Type Here to Get Search Results !

চিলাহাটিতে নিম্নমানের কাজ করায় ঠিকাদার লাঞ্ছিত

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাটিতে নিম্নমানের নির্মাণ ইট-খোয়া ব্যবহার করায় ঠিকাদারকে লাঞ্ছিত করেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার চিলাহাটিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে- জেলার চিলাহাটি সরকারি কলেজ প্রাঙ্গণে মসজিদ নির্মাণ কাজের সাড়ে ৯ লাখ টাকা কন্টাক্ট পায় মেসার্স সাকিব এন্টারপ্রাইজ। কাজের শুরু থেকেই নিম্নমানের বালু, ইট এবং খোয়া ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। 
এরাই প্রেক্ষিতে নিম্ন মানের কাজ করায় গত ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে সাকিব এন্টারপ্রাইজের প্রোপাইটার এবং উক্ত কাজের ঠিকাদার আসাদুল ইসলামের সাথে এলাকাবাসীর বাক-বিতর্ক হওয়ায় এক পর্যায়ে কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী।
এ ব্যাপারে জানতে চাইলে ইঞ্জিনিয়ার জাহিরুল ইসলাম বলেন- আমি শুরুর দিকে কাজ ভালো দেখেছি তবে এখন কি ধরনের কাজ করছে তা আমি বলতে পারি না।