শিক্ষানগরী চিরিরবন্দরে নতুন অধ্যায়ের সূচনা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 12, 2023 | 3/12/2023 08:20:00 PM

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের শিক্ষানগরী উপজেলা চিরিরবন্দরে নতুন অধ্যায়ের শুভ সূচনা হয়েছে। রবিবার (১২ মার্চ) দুপুরে চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলীতে এবি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ডাঃ আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা শুরু উপলক্ষে ২০২৩ শিক্ষাবর্ষের ডিপ্লোমা- ইন- ইন্জিনিয়ারিং নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যাক্ষ ইন্জিনিয়ার মোঃ মোসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমেনা-বাকি রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ডীন ও অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ, পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইন্জিনিয়ার মোঃ আহছান হাবিব,এবি ফাউন্ডেশনের চীফ কো- অর্ডিনেটর জয়ন্ত কুমার রায় ও ডিএপিআইএএস ইন্জিনিয়ার অধ্যক্ষ মোঃ তালাল ওয়াসিম, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ আলী মন্ডল, প্রমূখ। ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, জীবনের এক ধাপ পেরিয়ে আরেক ধাপে পদার্পণ তোমাদের। বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। কারণ কারিগরী শিক্ষায় বেকারত্ব কমবে।
এই বিষয়ে গুরুত্ব দিয়েই শিক্ষানগরী চিরিরবন্দরে আমরা নতুন যাত্রা শুরু করলাম। এতে নতুন দিগন্তের সূচনা হল। যার ফলে কারিগরি শিক্ষার সাথে এই অঞ্চলের যুবকদের কর্মসংস্থান হবে। উল্লেখ্য, প্রথম পর্যায়ে কম্পিউটার ও সিভিল বিষয় শিক্ষার্থী ভর্তি ও পাঠদান শুরু হয়েছে।

পীরগঞ্জে ১৭৬০ পিছ ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

শেখ সমশের আলী,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা পীরগঞ্জ রঘুনাথপুর মহল্লায় অভিযান চালিয়া এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার রাতে ওই মাদক কারবারিকে ১৭৬০ পিছ ইয়াবা ট্যবলেট সহ আটক করে পীরগঞ্জ থানায় সোর্পদ করেন।
জানা গেছে, ওই মহল্লার সামশুল হক এর পুত্র শরিফুল ইসলাম (২৯) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা সহ তাকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে শনিবার রাতে পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত শরিফুল ইসলামকে রবিবার ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

পীরগঞ্জে গৃহবধুর লাশ উদ্ধার

শেখ সমশের আলী, পীরগঞ্জ প্রতিনিধি : পীরগঞ্জ থানা পুলিশ জাবরহাট ইউনিয়নের উত্তর ডাঙ্গীপাড়া গ্রামে নুরুল ইসলামের বাড়ি থেকে শনিবার রাতে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে এবং স্বামীর নির্যাতন ও অত্যাচার সহ্য করতে না পেরে ওই গ্রামের নুরুল ইসলাম এর স্ত্রী সুমি আক্তার শনিবার রাতে নিজ শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আতœহত্যা করেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
রবিবার সুমি আক্তারের মরদেহ ময়না তদন্তের জন্যে ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।

চিলাহাটিতে সড়ক দুর্ঘটনায় আহত ২

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে সড়ক দুর্ঘটনা দুইজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আজ রবিবার দুপুরে চিলাহাটির কেতকীবাড়ি ইউনিয়নের মকবুলের ডাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান- চিলাহাটি'র বাবুল অটোর মালিক বিপ্লব হোসেন বাবুর বোন এবং ভাতিজা মোটরসাইকেল যোগে চিলাহাটি থেকে আমবাড়ি যাচ্ছিল।
অপর দিক থেকে আসা রংপুর ট-১১০৩৯৭ একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল থেকে ছিটকে পরে ওই দুই আরহী। তাদেরকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি ভুটা খেতে পড়ে আছে।

উত্তরা ফাউন্ডেশন এর কর্মী সম্মেলন ও বার্ষিক বনভোজন

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, March 11, 2023 | 3/11/2023 01:18:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরা ফাউন্ডেশন এর কর্মী সম্মেলন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্তরা ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম সজলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জামাল উদ্দিন আহমেদ জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ফাউন্ডেশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জালাল উদ্দিন,চিলাহাটি শাখার ম্যানেজার মজিবুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য মাহবুবুল হক ওহাবুল, জিল্লুর রহমান অরেঞ্জ, বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন প্রধান,চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়া,উত্তরা ফাউন্ডেশন শো-রুম ম্যানেজার মোস্তফা কামালসহ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তরা ফাউন্ডেশন এর ম্যানেজার আজিনুর ইসলাম।

উত্তরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

চিলাহাটি ওয়েব ডেস্ক : বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পঞ্চমবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকায় বার্ষিক বনভোজন শেষে উত্তরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ জামান এর সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব লিমিটেড ডিরেক্টর জিল্লুর রহমান‌।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী কালব ক্লস্টার পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম,ভাইজ চেয়ারম্যান মোজাফফর হোসেন কাজল, চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবুল হক ওহাবুল, চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়া,উত্তরা ফাউন্ডেশন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জালাল উদ্দিন,চিলাহাটি শাখার ম্যানেজার মজিবুল ইসলাম,উত্তরা ফাউন্ডেশন শো-রুম ম্যানেজার মোস্তফা কামালসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পিডিবি'র ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


চিলাহাটি ওয়েব ডেস্ক : পিডিবি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকায় উত্তরা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা সমবায় অফিসার রাজেদুল আলম প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুবুল আলম ওহাবুল,নীলফামারী কালব ক্লস্টার পরিষদের ভাইজ চেয়ারম্যান মোজাফফর হোসেন কাজল,অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়া, উত্তরা ফাউন্ডেশন শো-রুম ম্যানেজার মোস্তফা কামাল।