Home » » ডিমলায় পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

ডিমলায় পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, December 11, 2022 | 12/11/2022 03:39:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী)ঃ নীলফামারীর ডিমলায় রোববার সকালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর আয়োজনে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নকে পাকিস্থানী হানাদার বাহীনির হাত থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী বীরমুক্তিযোদ্ধারা সারা দেশের ন্যায় ডিমলাকে মুক্ত করেছিল। দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয় হতে একটি বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে ডিমলা উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর আয়োজনে আলোচনা সভায় ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সভাপতি আশাদুজ্জামান কবির জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ডিমলা থানার ওসি লাইছুর রহমান প্রমুখ।