Home » » গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের শুনানি ৮ জানুয়ারি

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের শুনানি ৮ জানুয়ারি

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, December 14, 2022 | 12/14/2022 12:27:00 PM

চিলাহাটি ওয়েব,ঢাকা অফিস : বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে বৃদ্ধির প্রস্তাব করেছে পাঁচ বিতরণ কোম্পানি। এসব প্রস্তাবের ওপর আগামী ৮ জানুয়ারি গণশুনানি হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আগামী ৮ জানুয়ারি রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে এ শুনানির আয়োজন করবে। বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিইআরসি জানায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) বিদ্যুতের খুচরামূল্য পুনর্নির্ধারণের আবেদন করেছে। তাদের আবেদনের ওপর জন্য ৮ জানুয়ারি গণশুনানি অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি শেষ না হলে ৯ জানুয়ারিও শুনানি চলবে। গত ২১ নভেম্বর পাইকারিতে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানো হয়। ইউনিটপ্রতি ১ টাকা ৩ পয়সা বাড়ায় বিইআরসি। এরপরই খুচরা বিদ্যুতের দাম বৃদ্ধির আবেদন করে বিতরণ কোম্পানিগুলো। সর্বশেষ খুচরা দাম বাড়ানো হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে ৫.৭৭ শতাংশ দাম বৃদ্ধি পায়।