Home » » পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, December 9, 2022 | 12/09/2022 09:16:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ‘‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ^’’ এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, ফেসটুন-বেলুন উড়ানো, মানবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ৬ টায় দৃশ্যমান ও উন্মুক্ত স্থান উপজেলা পরিষদ গেটে দুর্নীতি বিরোধী বানী সম্বলিত ব্যানার স্থাপন, সাড়ে ৮টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেসটুন-বেলুন উড়ানো ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের শুভ উদ্ধোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির ও দুদক পতাকা উত্তোলন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসা সরকার। পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী মানবন্ধনে অংশ নেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও কর্মী, নারী কর্মী ও স্কাউটস সদস্যসহ সাধারন মানুষ। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার ইন্সপেক্টর (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইব্রাহীম খান, সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম, সৈয়দপুর ইউ’পি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দেলোওয়ারা খাতুন বুলবুল, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, এনজিও ইএসডিও প্রতিনিধি রওশন জামান চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন প্রমুখ।