Showing posts with label নীলফামারী. Show all posts
Showing posts with label নীলফামারী. Show all posts

চিলাহাটিতে মে দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, May 1, 2024 | 5/01/2024 05:42:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সারা দেশের ন্যায় নীলফামারী জেলার চিলাহাটিতে মহান মে দিবস ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ৯টার দিকে শ্রমিক সংগঠন গুলো তাদের দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করে। পরে র‌্যলি, আলোচনা সভা, মিলাদ মাহফিল,দোয়া ও তোবারক বিতরণের মধ্যদিয়ে দিবসটি পালিত করেন।
র‌্যালি শেষে নির্মান শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ে বক্তব্য রাখেন- সভাপতি মাহাবুবুল আলম ওহাবুল, সহ-সাধারণ সম্পাদক আজম আলী প্রমানিক। ভোগডাবুরী ও কেতকীবাড়ী ইউনিয়নের জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক-লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সভাপতি আলমগীর হোসেন। এছাড়াও চিলাহাটি মটর শ্রমিক ইউনিয়ন, মাইক্রো- বাস শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে।

বাউ মুরগি পালনে স্বাবলম্বী চিলাহাটির নারীরা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 29, 2024 | 4/29/2024 02:10:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সর্ব উত্তরের জেলা নীলফামারীর সীমান্তবর্তী এলাকা চিলাহাটির নারীরা সাংসারিক কাজের পাশাপাশি গরু, ছাগল,হাঁস ও মুরগি পালন করে নিজেরাই হচ্ছে স্বাবলম্বী। দেশের সামগ্রিক অর্থনীতিতে পুরুষের পাশাপাশি বড় ভূমিকা রাখছেন নারীরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন তারা।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর অর্থায়নে ও সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাতের নিরাপদ মাংস উৎপাদনে জলবায়ু সহিষ্ণু বাউ মুরগি পালনের জন্য নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির বিভিন্ন এলাকার বেশ কিছু মহিলাকে বেছে নেয়। তাদের প্রত্যেককে ৪৩ দিনের জন্য ১৫০টি করে মুরগি পালনের জন্য দেয়া হয়। তারা গৃহস্থালী কাজের পাশাপাশি বাউ মুরগি পালন করে নিজেরাই এখন স্বাবলম্বী হয়েছেন।
মুরগি পালনকারী চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের কাঠালতুলী গ্রামের আব্দুর সাত্তারের স্ত্রী পারভীন আক্তার বলেন- প্রশিক্ষণ শেষে সংস্থা থেকে আমাকে ১৫০টি বাউ মুরগি পালনের জন্য দেয়া হয়েছিল। বাউ মুরগি পালনে কোনো সমস্যা হচ্ছে না। রোগ-বালাই নেই বললেই চলে। এই মুরগি পালনে সুবিধা হলো দেশি মুরগির তুলনায় অল্প দিনে বাজারজাত করা যায় এবং অন্য মুরগির তুলনায় ওজন ভালো আসে।
চিলাহাটির আবুল মেম্বারের চৌরাস্তার মনি আক্তার নামের অপর এক নারী খামারি চিলাহাটি ওয়েবকে জানান- আমার স্বামীও আমার এ কাজে যথেষ্ট সহযোগিতা করে। আর্থিকভাবে উন্নতি হচ্ছি বলেই স্বামী এ সহযোগিতা করছে। আমার মুরগি গুলি পাইকাররা এসে বাসা থেকে নিয়ে গেছে এবং এতে আমি বেশ লাভবান হয়েছি। এ মুরগির নষ্ট হবার বা মারা যাবার ভয় নেই। এছাড়াও আমাদের স্থানীয় বাজারে এর যে চাহিদা তৈরি হয়েছে তাই আবারো বড় আকারে এ মুরগির খামার করবো আমি।
সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন বলেন- বাউ মুরগি এখন সবার কাছেই পরিচিত। খেতে সুস্বাদু, মৃত্যুহার কম, উৎপাদন বেশি হওয়ারর কারণেই খামারি ও ভোক্তা পর্যায়ে এর চাহিদাও অনেক। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ মুরগি লালন-পালনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক চিলাহাটি ওয়েবকে বলেন- পিকেএসএফ ও শার্প প্রাণিসম্পদ বিষয়ে ব্যাপক কাজ করে। তারই ধারাবাহিকতায় ১০০ জন মহিলাকে প্রশিক্ষণ দিয়ে বাউ মুরগি পালনে উদ্বুদ্ধ করেছে। বাউ মুরগির বাচ্চা বড় হয় সন্তোষজনকভাবে এবং মৃত্যুর হার কম। ৪৩ দিনের মধ্যে এ বাচ্চা ৯০০গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে।
তিনি আরও জানান- একেকটি মুরগি ২ থেকে ২.৫ কেজি মতো খাদ্য গ্রহণ করে। সব মিলিয়ে একটি মুরগি পালনে ব্যয় হয় ২০০ থেকে ২১০ টাকা। সেটা বিক্রি হয় কেজি প্রতি ২৬০ থেকে ২৭০ টাকা। এভাবে যদি কেউ ১০০ মুরগি পালন করে তাহলে ব্যয় বাদে ৮ থেকে ১০ হাজার টাকা লাভ হবে। এ মুরগি পালনে গ্রামীণ পুষ্টি ও আমিষের অভাব পূরণসহ দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

চিলাহাটিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও দোয়া

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 24, 2024 | 4/24/2024 08:05:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় চিলাহাটিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করা হয়েছে।
কয়েক দিনের টানা তাপদাহে পুড়ছে চিলাহাটিসহ সারাদেশ। আর এই তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় করা হয়।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।
আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় নীলফামারী জেলার চিলাহাটির ঐতিহ্যবাহী সব্দিগঞ্জ ঈদগাঁও ময়দানে প্রায় শতাধিক মুসল্লি নিয়ে নামাজ আদায় করা হয়।
মোনাজাতের আগে দুই রাকাআত নফল নামাজ আদায় করে মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেন চিলাহাটির সর্বস্তরের জনগণ। 
সব্দিগঞ্জ ঈদগাঁও মাদ্রাসার আয়োজনে এ দোয়ার আয়োজন করা হয় বলে ময়দান কমিটির সাধারণ সম্পাদক কারিমুল ইসলাম মিল্লাল এ কথা জানান।

চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 17, 2024 | 4/17/2024 04:56:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস পালিত হয়েছে।
আজ বুধবার দুপুরে চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের কাওলা গ্রামের ইয়াসমিন/মনজুরুল ও মিনু আক্তার/ লিপু এর বাড়িতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে এ খামার দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত খামার দিবসে সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশারফ হোসেন হাঁস পালনের উপকারিতা, হাঁস পালনের জন্য সুষম খাদ্য ব্যাবস্তাপনা কিভাবে করতে হয়, হাঁস পালনের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ, বাজার ব্যবস্থাপনসহ ইত্যাদি আনুষঙ্গিক বিষয়ে খামারিদের অবহিত করেন।
উক্ত অনুষ্ঠানে ৮০ জন নারী/পুরুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়।

নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান চিলাহাটির সব্দিগঞ্জে

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 8, 2024 | 4/08/2024 05:00:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার সবচেয়ে বড় ঈদগায় ময়দান চিলাহাটির সব্দিগঞ্জে।
ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৬০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করে। ময়দান কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭১২ সালে এ ময়দানে ঈদের নামাজ শুরু হয়। এখন ৫১ বিঘা জমির ওপর ময়দানটির সম্প্রসারণ ঘটেছে। ময়দানের ৭৬টি কাতারে নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা।
প্রতি কাতারে অংশ নিতে পারেন প্রায় ৫০০ জন। এ ঈদগাহ ময়দানেভোগডাবুড়ি ইউনিয়নের শব্দিগঞ্জ এলাকার এ ময়দানে ভোগডাবুড়ি এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এর চেয়ে বড় ঈদ জামাত নীলফামারীতে আর হয় না।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মশিউর রহমান চিলাহাটি ওয়েবকে জানান- আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপনে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঈদগাহ ময়দানে নির্বিঘ্নে নামাজ আদায়ে পুলিশ দায়িত্ব পালন করবে।
বিশেষ করে শব্দিগঞ্জ ময়দানটি অনেক বড় হওয়ায় সেখানে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলে তিনি এ কথা জানান।

চিলাহাটি খানকায়ে কেরামতিয়া শরিফ কমপ্লেক্সে এ ইফতার মাহফিল

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, April 5, 2024 | 4/05/2024 07:04:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটি'র খানকায়ে কেরামতিয়া শরিফ কমপ্লেক্সে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মসজিদ পরিচালনা কমিটি ও জামাত বাসীর আয়োজনে খানকায়ে করামতিয়া মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আর্মি, ইবতেদায়ী মাদ্রাসা সাধারণ সম্পাদক একেএম আবুল খায়ের কিবরিয়া, সমাজসেবক আবুল কালাম আজাদ।
দোয়া পরিচালনা করেন- খানকায়ে কেরামতিয়া শরীফ কমপ্লেক্সে এর বোডিং সুপার শওকত আলী।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান ইসলাম।

চিলাহাটির সীমান্তে মরা গরুর মাংস বিক্রি : আটক করলেন জনতা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 1, 2024 | 4/01/2024 05:37:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির সীমান্তবতী বিওপি বাজারে রাতের আধারে মরা গরু মাংস বিক্রি কালে স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলে। গত রবিবার রাতে ভোগডাবুড়ী ইউনিয়নের বিওপি বাজারে এ ঘটনাটি ঘটে। আটককারী বিক্ষুব্ধ জনতারা চিলাহাটি ওয়েবকে জানান- রবিবার সকালে পার্শ্ববতী খলিলের ছেলে মমিনুলের গোয়াল ঘরে একটি গরু মারা যায়। এই সংবাদ পেয়ে বিওপি বাজারের মাংস ব্যবসায়ী লেবু মিয়া তার সাঙ্গোপাঙ্গদের নিয়ে মমিনুলের বাড়িতে গিয়ে বিষয়টি গোপন রাখতে বলে। ওই দিনেই সন্ধ্যার পর লেবু তার লোকজনদের নিয়ে মমিনুলের গোয়াল ঘর থেকে মৃত গরুর মাংস নিয়ে এসে বিওপি বাজারে বিক্রি শুরু করে। রাতের আঁধারে গরুর মাংস বিক্রি করতে দেখে উৎফুল্ল জনতা ওই মাংস দোকানের কাছে ভিড় জমায়। এ সময় বিক্রিকৃত মাংসের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে নানা আলোচনায় সমালোচনার ঝড় শুরু হয়। এক পর্যায়ে ভোগডাবুড়ী ইউনিয়নের ইউ,পি সদস্য আব্দুল খালেক, আমিনার রহমান, কামাল হোসেন ও সংরক্ষিত মহিলা মেম্বার মায়া বেগমের সহযোগিতায় গরুর মালিক মমিনুলকে বাড়ী থেকে ডেকে নিয়ে আসা হয়। মমিনুল বিওপি বাজারের উৎপন্ন জনতার সামনে স্বীকার করেন তার গরুটি মৃত। মাংস ব্যবসায়ী লেবু আমাকে লালসা দেখিয়ে ওই গরুর মাংস কেটে নিয়ে আসে। সংবাদ পেয়ে ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু ঘটনাস্থলে গিয়ে দুর্গন্ধহীন মাংস গুলি ইউনিয়ন পরিষদে নিয়ে আসতে চাইলে উপস্থিত জনতারা বিক্ষোভ করতে থাকে। চেয়ারম্যানের এ সিদ্ধান্তের বিষয়টি প্রতিবাদকারীরা উপজেলা নির্বাহী অফিসার ও ডোমার থানার ওসি কে বিষয়টি অবগত করেন। এক পর্যায়ে চেয়ারম্যান প্রতিবাদকারী জনতাকে এই ঘটনা সাথে জড়িতদের আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে মাংস গুলি মুক্তিরহাট বাজারে পুকুরের ধারে পুতে ফেলে। মাংস ব্যবসায়ী লেবু মিয়া ও গরুর মালিক মমিনুল ঘটনার পর থেকে পলাতক থাকায় তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু উপজেলা নির্বাহী অফিসার ও ডোমার থানার ওসির উদ্বৃত্ত দিয়ে চিলাহাটি ওয়েবকে বলেন- মাংস ব্যবসায়ী লেবু ভোগডাবুড়ী ইউনিয়নে আর কোনদিন মাংস বিক্রি করতে পারবেনা। এই ঘটনার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।