Type Here to Get Search Results !

নিয়ামতপুরে শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪ তম জন্মদিন পালন

নুরনবি হোসেন,নিয়ামতপুর : আজ ৪ঠা ডিসেম্বর ১৯৩৯ সালের এই দিনে বঙ্গবন্ধু পরিবারে শহীদ শেখ ফজলুল হক মনি জন্মগ্রহণ করেন, ১৯৭২ সালের ১১ নভেম্বর আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন এরপর যুবলীগের পথ চলা শুরু হয়। নিয়ামতপুর উপজেলা যুবলীগ কর্তৃক আজকে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের শুভ জন্মদিন পালন করা হয়, জন্মদিন পালনের কর্মসূচি তে বঙ্গবন্ধু ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রতিকৃতিতে মাল্যদান,দোয়া ও কেক কেটে দিবসটি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি- আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক- জাহিদ হাসান বিপ্লব, জেলা আওয়ামী লীগের সদস্য- আবেদ হোসেন মিলন, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি- আনোয়ারুজ্জামান সাগর, সহ সভাপতি -জামশেদ,সাধারণ সম্পাদক ও রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান- মোতালেব হোসেন বাবর, উপজেলা মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক -দেলোয়ার হোসেন শিমুল, সাংগঠনিক সম্পাদক- স্বপন আহমেদ স্টার, আনোয়ার হোসেন,সনাধন টুডু, দপ্তর সম্পাদক- সনজিত কুমার দাস,অর্থ সম্পাদক- মোর্শেদ আলম মিঠু, তথ্য ও গবেষণাবেশের সম্পাদক -মুক্তার হোসেন, ধর্ম বিষয় সম্পাদক- সালেহ আহমেদ তারেক, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য- মাহবুবুল ইসলাম মাহমুদ, মাহাদি হাসান পায়েল, ৮টি ইউনিয়নের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগের উপজেলা আওবায়ক কমিটির জাহাঙ্গীর আলম,যুগ্ম আহবায়ক- আব্দুল্লাহ আল বাকি প্রমুখ ।