Home » » পীরগঞ্জে শেখ রাসেল স্টেডিয়াম ভিত্তি প্রস্তর উদ্বোধন

পীরগঞ্জে শেখ রাসেল স্টেডিয়াম ভিত্তি প্রস্তর উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, November 30, 2022 | 11/30/2022 11:17:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। 
পীরগঞ্জের ক্রীড়াঙ্গন কে শক্তিশালী করার লক্ষ্যে এবং যুব সমাজকে খেলা ধুলায় ব্যস্ত রাখার উদ্যোশে এ স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা। দ্রæত এ নির্মাণ কাজ সমাপ্ত করে পাবলিক ক্লাব মাঠে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্যে এ স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এ উপলক্ষ্যে পাবলিক ক্লাব মাঠে দোয়া খায়ের ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সাবেক এমপি পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার (এসপি) মুহাঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ।