পীরগঞ্জে ভোক্তা অধিকার দিবস উদ্যাপন

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, March 15, 2023 | 3/15/2023 10:03:00 PM


শেখ সমশের আলী, পীরগঞ্জ প্রতিনিধি : ‘‘নিরাপদ জ্বালানি ভোক্তা বান্ধন পৃথিবী’’ এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে বুধবার পীরগঞ্জে ভোক্তা অধিকার দিবস উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন শহরে বণাঢ্য র‌্যালি প্রদর্শন করেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ভোক্তা অধিকারের গুরুত্ব সর্ম্পকে পণ্য ক্রেতা-বিক্রেতা ও জনগণকে সচেতন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার নজির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আলহাজ শামীম আকতার, সাংবাদিক মোশাররফ হোসেন, পৌরসভা সেনেটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, হাসপাতাল প্রতিনিধি বকুল আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও সরকারি কলেজে নব শিক্ষার্থীদের নবীনবরণ

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, March 14, 2023 | 3/14/2023 06:20:00 PM


মাহমুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সরকারি কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল এর সভাপতিত্বে অত্র কলেজ প্রাঙ্গনে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো সহ অন্যান্যরা।
শিক্ষার মানদন্ড উদ্বুদ্ধ করতে এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আগের তুলনায় অনেক এগিয়ে গিয়েছে। সঠিকভাবে লেখাপড়া করে সু-শিক্ষীত হয়ে এই দেশকে নেতৃত্ব দিয়ে জনগনের জীবনধারন উন্নত করতে হবে। টাকা ছাড়া চাকরি হয় না এটি সম্পূর্ণ ভূল। নিজের মেধাশক্তি দিয়ে চাকরি অর্জন করতে হয়। পরিবার, সমাজ ও দেশের মান উন্নত করতে নিজেকে মাদক থেকে বিরত থেকে মন দিয়ে পড়াশোনা করতে শীক্ষার্থীদের উপদেশ দেন বক্তারা।
পরিশেষে অত্র কলেজের শিক্ষক ও শীক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া সাহিত্যের পুরষ্কার প্রদান করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করা হয়।

পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, March 13, 2023 | 3/13/2023 08:09:00 PM

শেখ সমশের লী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : সোমবার পীরগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে।
ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশনের সহায়তায় দীর্ঘদিন ধরে এলাকায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে কাজ করছে।
৬নং পীরগঞ্জ ইউনিয়নকে আনুষ্ঠানিক ভাবে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম মুক্ত ঘোষণা করেন সংস্থাটি। ওই ইউনিয়নের ২৬ জন শিশু, ২৪ জন স্কুলগামী শিক্ষার্থীকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে মুক্ত করেছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন - উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ৬নং ইউ’পি চেয়ারম্যান মকলেসুর রহমান চৌধুরী, ইএসডিও - সিএলএমএস প্রকল্প সমন্বয় কারী মোস্তফা কামাল, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, ওই প্রকল্পের পীরগঞ্জ উপজেলা ম্যানেজার অগ্নি শিখা, সিডব্লিউজি কমিটির সদস্যবৃন্দ, ট্রেড ইউনিয়নের নেতা-কর্মী, শিশুর অভিভাবক, সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চিলাহাটিতে বিষ ছিটিয়ে মুরগি মেরে ফেলার অভিযোগ

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে বাদাম খেতে বিষ ছিটিয়ে একাধিক মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে।
জানা গেছে- জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল খালেক (গোয়াল) এর ছেলে আল-আমিন তার বাদাম খেতে মুড়ির সঙ্গে বিষ মাখিয়ে ছিটিয়ে দেয়। এতে ছিলাম এর পুত্র আব্দুল সাত্তার এর প্রায় ২০ থেকে ২৫ টি মুরগি মারা যায়।
আব্দুল সাত্তার এর বড় ভাই হামিদুল ইসলাম অভিযোগ করে বলেন- সে তার জমিতে বিষ দেবে সেটা ঠিক আছে, তবে আমাদেরকে তা জানানো উচিত ছিল এবং বিষ দেয়ার পর জমিতে লাল ফ্লাক দেওয়ার দরকার ছিল। কিন্তু সে তার কিছুই করেনি।
জমিন মালিক আল-আমিনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি কেটে দেন।

চিলাহাটির ভোগডাবুড়ী ইউপিতে মিলছে উগান্ডা'র জন্ম নিবন্ধন সনদ

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদে মিলেছে উগান্ডায় বসবাসকারীর জন্ম সনদপত্র।
এ ঘটনাটিকে নিয়ে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় উঠেছে। পরে অনলাইন জন্ম নিবন্ধনের সার্ভার থেকে তা দ্রুত উগান্ডা থেকে বাংলাদেশী সংশোধন করে ফেলে কর্তৃপক্ষ। তবে বিষয়টি কর্তৃপক্ষ অনলাইন সার্ভারের ভুলের কথা স্বীকার করেন।
কিন্তু বাংলাদেশী নাগরিককে জন্ম নিবন্ধন সনদে কিভাবে উগান্ডা নাগরিক পরিচয়ে জন্ম নিবন্ধন সনদ প্রস্তুতকারী এবং যাচাইকারী কি দেখে স্বাক্ষর করল তা নিয়ে অভিজ্ঞ মহলের মনে প্রশ্ন উঠেছে।
জানা গেছে- চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের মনসুর আলীর কন্যা সুবর্ণা আক্তার মিম এর গত ৮/১২/২০২২ সালে একটি জন্ম নিবন্ধন সনদ প্রদান করে ভোগড়াবুড়ী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। যাতে ইউপি মহিলা সদস্য আফরোজা আক্তার মায়া যাচাই করার পর সচিব মাহবুবুর রহমান কোন কিছু দেখাশোনা না করেই উক্ত সনদটি প্রস্তুত করে সিল স্বাক্ষর করেন।
অভিজ্ঞ মহলের মনে প্রশ্ন উঠেছে এভাবে দুইজন অভিজ্ঞ ব্যক্তি কিভাবে কোন কিছু যাচাই-বাছাই না করে বাংলাদেশী নাগরিককে উগান্ডার নাগরিক হিসাবে পরিচিতি দিয়ে স্বাক্ষর করলেন।

পীরগঞ্জে স্কুলের শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে নিবন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 12, 2023 | 3/12/2023 11:35:00 PM

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

চিলাহাটি ওয়েব ডেস্ক : আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান এই তথ্য।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মুখ্যসচিব বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ যাচাই করে দেখছে সরকার। কোনো অসাধু চক্র যাতে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে নজর রাখতে জেলা উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও টিসিবির নানা কার্যক্রম এবং সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি আরও জোরদার করা হবে বলেও জানান মুখ্যসচিব।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, রমজানে বিদ্যুৎ-পানিসহ অন্যান্য সেবা স্বাভাবিক রাখার তাগিদও দিয়েছেন সরকারপ্রধান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। স্বল্প আয়ের মানুষেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছে। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রশাসন সক্রিয় রয়েছে। আসন্ন রমজানে সেই সক্রিয়তা আরও বাড়ানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী।
এদিকে গেল ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি বেড়ে ৮.৭৮ শতাংশে দাঁড়িয়েছে। জানুয়ারিতে যা ছিল ৮ দশমিক ৫৭ শতাংশ। রোববার (১২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকপরবর্তী ব্রিফিংয়ে এই তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। মূল্যস্ফীতি বাড়লেও অর্থনীতি ভালো অবস্থায় আছে বলে জানান প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, বর্তমানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, কমেছে আমদানি ব্যয়। রফতানি আয়ও বেড়েছে। বাজেট ঘাটতিও কমেছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনীতি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত সাত মাস যাবত দেশে মূল্যস্ফীতির হার ৮ শতাংশের ওপরে রয়েছে। গত বছরের ডিসেম্বরের ৮.৭১ শতাংশের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.৫৭ শতাংশে দাঁড়ালেও ফেব্রুয়ারিতে তা আবারও বেড়েছে। তবে গত বছরের আগস্টে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছিল, যা ছিল গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।