Type Here to Get Search Results !

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে তিতুমীর এক্সপ্রেসে কাটা পড়ে মেহেদী হাসান নামের এক কিশোর নিহত হয়েছে। রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৫টার দিকে সৈয়দপুর হাতিখানা বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেহেদী হাসান সৈয়দপুর পুর্ব বেল পুকুর এলাকার নজরুল ইসলামের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়িতে ছিল মেহেদী। রোববার স্বজনদের অগোচরে বাড়ির বাইরে এসে রেললাইনে হাঁটার সময় কাটা পড়ে সে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মেহেদী হাসান তিতুমীর এক্সপ্রেসে কাটা পড়ে নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভাগ