Type Here to Get Search Results !

চিলাহাটিতে মরিয়ম চক্ষু হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলা চিলাহাটিতে মরিয়ম চক্ষু হাসপাতালের উদ্যোগে একদিন ব্যাপী ফ্রি মেডিকেল চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে চিলাহাটি মাচেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে প্রায় ১৩০ জন চক্ষু রোগীদের বিনমূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মরিয়ম চক্ষু হাসপাতালের সিনিয়র অর্গানাইজার জিকরুল হক বলেন- আমরা বিভিন্ন এলাকার অসহায়,গরীব ও হতদরিদ্র মানুষের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি স্বল্পমূল্যে সানি অপারেশন করে থাকি।
প্রতিমাসে বিভিন্ন এলাকায় অসহায় রোগীদের জন্য এ রকম ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।