পীরগঞ্জে কৃষি মেলা উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, May 29, 2023 | 5/29/2023 03:56:00 PM


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :  পীরগঞ্জ কোর্ট বিল্ডিং চত্বরে ৩ দিন ব্যাপি কৃষি মেলা উদ্বোধন হয়েছে। সোমবার কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেন।
ঠাকুরগাঁও - ৩ আসনের সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মদ ও সাবেক এমপি, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক যৌথ ভাবে মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা সহ ২০ টি স্টল স্থাপন করা হয়।
এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন- এমপি হাফিজ উদ্দিন আহম্মদ, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। মেলায় নার্সারি মালিক গণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, সংবাদকর্মী, শিক্ষক, রাজনৈতিক দলের নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জুনে চালু হচ্ছে চিলাহাটি-ঢাকা রুটে নতুন ট্রেন


আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত আগামী জুনে দিবাকালীন একটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। রেলওয়ে সূত্র জানায়, ২০০৭ সালের ১ ডিসেম্বর রেলওয়ের শহর সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল শুরু করে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি।
ট্রেনটি উত্তর জনপদের মানুষের জন্য আর্থসামাজিক সম্ভাবনার দুয়ার খুলে দেয়। ইন্দোনেশিয়ার পিটি ইনকা রেলওয়ে কারখানায় তৈরি আধুনিক রেলকোচবহর দিয়ে নীলসাগর ট্রেনটি চালু করে। এরপর রেলপথ সংস্কার করে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ সম্প্রসারণের মধ্য দিয়ে ওই ট্রেনটি চিলাহাটি থেকে কমলাপুর পর্যন্ত গন্তব্য পুননির্ধারণ করে।
সূত্রটি আরও জানায়, নীলসাগর চালু হওয়ার বেশ কিছুদিন পর ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম, ঢাকা-লালমুনিরহাট ও ঢাকা-পঞ্চগড় রুটে একাধিক ট্রেন চালু করা হয়েছে। অথচ ৩৮৩ কিলোমিটার দূরত্বের ঢাকা-চিলাহাটি রুটে একটিমাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। এ রুটে যাত্রী সংখ্যা অনেক বেশি।
যাত্রীদের চাপের কথা বিবেচনায় রেখে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম নীলসাগরের দ্বিতীয় র‌্যাক চালু করতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
সে অনুযায়ী দিবা ও রাত্রীকালীন দুটি নীলসাগর ট্রেন চলবে এ রুটে। 
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) মুহাম্মদ কুদরত ই খুদা চিলাহাটি ওয়েবকে বলেন, র‌্যাক প্রস্তুতের কাজ শেষ। আশা করছি, আমদানি করা নতুন রেলকোচ দিয়ে চিলাহাটি- ঢাকা দিবাকালীন আন্তঃনগর ট্রেন চালু করা হবে।
আগামী ৪ জুন এই দিবাকালীন আন্তঃনগর ট্রেন চলাচলের নামকরণ ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  নতুন এই আন্তঃনগর ট্রেনটির নামকরণও হবে উদ্বোধনের দিনে।
চিলাহাটি থেকে ৮০৬ নম্বর ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৫ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে চিলাহাটি পৌঁছাবে রাত ১টা ৪৫ মিনিটে। শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

১৭ বছর ধরে জঙ্গলের খুপড়িতে বসবাস মুজিবের

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, May 28, 2023 | 5/28/2023 09:30:00 PM

কুমিল্লা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : ১৭ বছর ধরে জঙ্গলে খুপড়িতে শিয়াল, সাপ, বিচ্ছুসহ জীবজন্তুর সাথে অর্ধাহারে-অনাহারে এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস মুজিবুর রহমানের (৬০)। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুনলেন চিরকুমার মুজিবুর রহমানের মানবেতর জীবনযাপনের গল্প।
রোববার (২৮ মে) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মাশিকাড়া গ্রামের উত্তরপাড়া মৌলভী বাড়ির পাশের জঙ্গলে যেয়ে এমন দৃশ্যের দেখা মিলে। দেখা যায়, বিশাল একটি জঙ্গলের ঝোপ-বাঁশঝাড় পেরিয়ে জঙ্গলের মাঝে পলিথিনে মোড়ানো ছাউনির একটি ছোট খুুপড়িতে বসে আছেন ৬০ বছর বয়সী চিরকুমার মুজিবুর রহমান । প্রশাসনের লোকজন আসার সংবাদে বেরিয়ে আসেন খুপড়ি থেকে।
বিভিন্ন প্রশ্নের জবাবে কান্নাবিজড়িত কন্ঠে খুপড়ি জীবনের গল্প শোনান মুজিবুর। জানান- অর্থ-বিত্তে সাজানো সংসার সৎ ভাইদের রোষানলে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করায় তাকে জঙ্গলেই ঠাঁই নিতে হয়েছে। জঙ্গলের খুপড়িতে থাকায় বিয়েটাও করতে পারেননি তিনি।
মুজিবুর রহমান জানান, তার বাবা মরহুম লাল মিয়ার প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন তার মাকে। এ সংসারে মায়ের এক মাত্র সন্তান ছিলেন তিনি। প্রথম সংসারে ২ ভাই ফরিদুল ইসলাম ও জহিরুল ইসলাম। দ্বিতীয় সংসারে মো. মুজিবুর রহমান। তার বাবা লাল মিয়া রেলওয়েতে চাকরি করতেন। সৎ ভাই ফরিদুল আলম পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করতেন।
মুজিবুর কাইচপুর মালেক জুট মিলে চাকরি করে সৎ ভাই জহিরুল ইসলামকে বিএ পাশ করান। সেই জহিরুল ইসলামই তার পৈত্রিক সম্পত্তির ১০৫ শতাংশ জমির মধ্যে ৮৫ শতাংশ জমি লিখে নেয়। তাকেও বাড়ি থেকে বের করে দেয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় ২০০৭ সাল থেকে জঙ্গলে খুপড়ি বানিয়ে ঠাঁই নেন মুজিবুর।
মজিবুর বলেন, বিয়ে করে বৌ রাখার ঘর নেই, তাই বিয়েটাও করতে পারিনি। মিলের চাকরি ছেড়ে বাড়িতে এসে ইলেক্ট্রিক লাইনের কাজ শুরু করি, বাম চোখটিও নষ্ট হয় গেছে। বয়স হয়েছে এখন কাজে নিতে চায়না কেউ। 
অর্ধাহার, অনাহারে রোদ ঝড়-বাদলে শেয়ালের হাক-ডাকের মাঝেই খুপড়ির মধ্যেই থাকি। কখনো লাকড়ির চুলায় ভাত আর আলু সিদ্ধ করে লবণ মরিচ দিয়ে খাই, কখনো শুকনা খাবার খেয়ে থাকি। তিনি দুঃখ করে আরো বলেন, ‘শিয়াল-সাপ-বিচ্ছু-মশা আমার ক্ষতি করে নাই, মানুষ যা করেছে।’
এ ব্যপারে জানতে মুজিবুরের ভাই জহিরুলকে পাওয়া যায়নি। জহিরুলের বড় ভাই ফরিদুল আলমের ছেলে আল-আমিন বলেন, ‘আমার কাকা অভিমানী, আমার দাদার জায়গা জমি ভাগ হয়নি এখনো, তবে চাচা কিছু জমি নিজ নামে লিখে নিয়েছে। চাচার পাওনা বুঝিয়ে দিতে আমাদের আপত্তি নাই।’ গুনাইঘর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অবগত হয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ‘মজিবুর রহমানকে তার পিতার জমির কাগজপত্র নিয়ে এসিল্যান্ডের সাথে দেখা করার জন্য বলা হয়েছে। কাগজপত্র ঠিক থাকলে তার পাওনা জমি তাকে উদ্ধার করে দেওয়া হবে। না হয় আবাসনের ব্যবস্থা করে দেবো।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা (উঃ) জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ তাৎক্ষণিক চক্ষু চিকিৎসার জন্য ১০ হাজার টাকা প্রদান করেন এবং স্বচ্ছলতা আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পীরগঞ্জে ৮ শ্রেষ্ঠ করদাতাকে সম্মাননা

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ভূমি সেবা সপ্তাহের সমাপনী দিনে পীরগঞ্জ উপজেলায় ৮জন ব্যক্তিকে ভূমি উন্নয়ন শ্রেষ্ঠ করদাতা নিবার্চন করা হয়েছে। এসব নিবার্চিত ব্যক্তিদের কে রবিবার দুপুরে পীরগঞ্জ ভূমি অফিস চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী কমিশনার ভূমি (অঃদঃ) মোঃ শাহরিয়ার নজির।
ভূমি উন্নয়ন শ্রেষ্ঠ করদাতারা হলেন, ভোমরাদহ ইউনিয়নের আব্দুল আজিজ, কোষারাণীগঞ্জ ইউনিয়নের শাহজাহান আলী, খনগাঁও ইউনিয়নের মাহাবুব জামিল, ৬নং পীরগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুর ইসলাম (জাহিদ), হাজীপুর ইউনিয়নের আমিনুল ইসলাম, ৮নং দৌলতপুর ইউনিয়নের রশিদা আজিজ, ফাউন্ডেশনের ম্যানেজার মুক্তারুল ইসলাম ও জবরহাট ইউনিয়নের শাহাজাত আলী, উপজেলা ও ইউনিয়নের শ্রেষ্ঠ কর দাতা নিবার্চিত হয়েছেন।

চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : রবিবার পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পযার্য়ের ছাত্র,ছাত্রীদের নিয়ে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
উপজেলা পরিষদে বিজয়ীদের মাঝে পুরুস্কার ও গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পরিষদ চত্ত¦রে বঙ্গবন্ধুর মুর‌্যালে শান্তির প্রতীক হিসেবে পায়রা অব মুক্ত করা হয়। এ উপলক্ষে অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য দেন সাবেক এমপি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানা অফিসার ইনচার্জ  জাহাঙ্গীর আলম, কমরেড নুরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  আরিফুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম, পৌর প্রেসক্লাব সভাপতি  মোশাররফ হোসেন, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকতার্ ফরিদা ইয়াসমীন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও শিক্ষক নূর নবী চঞ্চল প্রমুখ।

পীরগঞ্জে কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন পীরগঞ্জ উপজেলায় ৩১ লক্ষ টাকা মূল্যের কম্বাইন্ড হারভেষ্টার বিতরণ করা হয়েছে। এর মধ্যে সরকারি ভাবে কৃষককে ১৫ লক্ষ ৫০ হাজার টাকা ভুর্তুকি দেওয়া হবে।
জানা গেছে, বাংলা মার্ক কোম্পানি কর্তৃপক্ষ পীরগঞ্জ উপজেলায় এই মেশিনটি আনার পর বৈরচুনা ইউনিয়নের শিংহোর গ্রামের গমির উদ্দীন সরকার এর পুত্র রফিকুল ইসলামকে এ মেশিনটি হস্তান্তর করা হয়। চলতি মৌসুমে এই মেশিনটি এলাকার কৃষকদের অল্প খরচে কম সময়ে ধান কাটা মাড়াইয়ে সহযোগিতা করবে বলে কৃষক রফিকুল ইসলাম জানান।
বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  শাহরিয়ার নজির, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ সাইফুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ জয়নাল আবেদীন বাবুল, পৌর প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন, কৃষক রফিকুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ, সাংবাদিক এম.কে রানা, শেখ সমশের আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ মেশিনটি বিতরণ করা হয়।

ডোমার রেল স্টেশনের টয়লেট থেকে মরদেহ উদ্ধার

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, May 27, 2023 | 5/27/2023 06:31:00 PM

জুয়েল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডোমার রেল স্টেশনের টয়লেট থেকে তাহিরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডোমার রেল স্টেশনের মাস্টার আশরাফুল ইসলাম।
শনিবার সকাল ৬টায় ডোমার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে ডোমার রেল স্টেশন কর্তৃপক্ষ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তাহেরুল ইসলাম ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের গনির স্কুল ডানীঙ্গাপাড়া এলাকার মৃত ফজল উদ্দিনের ছেলে। তিনি পেশায় ক্ষুদ্র কাঁচা মাল ব্যবসায়ী ছিলেন। রিবারের লোকজন জানান, শুক্রবার ব্যবসায়ীক কাজে বিরামপুর যাওয়ার জন্য দুপুরে বাড়ি থেকে বের হন। সর্বশেষ বাড়ির লোকজনের সাথে ওই রাতে কথা হয়। এরপর শনিবার সকাল ৬ টার পর রেলস্টেশন থেকে ফোনে মৃত্যুর সংবাদ পেয়ে রেলস্টেশন ছুটে । মৃত তাহেরুল ইসলাম দীর্ঘদিন যাবত হার্ডের সমস্যায় ভুগছিলেন বলে জানান পরিবারের লোকজন।
ডোমার রেল স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, ভোর সাড়ে পাচঁটায় রেল স্টেশনের যাত্রীরা আমাকে খবর দেয়। আমি ডোমার থানা, সৈয়দপুর রেলওয়ে থানা ও ডোমার ফায়ার সার্ভিসকে খবর দেই। তাদের উপস্থিতিতে দেখা যায় এক ব্যক্তি রেলস্টেশনের টয়লেটের ভিতরে পড়ে আছে । সকাল ৬টা ১০ মিনিটে ডোমার থানা পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিস এসে টয়লেটের দরজা কেটে মরদেহ উদ্ধার করে। পরে তার পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে পরিবারকে খবর দেয়া হয়েছে।
জানা গেছে, তিনি পেশায় একজন ক্ষুদ্র কাচাঁমাল ব্যবসায়ী। সৈয়দপুর জিআরপি থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, পরিবারের লোকজনের কারো কোনো আপত্তি না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।