পীরগঞ্জে সংবাদ কর্মীদের সমাবেশ

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 3, 2023 | 4/03/2023 06:22:00 PM


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও )প্রতিনিধি : সোমবার সকাল ১১ টায় পৌর শহরের পূর্ব চৌরাস্তায় স্থানীয় সংবাদকর্মীরা সমাবেশ করেছে।
ডিজিটাল নিরাপত্তা আইন ও বিধিমালা বাতিল করা, সাংবাদিক শামসুজ্জামান সহ কারাগারে বন্দি থাকা সকল সাংবাদিককে মুক্তির দাবিতে এ সমাবেশ করা হয়। পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক এন.কে রানা এর আয়োজন করেন। সভায় বক্তব্য দেন- ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য পীরগঞ্জ থানা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ।
অন্যান্যর মধ্যে পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এন.কে রানা, সাংবাদিক কাজী নজরুল ইসলাম, মোকাদ্দেস হায়াত মিলন, বিষ্ণু পদ রায়, মামুনুর রশিদ প্রমুখ।

চিলাহাটি-পার্বতীপুর রুটে মিশ্র ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : ইন্দোনেশিয়া ও চীন থেকে আনা রেলকোচের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। মেলবন্ধনে মিশ্র ট্রেনের ট্রায়াল সফল হয়েছে বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুই দেশের এসব রেলকোচ একই ট্রেন বহরে যুক্ত করা যাবে কিনা-তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায়।
কারখানায় এনিয়ে কিছু কারিগরি কাজও করা হয়। অতঃপর ওই মিশ্র ট্রেন পার্বতীপুর-চিলাহাটি রুটে ট্রায়াল রানে (পরীক্ষামূলক দৌড়) অংশ নেয়। শনিবার (১ এপ্রিল) দুপুরে ট্রায়াল রানের সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার মেকানিক্যাল ইন্সপেকশন ইনচার্জ জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ঈদে ঘরমুখো রেলযাত্রীদের অধিক সেবা দিতে ট্রেনে ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের চিন্তাভাবনা করা হচ্ছে। একইভাবে কয়েকটি বিশেষ ট্রেন চালু করারও চিন্তাভাবনা রয়েছে। এ অবস্থায় কোচ সংকট নিরসনে মিশ্র কোচ সংযোজনের চিন্তাভাবনা করা হয়। সে আনুযায়ী আমরা চীনা কোচের সঙ্গে ইন্দোনেশিয়ার কোচ যুক্ত করে ট্রায়াল রান করালাম। এতে আমরা পুরোপুরি সফল হয়েছি।
রেলওয়ে সূত্র জানায়, সম্প্রতি সরকার চীন থেকে পদ্মা সেতুতে চলাচলের জন্য ১০০টি কোচ আমদানি করেছে। এর ৪০টি কোচের রক্ষণাবেক্ষণ ও কমিশনিং এরই মধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় সম্পন্ন হয়েছে। এসব কোচ দিয়ে রেলসেবা বাড়াতে কিছু পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিশেষ ট্রেন চালু ও বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করে বেশি বেশি যাত্রী পরিবহনের চিন্তাভাবনা চলছে। তবে সমস্যা হলো, দেশে যেসব ট্রেন চলাচল করে, সেগুলো কেবল একটি দেশ থেকে আমদানিকৃত নয়। বিভিন্ন দেশের এসব কোচের কাপলিং (কোচে কোচে সংযোগ) ব্যবস্থা এক নয়। এ পরিস্থিতিতে রেলওয়ে কারখানা এ ক্রটিগুলো ঠিক করেছে।
পার্বতীপুর-চিলাহাটি, চিলাহাটি-পার্বতীপুর ১৫০ কিলোমিটার ট্রায়াল রান সম্পন্ন করা হয়। ট্রায়াল রানে সংযুক্ত ছিল চীনা আটটি ও ইন্দোনেশিয়ার চারটি কোচ। ট্রায়াল রানে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। কাজেই এ পদ্ধতিতে কোচগুলো বিভিন্ন ট্রেনে যুক্ত করা যাবে ও বিশেষ ট্রেনও চালানো যাবে, দাবি রেলওয়ে কর্তৃপক্ষের।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান জানান, ট্রায়াল রানে সাফল্যের কথা আমি জেনেছি। এসব কোচ দ্রুত রেলওয়ে বিভাগের ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।

পীরগঞ্জে ২৪০ পুকুরে পানি শূণ্য : মৎস্য চাষ ব্যাহত

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : চলতি খরা মৌসুমে পীরগঞ্জ উপজেলায় প্রচন্ড তাপদাহ ও গরমের কারণে ২৪০ পুকুরে আগাম পানি শূণ্য হয়ে পড়েছে। ফলে, মাছ চাষ ব্যাহত হচ্ছে।
মৎস্য অফিসের তথ্য মতে পীরগঞ্জ উপজেলার পৌর এলাকা সহ ১০ টি ইউনিয়নে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯৫৪৩ মেঃটঃ মৎস্য উৎপাদন হয়েছে। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও উদ্বৃত্ত মাছ ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও রাজধানীর বিভিন্ন বাজারে বিক্রি করছে মৎস্য চাষীরা।
এ উপজেলায় মৎস্য চাষ করে প্রায় শতাধিক মৎস্য চাষী স্বাবলম্বী ও কোটিপতি হয়েছেন। শনিবার খোঁজ নিয়ে জানা যায় পৌর এলাকায় পাবলিক ক্লাব মাঠের উত্তরে সরকারি পুকুর, উপজেলা পরিষদ পুকুর, জগথা কবরস্থান সংলগ্ন পুকুর, মুক্তিযোদ্ধা পাড়ার ২টি পুকুর, থানার দক্ষিন পাশে ভুইশা দিঘী, মিত্রবাটি মৌজায় বিষ্ঠমোহনের পুকুর সহ উপজেলায় ২৪০ টি পুকুরে পানিশূণ্য হয়ে পড়েছে। ফলে, এসব পুকুরে পানি না থাকায় মৎস্য চাষ ব্যাহত হচ্ছে।
এছাড়া সরকারি অধিকাংশ পুকুরগুলো খনন না করায় পুকুরের গভীরতা কমে যাওয়ায় বছরের প্রায় ৬/৭ মাস ওই সব পুকুরে পানি থাকে না। অপরদিকে খাল, বিল, হাওর ও জলাশয়ে পানিশূণ্য হওয়ায় দেশী প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত হচ্ছে। সরকারি ভাবে পুকুর গুলো খনন করা হলে, মৎস্য উৎপাদন আরো বৃদ্ধি পাবে এবং অন্যান্য উপজেলা ও জেলায় সরবরাহ করতে পারবে বলে মৎস্যচাষী আনোয়ার হোসেন বিষয়টি অবগত করেন।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালিদ মোশারফ জানান, গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলন করে কৃষি কাজে ব্যবহার করায় পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। ফলে, পুকুর, খাল-বিল ও জলাশয় গুলোতে পানিশূণ্য হয়ে পড়েছে।

জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা, সর্বোচ্চ ২৬৪০

চিলাহাটি ওয়েব, ঢাকা অফিস : রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গত বছর (২০২২) সর্বোচ্চ ফিতরা দুই হাজার ৩১০ টাকা, সর্বনিম্ন ফিতরা ছিল ৭৫ টাকা। রোববার (২ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৪ হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) এ হার নির্ধারণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।
এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের ফিতরার হার জানানো হয়।

চিলাহাটিতে সু-মিতার ইফতার মাহফিল

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, April 2, 2023 | 4/02/2023 08:16:00 PM


আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে সামাজিক সংগঠন সু-মিতা সংস্কৃতিক পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার চিলাহাটি ডাক বাংলো হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সু-মিতা সংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুল আলম ওহাবুল।
এ সময় উপস্থিত ছিলেন সু-মিতা সংস্কৃতিক পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ও বিশিষ্ট নাট্যকার মোস্তাফিজুর রহমান সুজন, হাসানাত জামান টুটুল, রাশেদুল করিম তুষার, জয়নাল আবেদীন, বিষ্ণুপদ কর্মকার,প্রভাত, প্রদীপ, মোবাশ্বেরুজ্জামান বাবু, তারিক আহম্মেদ , এছারুল হক,
হুমায়ুন কবীর, অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়া,ফেসবুক ভিত্তিক গ্রুপ আমাদের চিলাহাটির সদস্য শরীফ বিল্লা,স্বেচ্ছাসেবী সংগঠন গোসাইগঞ্জ হেল্প লাইনের সদস্য রিয়াদ হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তি উপবর্গ উপস্থিত ছিলেন।

চিলাহাটিতে ট্রায়ালের নতুন ট্রেন

চিলাহাটিতে ভুট্টায় বাম্পার ফলনের সম্ভবনা


আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার ফলন বেশি হওয়াতে কৃষকরা ধান গমের পাশাপাশি ভুট্টা চাষে মনোযোগ দিয়েছেন। মাঠে মাঠে ভুট্টার ফুলে বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন।
সরজমিনে গিয়ে দেখা যায়, চিলাহাটি'র কেতকীবাড়ী ও ভোগডাবুড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় সবুজে ছেয়ে গেছে ভুট্টার মাঠ। ধানের চেয়ে কম খরচে হয় ভুট্টার চাষ। একদিকে খরচ কম অন্যদিকে উৎপাদনে ধানের চেয়ে ভুট্টার ফলন প্রায় দ্বিগুণ।
প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে কৃষকের খরচ সাত থেকে আট হাজার টাকা। এক বিঘা জমিতে ৩৫ থেকে ৩৮ মণ ভুট্টা ঘরে তোলে কৃষকরা।
ভুট্টা পরিচর্যা করার সময় কয়েক কৃষক দাবি করেন, কৃষি অফিসের জনবল বৃদ্ধি করে ভুট্টা চাষে আরও সেবা দিলে, তারা আরও বেশি ভুট্টা উৎপাদন বৃদ্ধি করতে পারবে।
ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান চিলাহাটি ওয়েব ডটকমকে জানান- চাষিরা যেন সঠিকভাবে ভুট্টা চাষ করতে পারে সে জন্য তাদের নানা পরামর্শ দিচ্ছি।