নাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলাে ৩ নং ভাবিচা ইউনিয়নের গোড়াই গ্রামের স্থায়ী বাসিন্দা মোশাররফ হোসেন, গত দেড় বছর যাবত তার পুকুরের চারিপাশে গড়ে তুলেছেন কলাবাগান। সে কলা গাছের ছায়া পাশের ধানের জমিতে পড়াই ক্ষুব্ধ হয়ে ধানের জমির মালিক, শহিদুল ইসলাম ও তার ভাইদের বিরুদ্ধে ২০ থেকে ২৫ টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ এসেছে। কলাবাগানের মালিক মোঃ মোশারফ হোসেন বলেন, আমি গত দেড় বছর থেকে এ কলা বাগান চাষ করে আসছি। এখন পর্যন্ত কেউ কখনো আমায় কলা বাগান নিয়ে অভিযোগ দেয়নি, হঠাৎ কলাবাগানের পাশে থাকা ধানের জমির মালিক শহিদুল এর বড় ভাই আসাদুজ্জামান গতকাল বৃহস্পতিবার আমাকে ফোন দিয়ে কলাগাছ কাটতে বলে, তিনি আরো বলেন তোমার কলা গাছের ছায়া আমার জমিতে পড়ছে, তিনি ফোন দেওয়ার ২ ঘণ্টা পর আমি এসে দেখি আমার ২০ ২৫ টার মতো কলাগাছ কেটে ফেলেছে, এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী মোঃ ফরিদুল ইসলাম বলেন আমি কলাবাগানের পাশের জমিতে টিলার দিয়ে জমি চাষ করছিলাম এমত অবস্থায় দেখি আসাদুজ্জামান ও তার ভাই শহিদুল ইসলাম কলা গাছ কেটে ফেলছে। মুঠোফোনের মাধ্যমে আসাদুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, কলা গাছের ছায়া তাদের ধানের জমিতে পড়ে, এজন্য বিগত দিনে কলাবাগানের মালিক মোশাররফ হোসেনকে কলাগাছ কাটতে বলেছি কিন্তু সে গাছ না কাটাই তার ছোট ভাই শহিদুল চার-পাঁচটা কলা গাছ কেটেছে। কিন্তু ঘটনার একদিন পরে সেইখানে পুরোনো অনেক গাছ এবং নতুন করে আরো গাছ পড়ে আছি যা আমরা কাটিনি।
নওগাঁর নিয়ামতপুরে দিনে দুপুরে ২৫ টি কলা গাছ কাটার অভিযোগ
1/28/2023 03:04:00 PM
বিভাগ