Showing posts with label নীলফামারী. Show all posts
Showing posts with label নীলফামারী. Show all posts

চিলাহাটিতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, March 23, 2024 | 3/23/2024 04:02:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে সরকারী গাছ কাটার অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষকের বিরুদ্ধে।
জানা গেছে- জেলার চিলাহাটির মুক্তিরহাটে ডাঙ্গাপাড়া পূর্ব ভোগডাবুড়ী বাংলাদেশ রাইফেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান বিটুল, দুই সহকারী শিক্ষক আব্দুল মজিদ ও কারিমুল ইসলাম মিল্লাল গত শুক্রবার (২২ মার্চ) রাতের আঁধারে রেললাইন সংলগ্ন এলাকা থেকে ৭টি ইউকালেক্টর গাছ কর্তন করে।
এ সময় এলাকাবাসী বাধা দিতে গেলে সহকারী শিক্ষক কারিমুল ইসলাম মিল্লাল এলাকাবাসীকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। রাতের আঁধারে গাছ নিয়ে আসার সময় সাহার মোড় নামক এলাকায় স্থানীয় ব্যক্তিবর্গ আটক করলে এক পর্যায়ে সেখানে বাক-বিতর্কের সৃষ্টি হয়।
এক পর্যায়ে সবকিছু ম্যানেজ করে ওই তিন স্কুল শিক্ষক গাছগুলো স্থানীয় পাইকারের কাছে বিক্রি করে দেন। জানতে চাইলে ওই স্কুল শিক্ষকরা এ ব্যাপারে কথা বলতে নারাজ।
বাংলাদেশ রেলওয়ে পাকসি ডিভিশন এসএসএই (আইডব্লিউ) শরিফুল আজিম জানান- রেল সেন্টার থেকে যদি আমাদের আয়ত্তে থাকে তাহলে এটা বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আমি প্রয়োজনের ব্যবস্থা নেব। আর যদি রেলের জায়গায় না হয় তাহলে ওই শিক্ষকরা টেন্ডার ছাড়া গাছ কাটতেই পারবেনা।
সুধী মহল জানান- ঠিক ইফতারের সময়ে ওই শিক্ষকদের বিক্রি করা গাছ পাইকার কাটে। এ ব্যাপারে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে চাইলে তিনি গাছ কাটার ব্যাপারে কথা বলবেন না বলে জানান।

এক বছরের মাথায় চিলাহাটি এক্সপ্রেস কোচ লক্কড়ঝক্কড়

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : উত্তরের সর্বশেষ সীমান্তবর্তী এলাকায় চিলাহাটি বাসীর দীর্ঘদিনের প্রানের দাবির প্রেক্ষিতে চিলাহাটি-ঢাকা দিবাকালীন চিলাহাটি এক্সপ্রেস নামে আরেকটি আন্তঃনগর ট্রেন চালু করা হয়।
কিন্তু বছর যেতে না যেতেই চাকা ক্ষয়ে বাঁকা হয়ে যাওয়া, রানিংয়ে এক্সেল কয়েল স্প্রিং ভেঙে পড়া, রুফ সিলিং খুলে যাওয়াসহ কোচগুলোতে নানা সমস্যা দেখা দিয়েছে। যাত্রীদের ভাষায় টেনটি লক্কড়ঝক্কড়।
২০২৩ সালের ৪ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি চলাচলের উদ্বোধন করেন।
জানা যায়- উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চীনের থাংশানের কোম্পানি সিআরআরসি থেকে প্রায় ১ বছর আগে এ ট্রেনের কোচগুলো আমদানি করে বাংলাদেশ রেলওয়ে। কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী এসব কোচের ওয়ারেন্টি ২ বছরের। কিন্তু কোচগুলো ট্রেনে যুক্ত করার পরপরই দেখা দিয়েছে নানা সমস্যা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রেন পরীক্ষক (টিএক্সআর) বলেন- কোচের চাকা স্বাভাবিকের চেয়ে বেশি ক্ষয় হচ্ছে। চলন্ত অবস্থায় ব্রেক প্যাড পড়ে যাচ্ছে।
স্বাভাবিকভাবে নতুন কোচের স্প্রিং ২ থেকে ৩ বছর পরে ভাঙলেও এসব কোচের ১ বছর না যেতেই রানিংয়ে এক্সেল কয়েল স্প্রিং ভেঙে যাচ্ছে।
এ ছাড়া প্রাইমারি ডাম্পার অকার্যকর, অস্বাভাবিকভাবে তেল লিকেজ হচ্ছে। দ্রুত পাওয়ার কার গরম হয়ে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী বলেন- বেশি ভাগ ফ্যানই অচল। কোচে পানির ট্যাংক ভরা থাকলেও হ্যান্ড শাওয়ারে ও পানির কলে পানি আসে না।
জানালার স্যুট বোল্ট খুলে যায়। বায়ো টয়লেটের সরবরাহ লাইন দিয়ে মল ও নোংরা পানি পড়ে দুর্গন্ধ ছড়ায়। এ অবস্থায় ভোগান্তি নিয়ে অনেকটা বাধ্য হয়েই এই ট্রেনে ভ্রমণ করতে হচ্ছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার সিঅ্যান্ডডব্লিউ মেশিন শপ সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়েতে বিজি এমডি-৫২৩ (চায়না-২০২৩) ১০০টি কোচ রেলওয়ের যানবাহন বহরে যুক্ত হয়।
এ কোচগুলো নিয়মমাফিক প্রতি ১ বছর পরপর মেরামতে আসার কথা থাকলেও চাকার বিভিন্ন ত্রুটির কারণে এক বছরের আগেই বিশেষ রিপেয়ারের প্রয়োজন পড়ছে।
এসব কোচ বিভিন্ন সময় সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতে এলে চাকা টার্নিংয়ের সময় চাকায় ব্লোহোল বা ক্র্যাক দেখা যায়। স্বাভাবিকভাবে চাকা ৮ মিলিমিটার থেকে ১০ মিলিমিটার টার্নিংয়ের প্রয়োজন হয়।
কিন্তু চায়না কোচে ব্লোহোল বা ক্র্যাকের কারণে অনেক বেশি অর্থাৎ ১৫ মিলিমিটার থেকে ২০ মিলিমিটার, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি টার্নিংয়ের প্রয়োজন হচ্ছে। ফলে চাকার স্থায়িত্বকাল আগের চেয়ে অনেক কমে যাচ্ছে।
রেলওয়ে শ্রমিক ইউনিয়ন সৈয়দপুর কারখানা শাখার সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান চিলাহাটি ওয়েব ডটকমকে বলেন- চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের কোচগুলো চীন থেকে এক বছরের কম সময়ে কেনা হয়েছে। এখনই সমস্যা দেখা দিয়েছে।
অথচ ইন্দোনেশিয়া ও ভারত থেকে আনা রেলের কোচ গত ৬-৭ বছর চলছে সমস্যা ছাড়াই।
এ নিয়ে মোবাইল ফোনে কথা হয় রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) তাবাসসুম বিনতে ইসলামের সঙ্গে। তিনি বলেন, ওয়ারেন্টি সময়ে চুক্তি অনুযায়ী দেখভাল করার দায়িত্ব আমদানি করা কোম্পানির।
কিন্তু এ সময় ত্রুটি দেখা দিলে বিষয়টি আমাকে বিভাগীয়ভাবে জানানোর কথা।
তবে এখনো আমাকে জানানো হয়নি। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হবে।

চিলাহাটি হবে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, March 19, 2024 | 3/19/2024 08:02:00 PM

জুয়েল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : দেশের সর্ব উত্তরে চিলাহাটি- হলদিবাড়ি সীমান্ত পেরিয়ে ঢাকা- নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস আন্তঃদেশীয় ট্রেন চালু হওয়ার পর থেকে নীলফামারী জেলার চিলাহাটি স্থলবন্দর চালুর বাস্তবায়ন দেখছে দেশের কর্ণধাররা।
গত ২ মার্চ স্থলবন্দর সচিব চিলাহাটি সীমান্ত এলাকায় পরিদর্শনে এসে স্থানীয় সুধী মহলের সাথে আলাপকালে এ কথা গুলি বলেছেন। তিনি আরো বলেছেন, চিলাহাটি স্থলবন্দর হবে দেশের লাভজনক স্থলবন্দর। উপস্থিত সুধীজনদের জরুরি ভিত্তিক সংশ্লিষ্ট দফতরে একটি আবেদন করার কথা বলে তিনি বলেছেন, চিলাহাটি রেল স্টেশনে ইতিমধ্যে আইকনিক ভবন, ভিআইপি রেস্ট হাউজ, কাস্টম ইমিগ্রেশন চেক পোস্ট, ডিজিটাল রেলস্টেশন সহ স্থলবন্দর রূপান্তরের অবকাঠামো এখানে বিদ্যমান রয়েছে। অপরদিকে চিলাহাটিতে একটি পুলিশ তদন্ত কেন্দ্র, দুইটি বাণিজ্যিক ব্যাংক, সরকারি ক্রয় কেন্দ্র, দ্বিতীয় শ্রেণীর ডাক বাংলোসহ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলি বিদ্যমান রয়েছে। এছাড়া চিলাহাটি থেকে রেল যোগাযোগ ৩টি বিভাগের সাথে সরাসরি চালু রয়েছে।
সড়ক পথেও মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের সাথে যোগাযোগ বিদ্যমান। স্থানীয়রা দাবি তুললে সরকার বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করবে। ডিজিটাল বাংলাদেশ গোড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিষয়ে অনেক গুরুত্ব রয়েছে।
ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে চিলাহাটি স্থলবন্দর চালু করতে সরকারের একাধিক কর্মকর্তা অনেকবার এলাকা পরিদর্শন করেছেন। যেহেতু সরকার চিলাহাটির উপর দিয়ে ঢাকা- নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল শুরু করেছে। এখনই সময় চিলাহাটি স্থলবন্দর চালু করা হোক এটাই এলাকাবাসীর দাবি। চিলাহাটি স্থলবন্দর দিয়ে স্বল্প খরচে অল্প সময়ের মধ্যে ভারত সহ নেপাল, ভুটান ও চীনের সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাব। বদলে যাবে, এলাকার আত্মসমাজিক চিত্র।

চিলাহাটিতে পাকা রাস্তা ঘেষে পুকুর খনন : উল্টে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, March 14, 2024 | 3/14/2024 04:11:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে উদ্ধারকাজে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে কোন ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত হয়নি।
জানা গেছে, জেলার চিলাহাটির বোতলগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় আজ বৃহস্পতিবার একটি অগ্নিকাণ্ডের খবর পেয়ে চিলাহাটি ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
ওই এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংকার দুলাল হোসেন পাকা রাস্তা ঘেষে পুকুর খনন করায় গাড়িটি ঘটনাস্থলে যাওয়ার আগেই রাস্তা ভেঙ্গে পুকুরে উল্টে পড়ে।
চিলাহাটি ফায়ার সার্ভিস লিডার নূরে আলম সিদ্দিকী জানান- রাস্তা চিকন হওয়ার কারণে এবং রাস্তা ঘেষে পুকুর খনন করার কারণে গাড়িটি উল্টে গেছে। তবে কোনো ফায়ার কর্মী আহত হয়নি।
রিপোর্ট লেখা পর্যন্ত গাড়িটি উদ্ধার কাজ চলছে।

চিলাহাটিতে বাউ মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, March 13, 2024 | 3/13/2024 01:46:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে বাউ মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে চিলাহাটি হালিমা বেগমের বাড়িতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 
সমন্বিত কৃষি ইউনিট (প্রাণিসম্পদ খাত) এর আওতায় নিরাপদ মাংস উৎপাদনে সঠিক জীব-নিরাপত্তায় জলবায়ু সহিষ্ণু বাউ মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের প্রশিক্ষণ প্রদান করেন প্রাণিসম্পদ ট্রেইনার ডাঃ মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন, ম্যানেজার আব্দুর রাজ্জাক শাহ, একাউন্ট অফিসার নুরুজ্জামন, চিলাহাটি প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া প্রমূখ্য।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়।
উক্ত প্রশিক্ষণে বাউ মুরগি পালনের গুরুত্ব, উৎপাদন বৃদ্ধিতে উন্নত টেকসই প্রযুক্তির ব্যবহার, জাত পরিচিতি, খামার ব্যবস্থাপনা ও ব্রুডিং ব্যবস্থাপনার ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

চিলাহাটিতে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 3, 2024 | 3/03/2024 01:41:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে নকল প্রসাধনী রাখায়, মাংসে কাপড় ঢাকা না দেওয়ায় এবং খোলা তেল বেশি দামে বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা গেছে- জেলার চিলাহাটির চুরি পট্টিতে মামুন কসমেটিকে নকল প্রসাধনী এবং সরকারের নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রির অপরাধে এ প্রতিষ্ঠানকে ৩ হাজার, চিলাহাটি চৌরাস্তায় বেলাল মাংসের দোকানে মাংসে ঢাকা না দেওয়া এবং বেশি দামে বিক্রির অপরাধে ২ হাজার এবং রাসেল স্টোরে খোলা তেল বেশি দামে বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর নীলফামারী জেলার সহকারী পরিচালক সামসুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সিহাব উদ্দিন, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই তরুণ চন্দ্র।
সহকারী পরিচালক সবার উদ্দেশ্যে বলেন- এখন থেকে আপনারা পণ্য কিনলে অবশ্যই মানি রিসিভ বুঝে নিবেন, সেই সাথে গরুর মাংস ৬৫০ টাকা, সয়াবিন তেল খোলা ১৪৯ টাকা এবং বোতলে ১৬৩ টাকা রেটে নেবেন। কোন দোকানদার যদি বেশি মূল্য নেয় তাহলে তাৎক্ষণিক আমাদের অথবা ইউএনও কিংবা জেলা প্রশাসক মহোদয়কে ফোন করবেন।
রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাচাইয়ের জন্য আবারো এই অভিযান চলমান থাকবে বলে তিনি কোথাও জানান।

চিলাহাটি ফিউচার প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, March 1, 2024 | 3/01/2024 05:03:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি ফিউচার প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল বৃহস্পতিবার বিকালে খেলাধুলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মোতালেব হোসেন, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লিটন ইসলাম, অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক এবং চিলাহাটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া প্রমুখ।
খেলা পরিচালনা করেন ফিউচার প্রি-ক্যাডেট একাডেমির অধ্যক্ষ রকিব হোসেন রণ।