Showing posts with label রংপুর বিভাগের বাইরে. Show all posts
Showing posts with label রংপুর বিভাগের বাইরে. Show all posts

তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, June 24, 2023 | 6/24/2023 07:03:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। শনিবার (২৪ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশের পূর্বাংশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র তা মোটামুটি সক্রিয়। মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগর এলাকায় প্রবল অবস্থায় বিরাজ করছে।
রোববার (২৫ জুন) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বর্ধিত পাঁচদিনে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৫ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ৭৮ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ১৪ মিলিমিটার।

সাংবাদিক নাদিম হত্যা : চেয়ারম্যান বাবু আটক

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, June 17, 2023 | 6/17/2023 03:14:00 PM

চিলাহাটি ওয়েব ডেস্ক : সাংবাদিক নাদিম হত্যায় জড়িত থাকার অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ে ভারত সীমান্তের একটি গ্রাম থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ শনিবার সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রাম থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে বলে জানিয়েছেন চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ। তাঁর ধারণা, বাবু এই পথ দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় ছিলেন। তার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি আটক হন।
স্থানীয় সূত্র চিলাহাটি ওয়েবকে জানায়- তিস্তাপাড়া এলাকার মমতাজুল এর বাড়িতে বাবু অবস্থান করছিলেন। এ খবরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। 
গত ১৪ জুন বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর একদল দুষ্কৃতিকারী অতর্কিত হামলা করে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  গত ১৫ জুন বৃহস্পতিবার দুপুর ২.৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

রহনপুর সীমান্তে এক মাদক ব্যবসায়ী আটক

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, June 10, 2023 | 6/10/2023 01:48:00 PM


নাহিদ হাসান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : সীমান্ত হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত বেলাল বাজার মোড় নামক স্থান হতে ০১ জন আসামীসহ ১০ গ্রাম হেরোইন এবং ১১ পিস ইয়াবা ট্যাবলেট আটক প্রসংগে*-নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অদ্য ০৯ জুন ২০২৩ তারিখ আনুমানিক ১৩২০ ঘটিকায় সিভিল সোর্স এবং বিআইপি সদস্যের তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রহনপুর বিওপি’র নম্বর-৬৭৭২০ নায়েক মোঃ নওশান আক্তার এর নেতৃত্বে বিওপি হতে আনুমানিক ০৮ কিঃ মিঃ উত্তর পশ্চিম দিকে এবং সীমান্ত হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে *বেলাল বাজার মোড় নামক স্থানে (জিআর-২২৭৪০৩ এমএস ৭৮ ডি/৫) অভিযান পরিচালনা করে মোঃ মাসুদ রানা (৩৭) পিতা-মোঃ আলাউদ্দিন, গ্রাম-মিরাতলী গোলাপবাজার, পোষ্ট-আড়গাড়াহাট, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে ভারতীয় হেরোইন ১০ গ্রাম এবং ইয়াবা ট্যাবলেট ১১ পিসসহ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য (হেরোইন-২০,০০০/- + ইয়াবা-৩,৩০০/-) = ২৩,৩০০/- (তেইশ হাজার তিনশত) টাকা (ছবি সংযুক্ত) আটককৃত মাদকদ্রব্যসহ ধৃত আসামীকে গোমস্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চিলাহাটি এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, June 4, 2023 | 6/04/2023 02:31:00 PM

ঢাকার গণভবন থেকে প্রধানমন্ত্রী  -ছবি : চিলাহাটি ওয়েব

চিলাহাটি ওয়েব, ঢাকা অফিস : চিলাহাটি থেকে ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘চিলাহাটি এক্সপ্রেস’ উদ্বোধন ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৪ জুন) সকালে প্রধানমন্ত্রী নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগদানের মাধ্যমে হুইসেল বাজিয়ে ও পতাকা নেড়ে ট্রেনের উদ্বোধন করেন। আধুনিক সুযোগ-সুবিধা সহ ৮০০ জন যাত্রী বহনের ক্ষমতা সম্পন্ন নতুন চিলাহাটি এক্সপ্রেস সপ্তাহে ছয় দিন চিলাহাটি-ঢাকা-চিলাহাটিতে চলাচল করবে।
হলদিবাড়ী-চিলাহাটি রুটে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু করায় চিলাহাটি রেলওয়ে স্টেশন নীলফামারী জেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হয়ে উঠেছে। পণ্য বোঝাই ওয়াগনের পাশাপাশি এই রুটে আন্তদেশীয় ‘মিতালী এক্সপ্রেস’ চলাচল করছে।
চিলাহাটি রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রী  -ছবি : চিলাহাটি ওয়েব

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেলওয়ে সচিব ড. মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী ২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং রেলওয়ে কর্মকর্তাসহ স্থানীয় বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের (বিআর) ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে জানানো হয়, ২০০৯ সাল থেকে ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে মোট ৭৪০ কিলোমিটার নতুন রেলপথ স্থাপন করেছে, ২৮০ কিলোমিটার রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর করেছে এবং ১৩০৮ কিলোমিটার রেলপথ পুনর্বাসন করেছে। এই সময়ে বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ১১৪টি লোকোমোটিভ সংগ্রহ করা হয়েছে এবং নতুন ৬২৩টি যাত্রীবাহী বগি এবং ৫১৬টি পণ্যবাহী ওয়াগন সংগ্রহ করা হয়েছে। এছাড়াও, ১৩০টি রেলস্টেশনের সিগন্যালিং সিস্টেম আধুনিকীকরণ করা হয়েছে। বর্তমানে যাত্রীদের চলাচলের জন্য ১৪২টি নতুন ট্রেন চলাচল করছে।
চিলাহাটি রেলওয়ে স্টেশনে চিলাহাটি এক্সপ্রেস  -ছবি : চিলাহাটি ওয়েব

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি প্রতিদিন সকাল ৬টায় চিলাহাটি থেকে ছেড়ে বিকাল ৩-১০টায় কমলাপুর স্টেশনে পৌঁছবে। আবার সোয়া ৪টায় কমলাপুর থেকে ছেড়ে রাত ১টায় চিলাহাটি পৌঁছবে।
আর এ ট্রেনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছে শনিবার। অর্থাৎ শনিবার ছাড়া সপ্তাহে ছয় দিন ট্রেনটি এ রুটে চলাচল করবে।

১৭ বছর ধরে জঙ্গলের খুপড়িতে বসবাস মুজিবের

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, May 28, 2023 | 5/28/2023 09:30:00 PM

কুমিল্লা প্রতিনিধি, চিলাহাটি ওয়েব : ১৭ বছর ধরে জঙ্গলে খুপড়িতে শিয়াল, সাপ, বিচ্ছুসহ জীবজন্তুর সাথে অর্ধাহারে-অনাহারে এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস মুজিবুর রহমানের (৬০)। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শুনলেন চিরকুমার মুজিবুর রহমানের মানবেতর জীবনযাপনের গল্প।
রোববার (২৮ মে) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মাশিকাড়া গ্রামের উত্তরপাড়া মৌলভী বাড়ির পাশের জঙ্গলে যেয়ে এমন দৃশ্যের দেখা মিলে। দেখা যায়, বিশাল একটি জঙ্গলের ঝোপ-বাঁশঝাড় পেরিয়ে জঙ্গলের মাঝে পলিথিনে মোড়ানো ছাউনির একটি ছোট খুুপড়িতে বসে আছেন ৬০ বছর বয়সী চিরকুমার মুজিবুর রহমান । প্রশাসনের লোকজন আসার সংবাদে বেরিয়ে আসেন খুপড়ি থেকে।
বিভিন্ন প্রশ্নের জবাবে কান্নাবিজড়িত কন্ঠে খুপড়ি জীবনের গল্প শোনান মুজিবুর। জানান- অর্থ-বিত্তে সাজানো সংসার সৎ ভাইদের রোষানলে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করায় তাকে জঙ্গলেই ঠাঁই নিতে হয়েছে। জঙ্গলের খুপড়িতে থাকায় বিয়েটাও করতে পারেননি তিনি।
মুজিবুর রহমান জানান, তার বাবা মরহুম লাল মিয়ার প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন তার মাকে। এ সংসারে মায়ের এক মাত্র সন্তান ছিলেন তিনি। প্রথম সংসারে ২ ভাই ফরিদুল ইসলাম ও জহিরুল ইসলাম। দ্বিতীয় সংসারে মো. মুজিবুর রহমান। তার বাবা লাল মিয়া রেলওয়েতে চাকরি করতেন। সৎ ভাই ফরিদুল আলম পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করতেন।
মুজিবুর কাইচপুর মালেক জুট মিলে চাকরি করে সৎ ভাই জহিরুল ইসলামকে বিএ পাশ করান। সেই জহিরুল ইসলামই তার পৈত্রিক সম্পত্তির ১০৫ শতাংশ জমির মধ্যে ৮৫ শতাংশ জমি লিখে নেয়। তাকেও বাড়ি থেকে বের করে দেয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় ২০০৭ সাল থেকে জঙ্গলে খুপড়ি বানিয়ে ঠাঁই নেন মুজিবুর।
মজিবুর বলেন, বিয়ে করে বৌ রাখার ঘর নেই, তাই বিয়েটাও করতে পারিনি। মিলের চাকরি ছেড়ে বাড়িতে এসে ইলেক্ট্রিক লাইনের কাজ শুরু করি, বাম চোখটিও নষ্ট হয় গেছে। বয়স হয়েছে এখন কাজে নিতে চায়না কেউ। 
অর্ধাহার, অনাহারে রোদ ঝড়-বাদলে শেয়ালের হাক-ডাকের মাঝেই খুপড়ির মধ্যেই থাকি। কখনো লাকড়ির চুলায় ভাত আর আলু সিদ্ধ করে লবণ মরিচ দিয়ে খাই, কখনো শুকনা খাবার খেয়ে থাকি। তিনি দুঃখ করে আরো বলেন, ‘শিয়াল-সাপ-বিচ্ছু-মশা আমার ক্ষতি করে নাই, মানুষ যা করেছে।’
এ ব্যপারে জানতে মুজিবুরের ভাই জহিরুলকে পাওয়া যায়নি। জহিরুলের বড় ভাই ফরিদুল আলমের ছেলে আল-আমিন বলেন, ‘আমার কাকা অভিমানী, আমার দাদার জায়গা জমি ভাগ হয়নি এখনো, তবে চাচা কিছু জমি নিজ নামে লিখে নিয়েছে। চাচার পাওনা বুঝিয়ে দিতে আমাদের আপত্তি নাই।’ গুনাইঘর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অবগত হয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ‘মজিবুর রহমানকে তার পিতার জমির কাগজপত্র নিয়ে এসিল্যান্ডের সাথে দেখা করার জন্য বলা হয়েছে। কাগজপত্র ঠিক থাকলে তার পাওনা জমি তাকে উদ্ধার করে দেওয়া হবে। না হয় আবাসনের ব্যবস্থা করে দেবো।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা (উঃ) জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ তাৎক্ষণিক চক্ষু চিকিৎসার জন্য ১০ হাজার টাকা প্রদান করেন এবং স্বচ্ছলতা আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

কক্সবাজারে ট্রেন চলবে আগামী সেপ্টেম্বরে -রেলপথ মন্ত্রী

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, May 17, 2023 | 5/17/2023 01:45:00 AM

নজরুল ইসলাম, চিলাহাটি ওয়েব : আগামী সেপ্টেম্বরের মধ্যেই ঢাকা- কক্সবাজার ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।
মন্ত্রী ১৬ মে ২০২৩ (মঙ্গলবার) দোহাজারী থেকে কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় নির্মাণাধীন কক্সবাজার আইকনিক স্টেশন বিল্ডিং এ উপস্থিত সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন। রেলপথ মন্ত্রী বলেন, সাশ্রয়ী, নিরাপদ আরামদায়ক হিসেবে রেলকে গড়ে তোলার জন্য মন্ত্রণালয় ও রেলওয়ে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দোহাজারী থেকে কক্সবাজারে সিঙ্গেল লাইন ডুয়েল গেজ নির্মাণ করা হচ্ছে।
বর্তমান সরকারের দশটি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে দুটি প্রকল্প রেলওয়েতে চলমান। একটি হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ এবং অন্যটি দোহাজারী- কক্সবাজার নতুন রেললাইন নির্মাণ প্রকল্প। মন্ত্রী বলেন, কক্সবাজারে ট্রেনে করে আসার জন্য সারাদেশের মানুষ ভীষণ আগ্রহী হয়ে আছে। কাজের সুবিধার জন্য প্রকল্প দুটি ভাগে বিভক্ত। লট১.২।
সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে আগামী আগস্ট এর মধ্যে কাজ সম্পন্ন করে সেপ্টেম্বরে উদ্বোধনের জন্য তৈরি করা। তিনি আরো উল্লেখ করেন আমাদের সকলের জন্য গর্বের একটা বিষয় কক্সবাজার আইকনিক স্টেশন বিল্ডিং , যেটি পার্শ্ববর্তী কয়েকটি দেশের মধ্যে অন্যতম। এরকম অনন্য স্থাপনা অন্য কোথাও নেই। ট্রেন চালু হলে কালুরঘাট সেতু সমস্যা তৈরি করবে কিনা এর জবাবে মন্ত্রী জানান কালুরঘাট সেতু সংস্কারের জন্য একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। তাদের সুপারিশের ভিত্তিতে সেতুটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ট্রেন চলাতে কোন সমস্যা হবে না বলে মন্ত্রী উল্লেখ করেন।
কক্সবাজার ট্রেন চালু হলে টুরিস্ট ট্রেন চালু করা হবে কিনা এ বিষয়ে মন্ত্রী বলেন এখানে আধুনিক মনের ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৪% বলে মন্ত্রী জানান। প্রকল্প পরিচালক বলেন, এ প্রকল্পের এখন কোন চ্যালেঞ্জ নেই। বিদেশ থেকে সমস্ত মালামাল এসে গেছে এখন শুধু ফিটিং এর কাজ চলমান, আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের মধ্যে ট্রেন চালু করা সম্ভব হবে। উল্লেখ্য যে, এডিবির অর্থায়নে দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার নতুন ডুয়েল গেজ সিঙ্গেল লাইন নির্মাণ করা হচ্ছে । এটি ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে যুক্ত হবে। পর্যটন শহর কক্সবাজার রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে।
পর্যটক ও স্থানীয় জনগণের জন্য নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা প্রবর্তন করা হবে, সহজে ও কম খরচে মাছ, লবণ, রাবারের কাঁচামাল এবং বনজ ও কৃষিজ দ্রব্যাদি পরিবহন করা সম্ভব হবে।
এ পরিদর্শনের সময় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মোঃ শহিদুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স এর চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, প্রকল্প পরিচালক মোঃ মফিজুর রহমান সহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
 
তথ্য সুত্র ও ছবি :  মো: শরিফুল আলম, উপপ্রধান তথ্য অফিসার রেলপথ মন্ত্রণালয়।

২০ কেজি গাঁজা সহ আটক ২ নারী

মোকছেদুল ইসলাম , ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহ ফুলপুর চলন্ত বাস থেকে ২০ কেজি গাঁজা সহ দুই নারী আটক করেছে ফুলপুর থানার পুলিশ।
মঙ্গলবার ১৬ই মে সকাল ৫ ঘটিকা সময় ময়মনসিংহ ফুলপুর বাস স্টেশন থেকে অভিযান পরিচালনা করে ঢাকা টু ঝিনাইগাতী গামী একটি পাবলিক বাস থেকে তাদেরকে আটক করা হয়।
আটক কৃতদের কে জিজ্ঞাসাবাদে জানা যায় একজন হলেন শেরপুরে নকলা থানা ভুরদী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী আফরোজা আক্তার( ২৭)। ও ঠাকুরগাঁও জেলা সদর থানা বেগন্ডপুর গ্রামের শামসুদ্দিনের মেয়ে সোনালী আক্তার (২৫)।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,ঢাকা থেকে আসার পথে বাসে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে শেরপুর যাওয়ার সময় এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ফুলপুর বাসস্ট্যান্ড থেকে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক করা হয়।

আম চাষে সফল উদ্যোক্তা নওগাঁর কাউসার আহম্মেদ

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, May 7, 2023 | 5/07/2023 08:11:00 PM

নাহিদ হাসান, নওগাঁ : যতদূর দু'চোখের নোঙর, কেবলই মাঠভরা সোনা ধান। ধানই ছিল চাষির ধ্যানজ্ঞান। এখন বরেন্দ্রর বুকে শুধু ধান নয়, আমও ফলে। ধানের চেয়ে আমে লাভ- এই আওয়াজটা চাষির কানে গেলে ২০০৭ সালে হঠাৎ নওগাঁজুড়ে শুরু হয় ধুন্ধুমার আমের আবাদ। অনেক ধানপ্রেমী চাষি মজেন আম ফলানোর নেশায়। একটা সময় নওগাঁ চেনা ছিল ধানের স্বর্ণভূমি হিসেবে।
এখন ধানের মাঠে, আনাচেকানাচে দোলে আম। এই পটভূমিতে মুহূর্তেই বদল বরেন্দ্রর চেনা মঞ্চ। চাষিদের আবাদের নেশার ওপর ভর করে নওগাঁর আম বিপ্লবের পালে বইছে শুভবার্তার হাওয়া। এ মৌসুমেই প্রধান দুই আম উৎপাদনকারী জেলা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে টপকে দেশের সবচেয়ে বড় বাজারের খেতাব নিতে চলেছে নওগাঁ। চাষি ও ব্যবসায়ীদের আশা, এবার দুই হাজার কোটি টাকার আম বেচাকেনা হবে শুধু নওগাঁতেই। গত তিন মাসে দেশের বেকার সংখ্যা তিন লক্ষ ছাড়িয়েছে। ঠিক সেই সময় তরুণ কৃষি উদ্যোক্তা নওগাঁর সাইদুলতলী বাজারের কাউসার আহম্মেদ নানা ধরনের ফল উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন।
করোনাকালীন সময়ে বিশ্বে যখন স্থবিরতা বিরাজ করছিল ঠিক সেই মুহূর্তে অবসর সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় ভাবছিলেন তিনি। তার আগেই ক্ষুদ্র ভাবে শুরু করেছিলেন মালটা আর আম চাষ। যা বর্তমান প্রায় ১১ বিঘা ফুসলি জমিতে চাষ করছেন তিনি । এই বছর সবকটি আম গাছেই এসেছে গাছ ভর্তি আম । ১২ মাসেই কাউসার আহম্মেদের বাগানে থাকে আম। আমের পাশাপাশি কাউসার আহম্মেদের বাগানে রয়েছে বিভিন্ন প্রকার মালটা, কুল সহ সিজিনারি ফল ফলাদি। ৪ বছর আগে কাউসার আহম্মেদ ভারত এবং দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসেন এইসব গাছের চারা। এরপরে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে করেছেন প্রতিষ্ঠিত। ১২ মাসেই তার ফল বাগানে কোন না কোন ফল থাকেই তাঁর বাগানে।
কাউসার আহম্মেদ জানালেন- তাঁর ইচ্ছা-শক্তির জন্যই এ পর্যন্ত আসতে পেরেছেন তিনি। মূলত শখের বসতে করেছিলেন বাগান।পরবর্তীতে সেই বাগানেই পেয়েছেন সফলতা,হয়েছে উদ্যোক্তা। ছোট থেকেই কিছু করা আক্ষেপ থেকেই একজন সফল ব্যক্তি কাউসার আহম্মেদ। বাগানের পাশাপাশি রয়েছে তা নিজস্ব একটি ইলেকট্রনিক পর্নের শোরুম।
কাউসার আহম্মেদের বলেন- বরেন্দ্র এলাকায় মাটির বৈশিষ্ট্যের কারণেই প্রচুর ফলন হয় আমের। জেলায় এখন বছরজুড়েই আমের চারা বিক্রি হয়। নতুন মাটি ও নতুন গাছ হওয়ার কারণে দিন দিন ফলন বাড়ছে। নওগাঁয় এক বিঘা জমিতে ধান আবাদ করে এক মৌসুমে ১৮ থেকে ২০ হাজার টাকা লাভ হতে পারে। বিপরীতে সমপরিমাণ জমির আমবাগানে আয় ৬০ হাজার থেকে ১ লাখ টাকা। এখানে আমের কোনো সংরক্ষণাগার নেই।
জুনের মাঝামাঝি সময়ে আম্রপালি বাজারে নামে, তখন চাষিরা ভালো দাম পান না। জুলাইয়ের শেষে বাজারে আমের দাম অনেক বেশি হয়। এক-দেড় মাস আম সংরক্ষণ করা গেলে চাষিরা লাভবান হতে পারতেন। এ বছর সবচেয়ে বেশি আম চাষ হয়েছে নওগাঁর পোরশায়, জমির পরিমাণ ১০ হাজার ৫২০ হেক্টর।
এ ছাড়া সাপাহারে ১০ হাজার হেক্টর ও পত্নীতলায় ৪ হাজার ৮৩৫ হেক্টর। জেলার ১১ উপজেলার মধ্যে সদরে ৪৪৫ হেক্টর, রানীনগরে ১১০ হেক্টর, আত্রাইয়ে ১২০ হেক্টর, বদলগাছী ৫২৫ হেক্টর, মহাদেবপুর ৬৮০ হেক্টর, ধামইরহাট ৬১৫ হেক্টর, মান্দায় ৪০০ হেক্টর এবং নিয়ামতপুরে ১১৩৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। কৃষি অধিদপ্তরের সূত্রে জানা গেছে, নওগাঁয় এই মৌসুমে আমের আবাদ হয়েছে অন্তত ২৯ হাজার ৪৭৫ হেক্টর জমিতে। এর মধ্যে আম্রপালি ৭৬ শতাংশ, বারি-৪ আম ৬ শতাংশ, আশ্বিনা ৭ শতাংশ, ফজলি ৩ শতাংশ, ল্যাংড়া ৩ শতাংশ, ক্ষীরশাপাতি ২ শতাংশ, গৌড়মতি ১ শতাংশ, কাটিমন ১ শতাংশ এবং অন্য জাতের ১ শতাংশ জমিতে আমবাগান করেছেন চাষিরা।
ভিনদেশি জাতের আম চাষেও পিছিয়ে নেই নওগাঁ। এখানে বিভিন্ন বাগানে বিদেশি আমের জাত অস্টিন, মিয়াজাকি, রেড এমপেরর, রেড আইভরি, কেনসিংটন প্রাইড, রেড পালমার, কেইট, ব্যানানা ম্যাঙ্গো, আনোয়ার রাতুল, কোহিতুর, কিউজাই, ব্ল্যাক স্টোন, ফোর কেজি, কেন্ট, আপেল ম্যাঙ্গো, ব্রুনাই কিং, কারাবাউ, নাম ডকমাই, থ্রিটেস্ট, আরটুইটু, হানিডিউ, চোষা, রুবি ও কাটিমনের চাষ হয়। এবার বিশ্বের আটটি দেশে রপ্তানি হবে নওগাঁর আম। দেশগুলো হলো যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, সুইডেন, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এসব দেশ থেকে এরই মধ্যে মিলেছে ১০০ টন আমের চাহিদাপত্র।

যেকোনো সময় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

চিলাহাটি ওয়েব, ঢাকা অফিস : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় যেকোনো সময় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (৬ মে) রাতে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা ও রাজশাহী বিভাগসহ ঢাকা, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এই সময়ে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ডক্টর মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপের অবস্থান দক্ষিণ বঙ্গোপসাগরে। রোববার (৭ মে) যেকোনো সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া শনিবার সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর এ দিন রাজধানীর তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

১৯ জেলায় ধেয়ে আসছে তীব্র ঝড়

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, May 4, 2023 | 5/04/2023 01:55:00 PM

চিলাহাটি ওয়েব, ঢাকা অফিস : দেশের ১৯ জেলায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। তবে এ সময়ের পর বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
সেইসঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। এরপর সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। সারা দেশে এ সময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বুধবার (৩ মে) বান্দরবানে দেশের সর্বোচ্চ ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৮ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়বেন প্রধানমন্ত্রী

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, May 3, 2023 | 5/03/2023 10:35:00 PM

চিলাহাটি ওয়েব, ঢাকা অফিস : লন্ডনের উদ্দেশ্যে বৃহস্পতিবার ওয়াশিংটন ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য ও অন্য কমনওয়েলথ অঞ্চলের রাজা এবং রানি হিসেবে তৃতীয় চার্লস ও তার পত্নী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তিনি আগামীকাল লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওয়াশিংটন ডিসির ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটন সময় ৮টা ২৫ মিনিটে রওনা হবে।
যুক্তরাষ্ট্র্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন। ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ২০টা ৫৫ মিনিটে (স্থানীয় সময়) অবতরণ করবে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী কমনওয়েলথ নেতাদের এক অনুষ্ঠান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি অনুষ্ঠান ও একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
ওয়াশিংটনে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান এবং মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক, বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক ও একটি নাগরিক সংবর্ধনাসহ কিছু পার্শ্ব ইভেন্টে যোগ দেন। তিনি তার জাপানি সমকক্ষ ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপানের টোকিওতে তার চার দিনের সরকারি সফর শেষ করে ২৮ এপ্রিল ওয়াশিংটন ডিসি পৌঁছেন।
এর আগে ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ভিভিআইপি ফ্লাইট (বিজি১৪০৩) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জাপান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা এবং রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে। জাপান সফরকালে প্রধানমন্ত্রী কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়াদি, মেধাসম্পদ, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আটটি চুক্তি সই করেন।
আগামী ৯ মে লন্ডন থেকে প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার কথা রয়েছে।

মে দিবস: মেহনতি মানুষের জয়গানের দিন আজ

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, May 1, 2023 | 5/01/2023 12:05:00 AM

চিলাহাটি ওয়েব, ঢাকা অফিস : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ঐতিহাসিক এই দিনটিকে বিশ্বব্যাপী মে দিবস হিসেবে উদযাপিত হয়। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয়- ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে (মে দিবস নামে পরিচিত) মে মাসের প্রথম দিনটিকে পৃথিবীর অনেক দেশে পালিত হয়। বেশকিছু দেশে মে দিবসকে ‘লেবার ডে’ হিসাবে পালন করা হয়।

এ দিনটি সরকারিভাবে ছুটির দিন। ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা শ্রমদিনের দাবীতে আন্দোলনরত শ্রমিকের ওপর গুলি চালানো হলে ১১ জন শহীদ হয়। তবে যুক্তরাষ্ট্র বা কানাডায় এইদিন পালিত হয় না।

মে দিবসের ইতিহাস :  ১৮৮৬সালে আমেরিকার শিকাগো শহরের ‘হে মার্কেট’ এর ম্যাসাকারে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয় মহান মে দিবস। সেদিন দৈনিক আট ঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে পুলিশ। ফলে ১১ জন শ্রমিক নিহত হয়।

সেই সম্মেলনে “শ্রমিকদের হতাহতের সম্ভাবনা না থাকলে বিশ্বজুড়ে সকল শ্রমিক সংগঠন মে মাসের ১ তারিখে ‘বাধ্যতামূলকভাবে কাজ না করার’ সিদ্ধান্ত গ্রহণ করে। অনেক দেশে শ্রমজীবী জনতা মে মাসের ১ তারিখকে সরকারি ছুটির দিন হিসেবে পালনের দাবি জানায় এবং অনেক দেশেই এটা কার্যকর হয়।
তাদের রক্ত ও জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে শ্রমিকের ৮ ঘন্টা কাজের দাবি। যে কারণে সারা দুনিয়ার শ্রমজীবী মানুষের কাছে মে দিবস একটি ঐতিহাসিক দিবসে পরিণত হয়। মূলত, মে দিবসের পথ ধরেই শ্রমিকদের নানা অধিকার অর্জিত হয়েছে। সেই সঙ্গে নিজেদের ও তাদের শ্রমের মর্যাদা পেয়েছে গুরুত্ব।
বিশ্বব্যাপী ট্রেড ইউনিয়নগুলো শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উন্নত দেশে এখন শ্রমিকদের সুযোগ-সুবিধার পাশাপাশি কাজের পরিবেশও হয়েছে উন্নত। তবে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর শ্রমিক শ্রেণির দুর্দশা আজও ঘোচেনি।

তারাকান্দে জাতীয় পার্টি মনোনয়ন পেলেন মাসুদ তালুকদার

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, April 27, 2023 | 4/27/2023 06:11:00 PM


মোকছেদুল ইসলাম,  ফুলপুর উপজেলা প্রতিনিধি :  আসন্ন তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনয়ন পেয়েছেন এএম মাসুদ তালুকদার সভাপতি জাতীয় পার্টি তারাকান্দা উপজেলা শাখার ২৭ শে এপ্রিল বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেত গোলাম মোহাম্মদ কাদের এমপি জাতীয় পার্টি প্রদান কার্যালয়ে উপস্থিত থেকে মনোনয়ন চূড়ান্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাবেক এমপি আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ মুক্তি ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান আরজু ..তারাকান্দা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক.. তারাকান্দা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান ।

ঝিনাইদহে দরিদ্র কৃষকের পাশে সাংসদ কন্যা ডরিন


আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি : এবার নেতা কর্মীদের নিয়ে কাঠফাটা রোদে মাঠের ধান কেটে গুছিয়ে মানবিকতার পরিচয় দিলেন সাংসদ কন্যা ছাত্রলীগ নেত্রী মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি গতবুধবার বেলা ১১ টার দিকে ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের মাঠে এক দরিদ্র কৃষকের এক বিঘা জমির ধান কেটে সহায়তা করেছেন।
এ সময়ে উপজেলা ও পৌর ছাত্রলীগের অর্ধশত নেতা কর্মীরা ওই ধান কর্তনে অংশ নেয়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা ডরিন ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ছোট কন্যা।
উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাটাডাঙ্গা গ্রামের কৃষক সামাদ বিশ্বাসের ক্ষেতে ধান কাটতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা জানায়, এখন কালবৈশাখীর ঝড় বৃষ্টির সময়ে ধান কাটা শ্রমিক সংকট চলছে। বেশি মজুরি দিয়েও শ্রমিক মিলছে না। কিন্তু মাঠে মাঠে পাকা ধান দুলছে। সময়মত ধান কেটে ঘরে তুলতে না পারলে ঝড় বৃষ্টির কবলে পড়ে কৃষক সবর্বশান্ত হতে পারে। তাই দরিদ্র কৃষকেরা পাশে দাড়াতেই প্রখর রোদের মধ্যেই ছাত্রলীগের কর্মীরা এগিয়ে এসেছেন।
ভুক্তভোগী কৃষক সামাদ বিশ্বাস তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগাআপ্লুত হয়ে বলেন, বেশি শ্রমিক ও অর্থ ব্যায় করে ধান কাটার সামর্থ্য আমার নেই। এখন প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টি হচ্ছে। ধান কেটে ঘরে তুলতে না পারলে হয়ত সর্বনাশ হতে পারে। ঠিক এমনি মুহুতের্ব ছাত্রলীগের ছেলেরা এসে তার ধান কেটে গুছিয়ে দিয়ে যে উপকার করল তা তিনি জীবনেও ভুলতে পারবেন না। ছাত্রলীগের কর্মীদের নিয়ে মাঠে ধান কাটতে আসা মুমতারিন ফেরদৌস ডরিন জানান, বাংলাদেশ ছাত্রলীগ সব সময়ই অসহায় মানুষের পাশে থাকে। এখন মাঠে মাঠে বোরো পাকা ধান। শ্রমিক সংকটে অনেক দরিদ্র কৃষক ধান কাটতে পারছে না।
এ মুহুর্তে ছাত্রলীগের কর্মীরা ওই দরিদ্র কৃষকের পাশে থেকে তার মাঠের ধান কেটে একটু সহায়তা করেছে মাত্র। তিনি আরো জানান, ৩/৪ দিন আগেও কালবৈশাখীর ঝড় বৃষ্টির কবলে অনেক কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন।
তাই অসহায়কৃষকদের পাশে দাড়াতেই ছাত্রলীগের নেতা কর্মীরা এমন সহায়তার কাজটি অব্যহত রাখবেন বলেও তিনি জানান। 

মহেশপুরে মোটরসাইকেল- বাইসাইকেল সংঘর্ষে নিহত ২

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, April 26, 2023 | 4/26/2023 09:26:00 PM


ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নাহনগর টু সামন্তা সড়কের জিন্নাহনগর মাঠ এলাকায় বুধবার ( ২৬ এপ্রিল) বিকালে সাড়ে ৫ টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলে ধাক্কা দিলে দুজন ছিটকে গিয়ে সড়কের পাশে খেজুর গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক ইনজামুল ইসলাম ঘটনাস্থলে মারা যায় ও বাইসাইকেল চালক গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পর মারা গেছে। নিহত মোটরসাইকেল চালক ইনজামুল ইসলাম(২৮) হলেন মহেশপুর উপজেলার বাউলী গ্রামের আলী হামজার ছেলে ও বাইসাইকেল চালক ইসমাইল হোসেন (৪০) হলেন একই উপজেলার কাজিরবেড় মাতলার আইট গ্রামের মেছের আলীর ছেলে। পরে স্বজনেরা খবর পেয়ে আহত ব্যাক্তিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সড়ক দুর্ঘটনায় ঘটনা শুনতে পেয়ে নিহত ইনজামুল ইসলামের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিতি তার মৃতদেহ বাড়িতে নিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে। এ দুর্ঘটনার ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে থানাধীন ভৈরবা ফাঁড়ী পুলিশ আইসি সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে ঘটনার সত্যতা স্বীকার করেছে। মোটর - বাইসাইকেল আরোহী ইনজামুল ও ইসমাঈলের হোসেনের মৃত্যুর সংবাদ পেয়ে পরিবার ও এলাকায় মানুষের মনে বইছে শোকের মাতম।

১০ মিনিটের শিলা ঝড়ো বৃষ্টিতে ২০ গ্রামের কৃষকের হাহাকার

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ : কথায় আছে,ধারদেনা আর খরচের বোরো ধান। ইতোপূর্বে চাষ পর্ব শেষ। দুু’এক দিনের মধ্যেই অনেকে কাটা শুরু করবে। কিছু ক্ষেতে লাগবে আরও কয়টা দিন। তারপরও সপ্তাহ খানেকের মধ্যে সব ধান ঘরে উঠানো যাবে। তখন কৃষক পরিবারগুলো আনন্দে ভরে উঠবে। অন্তত কয়েক মাসের জন্য হলেও মিটবে তাদের প্রায় সব অভাব। এমন আশা ছিল গ্রামের কৃষক পরিবারগুলোতে। কিন্ত সে আশা আর কপালে সইল না তাদের। কেননা সোমবার বিকালে আকাশে ঘন কালো মেঘ জমে শুরু হয় ঝড়ো বাতাস। কিছুক্ষনের মধ্যে সমানে পড়তে থাকে শিলাবৃষ্টি। কয়েক মিনিটের তান্ডবে ঝিনাইদহ কালীগঞ্জের সিমলা রোকনপুর ইউনিয়নের আংশিক কয়েকটি গ্রাম,ত্রিলোচনপুর ইউনিয়নের বেশিরভাগ গ্রাম, পাশ্ববর্তী পশ্চিমে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী, নওদা গ্রাম, ও বলাবাড়িয়াসহ কয়েকটি গ্রাম, পূর্বে যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের চন্দ্রপাড়া ও স্বরুপপুরসহ এ এলাকার কমপক্ষে ২০ টি গ্রামের মাঠের বোরো ধানের সর্বচ্চ ক্ষতি হয়ে হয়েছে। একই সাথে মাঠের পাট, কলা, আম লিচু ও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচন্ড তাহদাহের মধ্যে বয়ে যাওয়া ঝড় বৃষ্টি কৃষক ও সাধারন মানুষসহ প্রাণীকুলের জন্য আর্শিবাদ হলেও উল্লেখিত এলাকায় ধানসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা মঙ্গলবার বিকাল পর্যন্ত জানাতে পারেনি জেলা কৃষি অফিস। কয়েকটি গ্রামের মিলে মোট এ অঞ্চলের বিশ- বাইশটিরও অধিক গ্রামের ওপর দিয়ে এ ধবংসযজ্ঞ বয়ে গেছে। একমাত্র কৃষিপ্রধান এ অঞ্চলের মাঠের পর মাঠের বোরো পাকা ধানের গাছগুলোতে মাত্রাতিরিক্ত শিলাবৃষ্টি পড়ে কৃষকের কপাল পুড়েছে। ক্ষেতের সোনালী ধান গাছগুলো এখনও দাড়িয়ে থাকলেও শীষে একটি ধানও নেই। সব ধান ঝরে ক্ষেতে পড়ে গেছে। মঙ্গলবার সকালে ওই এলাকাটিতে গেলে গেলে দেখা যায়,কালীগঞ্জের সিমলা,বালিয়াডাঙ্গা, গবরডাঙ্গা, ধলা, দঁাদপুর,শাহপুর ঘিঘাটি,চঁাদবা, একতারপুর, কালুখালী, আজমতনগর, মধুপুর, ত্রিলোচনপুরসহ বেশ কিছু গ্রামের ফলজ ক্ষেতের,সব ধরনের বানিজ্যিক ফুল ও সবজির মাচা মাটিতে মিশে ছিন্নভিন্ন হয়ে গেছে। ধরন্ত কলা গাছ বেশিরভাগই ভেঙে গেছে। সবুজ পাট গাছের কান্ড আছে কিন্তু মাথা নেই। ধরন্ত আম গাছের তলায় ঝরা আমের জালিতে ভরাট হয়ে আছে। ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ির যেগুলো ক্ষতি হয়েছে সেগুলো সংখ্যায় খুব বেশি নয়। তবে তা মেরামতে তেমন একটা গুরুত্বও দিচ্ছেন না তারা। ভুক্তভোগী পরিবারগুলোর ভাষ্য, না হয় গাছতলাতে থাকবো তাও তো বঁাচা যাবে। কিন্ত ধানসহ মাঠের সব ধরনের ফসল শেষ হয়ে গেছে। এখন খাবো কি ? ত্রিলোচনপুর- গোবরডাঙ্গা মাঠে দেখা হয় শামছুল - মোমেনা দম্পতির। তারা নিজেদের ক্ষেতের শিলাবৃষ্টিতে ঝরে যাওয়া ধান হাত দিয়ে কুড়াচ্ছেন আর টানা নিঃশ্বাস নিচ্ছেন। চোখের পানি ফেলছেন। তারা জানান, খুব কষ্ট করে মাঠে ২ বিঘা জমিতে বোরো ধানের ধান চাষ করেছিলেন। কমপক্ষে ৫০ মন ধান পাওয়ার আশা ছিল এখন সব শেষ হয়ে গেছে। দাদপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম জানান, ৪ বিঘা জমিতে বোরো চাষ করে কমপক্ষে ১’শ মন ধান পাওয়ার আশা ছিল। সোমবারের কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে শিষ থেকে সব ধান ঝরে গেছে। তিনি বলেন, বৃষ্টির শেষে কৃষকেরা সবাই মাঠে গিয়ে দেখেন ধান গাছের পাতা পর্যন্ত শিলার আঘাতে চিরে চিকন খড়ের রুপ ধারনকরেছে। তিনি বলেন,এমন ক্ষতির পর মাঠে মাঠে কৃষকের বুকফঁাটা আহাজারি চলছে। আবার কেউ কেউ মনের কষ্টে মাঠের দিকেই যাচ্ছেন না। এলাকাজুড়ে এখন কোন মানুষের মুখে হাসি নেই। কেননা এ আবাদে একটি ধানও তাদের ঘরে আসবে না। বেলেডাঙ্গা গ্রামের কৃষক রেজাউল ইসলাম জানান, তার এ বছর ২ বিঘা জমিতে সরবি জাতের কলা ছিল। সব গাছগুলোতে কঁাধি হয়েছিল কিন্ত ঝড়ে এখন আর কোন কলাগাছ সোজা নেই। সব ভেঙে গেছে। তিনি বলেন, তাদের আশপাশের কয়েক গ্রামের পেয়ারা, আম, পেপে, বানিজ্যিক ফুল, যাবতীয় সবজির যে ক্ষতি হয়েছে সে ক্ষতি সহজে কাটিয়ে উঠা যাবে না। আর এ বছর মাঠ ধরেই পাকা কঁাচা ধান ক্ষতিগ্রস্থ। তিনি আরও বলেন কৃষকেরা মনের কষ্টে এখন বসে টানা নিশ্বাস ছাড়ছেন।
কৃষিকর্মকতার্রা জানান, সোমবার বিকাল ৩ টায় বয়ে যাওয়া কালাবৈশাখী ঝড় এবং সাথে শিলাবৃষ্টি শুরু হয়। এতে যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের চন্দ্রপাড়া ও স্বরুপপুর মাঠের সামান্য অংশ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন ও কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নসহ কিছু এলাকায় ফসলের মাত্রাতিরিক্ত ক্ষতি হয়েছে। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান, আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাা করছি। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। তবে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের মাঠে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন। জেলা কৃষি কর্মকতার্ আজগার আলী জানান, আমরা ক্ষতিগ্রস্ত মাঠে আছি। এখনি বলতে পারছি না কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে শিলাবৃষ্টিতে কিছু কিছু এলাকায় কৃষক এমন ক্ষতি হয়েছে যা বর্ণনা করার মত নয় বলে যোগ করেন এ জেলা কৃষি কর্মকতার্।

সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজে পুনর্মিলনী অনুষ্ঠান

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, April 25, 2023 | 4/25/2023 07:42:00 PM

ঝিনাইদহ প্রতিনিধি : "এসো মিলি প্রাণের টানে প্রিয় শিক্ষাঙ্গনে, বন্ধন গড়ি দৃঢ়ভাবে পুরাতন ও নতুনে" এই শ্লোগানকে প্রতিপাদ্য করে সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো পুণর্মিলনী ২০২৩. ১৯৯৬-২০২৩ ব্যাচের নতুন পুরাতন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসবে পৌনে একহাজার ডেলিগেট অংশ গ্রহন করে। দক্ষিণ পশ্চিম জনপদের ঐতিহ্যবাহী সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই উৎসবে মেতে উঠে নবীন প্রবীন শিক্ষার্থীবৃন্দ। সকাল আটটায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও রিইউনিয়ন পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা হরিনাকুণ্ডুর রাজপথ অতিক্রম করে।
বেলা এগারোটায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রওশন আলীর সভাপতিত্বে অধ্যক্ষ এম মোক্তার আলীর স্বাগতগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্য প্রদান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট চিকিৎসক ডা. এম এ ওহাব, সাবেক সচিব ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর রহমান, বীর মুক্তিযোদ্ধা মছির উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এমএ মজিদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জাহিদ পিপিএম, হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপার মাহবুবুল আলম, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাখিবুল ইসলাম, যশোরের যুগ্মজেলা ও দায়রা জজ শাজাহান আলী ও খাইরুল ইসলাম, মাগুরার অতিরিত পুলিশ সুপার কলিমউল্লাহ, যশোরের সহকারী জজ লাভলী নাজনীন, উপজেলার আওয়ামীলীগের সভাপতি মশিউর রাহমান জোয়ার্দার ও সাধারন সম্পাদক রবিউল ইসলাম, হরিনাকুণ্ডু পৌর মেয়র ফারুখ হোসেন, হরিনাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ আবু আজিফ, সাবেক অধ্যক্ষ শাহাজ উদ্দীন, জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, ডাক্তার আসাদুজ্জামান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী বিশারত আলী, সাবেক ব্যাংকার শোয়েব আলর ও সদর উদ্দীন আহমেদ, ব্যাংকার সাইদুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব সাকিুমুল ইসলাম, প্রধান শিক্ষক নিয়ামত আলী, মাসুদুল হক, জামাল উদ্দীন ও জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে স্মৃতিচারণা মুলক বক্তব্য প্রদান করে কলেজের প্রাক্তন শিক্ষার্থী রত্না, মিম, ঝর্ণাসহ বেশ কয়েক জন কৃতি শিক্ষার্থী। বিকাল থেকে সন্ধ্যা অবধি পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রিইউনিয়নকে ঘিরে কলেজ ক্যাম্পাসকে সাজানো হয় বর্ণিল সাজে। হরিনাকুণ্ডুর নিকট ইতিহাসে এমন অনুষ্ঠান চোখে পড়েনি বলে সুধীমন্ডলী অভিমত ব্যক্ত করেন।

ঈদের মাঠে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, April 23, 2023 | 4/23/2023 12:41:00 AM

চিলাহাটি ওয়েব ডেস্ক : বাগেরহাটের চিতলমারী উপজেলায় ঈদের মাঠে পটকা (আতশবাজি) ফাটানোকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আদিখালী ও কাঠিপাড়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদবতী মিস্ত্রী ও থানার পরিদর্শক এএইচএম কামরুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কাঠিপাড়া গ্রামের আহতদের মধ্যে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন, অহিদুল শেখ (৪০), আবুল হাসান (৩০), আলমগীর শেখ (৪৫), মকবুল শেখ (৫০), রবিউল ইসলাম (৫৫) ও কালু শেখ (৩৫)। অপরদিকে, আদিখালী গ্রামের আহতদের মধ্যে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন, খায়রুল ইসলাম (২৫), ইসমাইল হোসেন (১৯), জুয়েল শেখ (২০), মোহম্মদ শেখ (২৮), শাহজাহান শেখ (৩০), রবিউল শেখ (৪০) ও স্বাধীন শেখ (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন দোকান বসে।
এ সময় আদিখালী গ্রামের কিশোর স্বাধীন শেখ ও খাইরুল আতশবাজিতে আগুন ধরিয়ে কাঠিপাড়া গ্রামের অহিদুল শেখের চটপটির দোকানের মধ্যে ছুড়ে মারে। বাজির শব্দে ক্রেতারা ভয় পায়। এ নিয়ে কাঠিপাড়ার লোকজন স্বাধীন শেখকে মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে কাঠিপাড়া ও আদিখালী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
কাঠিপাড়া গ্রামের চটপটি দোকানী অহিদুল শেখ জানান, আদিখালী গ্রামের স্বাধীন শেখ তার দোকানের মধ্যে আতশবাজি ফাটালে এলাকার লোকজন তাকে কয়েকটি চড়-থাপ্পড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আদিখালীর লোকজন আমাদের পিটিয়ে আহত করেছে।
পটকা ছুড়ে মারার অভিযোগে অভিযুক্ত আদিখালী গ্রামের স্বাধীন শেখের চাচা রবিউল শেখ জানান, কাঠিপাড়ার লোকজন আমার ভাইপো স্বাধীনকে মেরে বেঁধে রাখে। আমরা তাকে ছাড়িয়ে আনতে গেলে আমাদের লোকজনকে পিটিয় আহত করেছে।
চিতলমারী থানার ওসি এএইচএম কামরুজ্জামান খান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে মারামারি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই : রেলমন্ত্রী

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, April 16, 2023 | 4/16/2023 10:40:00 PM


চিলাহাটি ওয়েব ডেস্ক : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, এবারের ঈদযাত্রায় টিকিট ছাড়া তথাকথিত কোনো যাত্রীর ট্রেনে ভ্রমণ করার সুযোগ নেই। প্রত্যেক যাত্রীকে টিকিট প্রদর্শনপূর্বক স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। টিকিটবিহীন যাত্রীর প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার ঈদযাত্রায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে না।

আজ রোববার (১৬ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। সময় রেল সচিব রেলওয়ে মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ঈদযাত্রীদের যাত্রা নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদের ছুটিতে মানুষ যেন আনন্দে ভ্রমণ পরিবারের সঙ্গে কাটাতে পারে সেজন্য রেলওয়ে কর্মচারীদের ছুটি থাকবে না। মানুষের ঈদযাত্রা আনন্দঘন করতে রেলের ককর্মচারীরা ঈদের ছুটি ভোগ করতে পারে না।

ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নে নূরুল ইসলাম সুজন বলেন, এখন যেটা চলছে সেটাকে শিডিউল বিপর্যয় বলা যাবে না। কিন্তু যেহেতু এক লাইনে ট্রেন চলে সেক্ষেত্র কোনো দুর্ঘটনা হলে শিডিউল সমস্যায় পড়ে। তবে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা এবারের ঈদযাত্রায় মানুষকে নিরাপদে গ্রামে পৌঁছে দিতে চাই।

বিভিন্ন অংশ পরিদর্শনের সময় রেলমন্ত্রী প্ল্যাটফর্মে ঢোকার মুখে যাত্রীদের মুখোমুখি হোন। সময় উৎসাহ উদ্দীপনা নিয়ে মন্ত্রী যাত্রীদের কাছে জানতে চান, ‘সব কিছু ঠিক আছে তো?’

সময় যাত্রীদের কেউ ভালো, আবার কেউ মন্দ বলেছেন। এদেরই একজন হাত নাড়াতে নাড়াতে মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘এই গরমের মধ্যে আপনার ট্রেনের ফ্যান চলে না। আমাদের কষ্ট হয়।

সময় মন্ত্রী বিব্রত হয়ে বলেন, ‘আমি বিষয়টা দেখব।

শতভাগ প্রস্তুতি সম্পন্ন জানিয়ে রেলপথ মন্ত্রী বলেন, এবারই প্রথমবারের মতো শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে। টিকিট প্রদর্শন করেই স্টেশনে প্রবেশ করতে পারবেন। তা ছাড়া যাত্রার দিনে স্ট্যান্ডবাই টিকিট দেওয়া হবে।

আগামীকাল সোমবার (১৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদযাত্রা। যা চলবে ২১ এপ্রিল পর্যন্ত। এরই মধ্যে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। বছর ঈদযাত্রা ঈদের ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইন মাধ্যমে সংগ্রহ করতে হচ্ছে যাত্রীদের।

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত এপ্রিল। ওইদিন বিক্রি হয় ১৭ এপ্রিলের টিকিট। এরপর এপ্রিল ১৮ এপ্রিলের, এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হয় ২১ এপ্রিলের টিকিট।

একইভাবে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল ১৫ এপ্রিল থেকে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরুর প্রথম দিন অর্থাৎ ১৫ এপ্রিল বিক্রি হয়েছে ২৫ এপ্রিলের টিকিট। আজ ১৬ এপ্রিল বিক্রি হচ্ছে ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের টিকিট।