Type Here to Get Search Results !

বিজয় দিবস উপলক্ষে চিলাহাটিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : মহান বিজয় দিবস উপলক্ষে শিশু ও কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে সুর-সংগীত নিকেতন। গত ১৬ ডিসেম্বর সকালে সুর-সংগীত নিকেতন বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ‘ক’ বিভাগের অন্তর্ভুক্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৫ জন শিক্ষার্থী এবং ‘খ’ বিভাগের অন্তর্ভুক্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১০ জন শিক্ষার্থী। সকলের চিত্রাঙ্কনের বিষয়- মুক্তিযুদ্ধের চিত্র অথবা জাতীয় স্মৃতিসৌধ। উক্ত অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজল, অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব এর সম্পাদক আপেল বসুনীয়া। সুর-সংগীত নিকেতনের পরিচালক মাহবুবুল হক মাহবুব জানান- আগামী ২৭ ডিসেম্বর সংস্কৃতি অনুষ্ঠান শেষে বিজয়ী ৬ জনকে পুরস্কৃত করা হবে এবং অন্যান্যদের সান্তনা পুরস্কার দেওয়া হবে।