দীর্ঘদিনের সংসার জীবনে তার সততা, মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, উদারতা, দানশীলতা ও ধার্মিকতা এলাকার মানুষকে মুগ্ধ করেছে।
এলাকার জনপ্রতিনিধি, বরেণ্য ব্যক্তিরা সহ সব শ্রেণীর মানুষ এবং হরিপুর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, উপজেলা শিক্ষা অফিসার আজিজার রহমান, ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর প্রেসক্লাবের সাংবাদিকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার বিদেহী আত্নার মাগফেরাত ও না ফেরার দেশে সুখ-শান্তি কামনা করেছেন।