চিলাহাটিতে মে দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, May 1, 2024 | 5/01/2024 05:42:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সারা দেশের ন্যায় নীলফামারী জেলার চিলাহাটিতে মহান মে দিবস ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ৯টার দিকে শ্রমিক সংগঠন গুলো তাদের দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করে। পরে র‌্যলি, আলোচনা সভা, মিলাদ মাহফিল,দোয়া ও তোবারক বিতরণের মধ্যদিয়ে দিবসটি পালিত করেন।
র‌্যালি শেষে নির্মান শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ে বক্তব্য রাখেন- সভাপতি মাহাবুবুল আলম ওহাবুল, সহ-সাধারণ সম্পাদক আজম আলী প্রমানিক। ভোগডাবুরী ও কেতকীবাড়ী ইউনিয়নের জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক-লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সভাপতি আলমগীর হোসেন। এছাড়াও চিলাহাটি মটর শ্রমিক ইউনিয়ন, মাইক্রো- বাস শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে।

বাউ মুরগি পালনে স্বাবলম্বী চিলাহাটির নারীরা

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, April 29, 2024 | 4/29/2024 02:10:00 PM

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : সর্ব উত্তরের জেলা নীলফামারীর সীমান্তবর্তী এলাকা চিলাহাটির নারীরা সাংসারিক কাজের পাশাপাশি গরু, ছাগল,হাঁস ও মুরগি পালন করে নিজেরাই হচ্ছে স্বাবলম্বী। দেশের সামগ্রিক অর্থনীতিতে পুরুষের পাশাপাশি বড় ভূমিকা রাখছেন নারীরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন তারা।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর অর্থায়নে ও সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিট প্রাণিসম্পদ খাতের নিরাপদ মাংস উৎপাদনে জলবায়ু সহিষ্ণু বাউ মুরগি পালনের জন্য নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির বিভিন্ন এলাকার বেশ কিছু মহিলাকে বেছে নেয়। তাদের প্রত্যেককে ৪৩ দিনের জন্য ১৫০টি করে মুরগি পালনের জন্য দেয়া হয়। তারা গৃহস্থালী কাজের পাশাপাশি বাউ মুরগি পালন করে নিজেরাই এখন স্বাবলম্বী হয়েছেন।
মুরগি পালনকারী চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের কাঠালতুলী গ্রামের আব্দুর সাত্তারের স্ত্রী পারভীন আক্তার বলেন- প্রশিক্ষণ শেষে সংস্থা থেকে আমাকে ১৫০টি বাউ মুরগি পালনের জন্য দেয়া হয়েছিল। বাউ মুরগি পালনে কোনো সমস্যা হচ্ছে না। রোগ-বালাই নেই বললেই চলে। এই মুরগি পালনে সুবিধা হলো দেশি মুরগির তুলনায় অল্প দিনে বাজারজাত করা যায় এবং অন্য মুরগির তুলনায় ওজন ভালো আসে।
চিলাহাটির আবুল মেম্বারের চৌরাস্তার মনি আক্তার নামের অপর এক নারী খামারি চিলাহাটি ওয়েবকে জানান- আমার স্বামীও আমার এ কাজে যথেষ্ট সহযোগিতা করে। আর্থিকভাবে উন্নতি হচ্ছি বলেই স্বামী এ সহযোগিতা করছে। আমার মুরগি গুলি পাইকাররা এসে বাসা থেকে নিয়ে গেছে এবং এতে আমি বেশ লাভবান হয়েছি। এ মুরগির নষ্ট হবার বা মারা যাবার ভয় নেই। এছাড়াও আমাদের স্থানীয় বাজারে এর যে চাহিদা তৈরি হয়েছে তাই আবারো বড় আকারে এ মুরগির খামার করবো আমি।
সেলফ-হেল্প এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) এর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন বলেন- বাউ মুরগি এখন সবার কাছেই পরিচিত। খেতে সুস্বাদু, মৃত্যুহার কম, উৎপাদন বেশি হওয়ারর কারণেই খামারি ও ভোক্তা পর্যায়ে এর চাহিদাও অনেক। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ মুরগি লালন-পালনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক চিলাহাটি ওয়েবকে বলেন- পিকেএসএফ ও শার্প প্রাণিসম্পদ বিষয়ে ব্যাপক কাজ করে। তারই ধারাবাহিকতায় ১০০ জন মহিলাকে প্রশিক্ষণ দিয়ে বাউ মুরগি পালনে উদ্বুদ্ধ করেছে। বাউ মুরগির বাচ্চা বড় হয় সন্তোষজনকভাবে এবং মৃত্যুর হার কম। ৪৩ দিনের মধ্যে এ বাচ্চা ৯০০গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে।
তিনি আরও জানান- একেকটি মুরগি ২ থেকে ২.৫ কেজি মতো খাদ্য গ্রহণ করে। সব মিলিয়ে একটি মুরগি পালনে ব্যয় হয় ২০০ থেকে ২১০ টাকা। সেটা বিক্রি হয় কেজি প্রতি ২৬০ থেকে ২৭০ টাকা। এভাবে যদি কেউ ১০০ মুরগি পালন করে তাহলে ব্যয় বাদে ৮ থেকে ১০ হাজার টাকা লাভ হবে। এ মুরগি পালনে গ্রামীণ পুষ্টি ও আমিষের অভাব পূরণসহ দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, April 28, 2024 | 4/28/2024 11:47:00 PM

মাহমুদ আহসান হাবিব ঠাকুরগাঁও: “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায়, নানান আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস দীন ব্যাপী পালন করা হয়েছে। 
ঠাকুরগাঁওয়ে জাতীয় আইন সহায়তা দিবস ২০২৪ দিন ব্যাপী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বেলুন উড়িয়ে আজ রবিবার সকালে জেলা জজ কোর্ট চত্বর থেকে একটি বণার্ঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে র‍্যালিটি শেষ হয়। র‍্যালি শেষে জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ সাইফুজ্জামান হিরো এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব মোঃ মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বিভিন্ন সরকারি কর্মকতার্/কর্মচারিগণ এবং জেলা আইনজীবীগণ সহ লিগ্যাল এইড থেকে উপকারভোগীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে সারাদিন ব্যাপী জনসাধারণের জন্য লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, আইনি সুরক্ষা কর্মসূচীসহ সাতটি স্টলে সকলের জন্য উম্মুক্তভাবে এ সেবাগুলো প্রদান করা হয়।

চিরিরবন্দরে ডা.আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় 'স্মার্ট শিক্ষা, স্মার্ট দেশ' স্লোগানে ডা.আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে নানা আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে এবি ফাউন্ডেশনের এই প্রতিষ্ঠানটির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এবি ক্যাম্পাস হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা.এম আমজাদ হোসেন। ডা.আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম শরীফুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা আইসিটি কর্মকর্তা মাইদুল ইসলাম, ডা. আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের ডীন অব একাডেমিক লে. কর্ণেল (অব:) কাজী শাহাবুদ্দিন আহমেদ, এবি ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর জয়ন্ত রায়সহ শিক্ষক-শিক্ষার্থীগণ। গেস্ট অব অনার স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা.এম আমজাদ হোসেন বলেন, টেকসই উন্নয়ন ও আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কারিগরি শিক্ষাকে গুরুত্ব ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা শহরে কারিগরি প্রতিষ্ঠান চালুর মাধ্যমে আমরা কাজ শুরু করেছি। এতে সকলের সহযোগিতা চাই।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে- ইসি রাশেদা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। রোববার (২৮ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল এর সভায় সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, রংপুর বিভাগের পুলিশ প্রধান উপ মহাপুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন, উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। সভায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলার সাতটি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের প্রার্থীরা অংশ নেন। ইসি রাশেদা সুলতানা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। প্রার্থীদের নির্বাচন বিধিমালা মেনে চলার পাশাপাশি ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

খানসামায় ছাত্রলীগের বৃক্ষরোপণ

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, April 27, 2024 | 4/27/2024 11:24:00 PM

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দেশে চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে দিনাজপুরের খানসামায় ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত। বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় শনিবার (২৭ এপ্রিল) পাকেরহাট সরকারি কলেজ, খানসামা ডিগ্রি কলেজ ও হোসেনপুর ডিগ্রি কলেজে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবু হেনা ও জারিফ খান জিয়নসহ কলেজ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

গোবিন্দগঞ্জে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ আটক ২

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা : জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রেমিকাকে (১৪) বন্ধুরা মিলে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্তরা হলেন উপজেলার শালমারা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম । আর ধর্ষণে অংশ নেওয়া তার দুই বন্ধু হলো- একই গ্রামের মজনু শেখের ছেলে অসীম শেখ (২০) ও শরিফুল শেখের ছেলে শহীদ শেখ (২২)। ধর্ষকদের মধ্যে শহীদ পলাতক রয়েছে। 
শনিবার (২৭ জুলাই) গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন। কিশোরীর সঙ্গে আরও কয়েকজনের প্রেমের সম্পর্ক থাকায় ক্ষুব্ধ হয়ে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রেমিক মনিরুল ইসলাম (২০)। প্রেমিক মনিরুল জবানবন্দিতে জানায়, ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেম চলাকালীন সে জানতে পারে ওই কিশোরীর আরো কয়েকজনের সম্পর্ক রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তার সহযোগী বন্ধু অসীম ও শহীদকে সাথে নিয়ে গত ৪ এপ্রিল কিশোরীকে কৌশলে তার বাড়ির পিছনে ডেকে এনে দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনা উভয়পক্ষই চাপা দিলেও পরবর্তীতে কিশোরীটি অসুস্থ হওয়ায় সংঘবদ্ধ ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। পরে কিশোরীর বাবা বাদী হয়ে গত ১৯ এপ্রিল ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার (২৬ এপ্রিল) গোবিন্দগঞ্জ চৌকি আদালতে মনিরুল ও অসীম ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, মামলার অভিযুক্ত তিনজনের মধ্যে মনিরুল ও অসীমকে জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে।