চিলাহাটিতে পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, May 25, 2023 | 5/25/2023 05:47:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে পেকিন হাঁস বিষয়ক খামার দিবস পালন হয়েছে। বৃহস্পতিবার দুপুর চিলাহাটির ছয়ফুটিয়া গ্রামে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সফল খামারী ইব্রাহিম খলিলের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলাহাটি প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া, বাংলাদেশ রাইফেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক কারিমুল ইসলাম, সব্দিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আজাদ মাসুম সাজ্জাদ স্বাধীন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়। অনুষ্ঠানে প্রায় ৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করে।

পার্বতীপুরে তিন তলা থেকে পড়ে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

বিশেষ প্রতিনিধি : দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার “আল-জামিয়াতুল আবরারিয়া দারুল উলুম কওমি” মাদ্রাসার এক শিক্ষার্থী তিন তলার জানালা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
স্থানীয় সুত্রে জানা যায়, চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের শাশারপুর গ্রামের মোঃ কামরুজ্জামান (বাবু আমিন) এর ছেলে মোঃ শাওন ইসলাম (১২) সে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী খড়িবাড়ি গ্রামের আল-জামিয়াতুল আবরারিয়া দারুল উলুম কওমি মাদরাসায় নাজেরা বিভাগে লেখাপড়া করত। মাদ্রাসার এক শিক্ষক জানান (২৩ মে) মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকায় মোঃ শাওন ইসলাম (১২) প্রতিদিনের মতো রাতে খাওয়ার জন্য তিন তলায় যায়। তিনতলার রুমের জানালা (গ্রীলহীন) ফাঁকা থাকার কারণে ট্রাঙ্কের উপরে পাঁ দিয়ে হাত ধোয়ার সময় পাঁ পিছলে তিনতলা থেকে প্রথমে সানসাইডে পরে তারপর নিচে টিউবওয়েলের পাশে পড়লে ঘটনাস্থলেই ঐ শিক্ষার্থীর মৃত্যু হয়। এ বিষয়ে মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান জানান “রাত ১০টা ৪৫ মিনিটে তিনতলায় খাওয়ার রুমে খাওয়ার আগে হাত ধোয়ার সময় পা পিছলে তিনতলা থেকে পড়ে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু হয়। চিরিরবন্দরের ৯নং ভিয়াইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক শাহ জানান ঘটনাটি সত্য রাতে দুই ইউনিয়নের চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বিষয়টি আলাপ আলোচনা করে মৃত বাচ্চাটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার ২৪ মে সকাল ১১ ঘটিকায় শাশারপুর গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পূর্ণ করা হয়েছে। আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আসাদুজ্জামান আসাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্য প্রবাসী কবি লুৎফুর রহমান চৌধুরীকে সম্মাননা প্রদান

বিশেষ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর কর্তৃপক্ষ ১৯মে/২৩ রোজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় পৌরসভার সভাকক্ষে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী কর্তৃক যুক্তরাজ্য গমন উপলক্ষে নবীগঞ্জের কবি মহল এক হৃদ্ধিক সভার আয়োজন করা হয়। সভায় যুক্তরাজ্য অবস্থানরত বাংলাদেশী নাগরিক বিশিষ্ট কবি লুৎফুর রহমান চৌধুরী রাকিবকে সম্মাননা প্রদান করা হয়। 
কবি বলেন ভালোবেসে বুকে টেনে নিয়ে সুবাসিত গোলাপ মেয়র ছাবির আহমদ সহ নবীগঞ্জের কবি মহল এক পবিত্র বন্ধনে আবব্দ করে গেঁথে তৈরী করেছেন সুন্দর একটি মালা। সেই মালার অনেক ভারী। সেই মালার যতাযত মূল্যায়ন দিতে পারলেই নিজের জীবন সার্থক মনে করবো। সবাই দোয়া করবেন আপনাদের ভালোবাসা বাক্সটি যেন হৃদয়ের গভীরে যতন করে রাখতে পারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আফতাব আল মাহমুদ, গীতিকার আলী আমজাদ মিলন ও নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদের সভাপতি কাজী এম হাসান আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার বিশ্বাস, বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বণিক, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রণব চন্দ্র দেব, কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, মোঃ আবুল কালাম মিঠু প্রমুখ। 
কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী'র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নহরপুর শাহজালাল মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম ইউসুফ এবং পবিত্র গীতাপাঠ করেন কবি নয়ন দাশ। স্বরচিত কবিতা পাঠ করেন গীতিকবি গোপাল রায়, কবি মোহাম্মদ আলী বাহার, ইব্রাহীম ইউসুফ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কবি এম এ ওয়াহিদ লাভলু, মাওঃ ফয়সাল তালুকদার, ওয়াহিদুজ্জামান জুয়েল, মো. সাহেদুর রহমান, পৌর আইডিয়াল স্কুলের শিক্ষক রতন কিশোর রায়, সুকান্ত দাশ ও হিরক রায়, প্রমতেশ কুমার দেব, মাওঃ আবুল হোসাইন, মোঃআশরাফুল ইসলাম বাবলু, মনোয়ার হোসেন আবদাল, জি. আর. এম জাহাঙ্গীর শাহ, আবু মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে বিশিষ্ট কবি লুৎফুর রহমান চৌধুরী রাকিব এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন নবীগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এসময় কবি আবেগে আল্পুত হয়ে অশ্রুসজল চোখে বিশিষ্ট কবি লুৎফুর রহমান চৌধুরী রাকিব পৌরসভার স্বনামধন্য মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সহ নবীগঞ্জের কবি মহল আমাকে এক পবিত্র ভালোবাসা দিয়ে সম্মানিত করায় আমি পৌর কর্তৃপক্ষ কবি মহল সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, যুক্তরাজ্য অবস্থানরত বাংলাদেশী নাগরিক বিশিষ্ট কবি লুৎফুর রহমান চৌধুরী রাকিব দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক মানব বার্তা পত্রিকার কবতিার আসরে একজন নিয়মিত লেখক।

মির্জাগঞ্জে খামার দিবস অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, May 24, 2023 | 5/24/2023 05:28:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব :নীলফামারী জেলার ডোমাল উপজেলার মির্জাগঞ্জে সমন্বিত কৃষি ইউনিটের (প্রাণিসম্পদ খাত) এর আওতায় ক্লাস্টার ভিত্তিক ভ্যালুচেইন হাব মডেল গ্রামে "পেকিন হাঁস পালন বিষয়ক খামার দিবস" অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার মির্জাগঞ্জের জোড়াবাড়ী ইউনিয়নের পাটোয়ারীপাড়ায় উক্ত খামার দিবসটি অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিলাহাটি শাখার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) মির্জাগঞ্জ শাখা ব্যবস্থাপক মুকুল হক চিলাহাটি প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া প্রমূখ্য।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) মির্জাগঞ্জ শাখার সহকারী মৎস্য কর্মকর্তা দিপাংকর রায়। অনুষ্ঠানে প্রায় ৮০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি পেকিন হাঁস পালন, খাদ্য ব্যবস্থাপনা ও রোগ-প্রতিরোধ ব্যবস্থাপনা এবং মার্কেট লিংকেজ সম্পর্কে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

চিলাহাটিতে কৃষি বিষয়ক পরামর্শ

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে সমন্বিত কৃষি ইউনিটের (কৃষিখাত) এর আওতায় কৃষি পরামর্শ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের স্বাধীনপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) দেবীগঞ্জ শাখার কৃষি কর্মকর্তা মেহবুব উল সহিদ, চিলাহাটি শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক শাহা, চিলাহাটি প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক আপেল বসুনীয়া প্রমূখ্য।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ-হেল্‌প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়। অনুষ্ঠানে প্রায় ৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন ফসলের ভালো ফলন ও রোগ-বালাই দমনের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

শেখ হাসিনা শ্রমিকদের সকল সুবিধা করে দিয়েছে -----রমেশ চন্দ্র সেন এমপি

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, May 23, 2023 | 5/23/2023 11:50:00 PM

মাহমুদ আহসান হাবিব, চিলাহাটি ওয়েব, ঠাকুরগাঁও : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালিন নির্যাতন,নিপীরন করে শ্রমিকদের সর্বশান্ত করেছে। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আশার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে শ্রমিকদের সম্মান করে সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন। 
মঙ্গলবার দুপুরে জাতীয় শ্রমিক লীগ ঠাকুরগাঁও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরো বলেন,আমাদের দেশের সকল শ্রমিকরা রাষ্ট্রের উন্নয়নের চালিকা শক্তি। শ্রমিক আছে বলেই চাকা ঘুরছে। শ্রমিকদের ঘাম ঝড়া শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে। এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান। জাতীয় শ্রমিক লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি খয়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কে.এম আযম খসরু,ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা.সাদেক কুরাইশী,সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম অ্যাড গোলাম ফারুক রুবেল,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড.অরুনাংশু দত্ত টিটো,সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার,জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমির প্রমূখ

পীরগঞ্জে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কৌশল শিখন

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সরকারি হাসপাতাল চত্ত¡রে মঙ্গলবার অগ্নিকান্ড নিয়ন্ত্রণে জনসাধারণ কে কৌশল শিখান।
 পীরগঞ্জ ফায়ার সার্ফিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এর আয়োজন করেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট, গ্যাস সিলিন্ডার বিস্ফোরন ও বিভিন্ন ভাবে সৃষ্ট হওয়া অগ্নিকান্ড দ্রæত নিবারণ করা যায় তার বাস্তব প্রশিক্ষণ ও কৌশল শিখান কর্তৃপক্ষ। বিভিন্ন শ্রেণী পেশার ৫০ জন নারী/পুরুষ কে অগ্নিকান্ড নিয়ন্ত্রণের কৌশল ও বাস্তব প্রশিক্ষণ শেখান তারা। ওই সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা, সদস্যগণ, হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স, সাংবাদিক, ছাত্র/ছাত্রী ও গ্রামগঞ্জ থেকে হাসপাতালে আসা রোগীর অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।