Showing posts with label দিনাজপুর. Show all posts
Showing posts with label দিনাজপুর. Show all posts

ফুলবাড়ীতে ভুট্টা চাষে ব্যাপক আগ্রহী হয়ে ওঠেছেন কৃষক

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 24, 2024 | 3/24/2024 11:51:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভাসহ উপজেলার ৭ টি ইউনিয়নে চলতি মৌসুমে ৩ হাজার ৭৮০ হেক্টর জমি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শেষতক ৪ হাজার ১০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এ চাষাবাদ থেকে ৪৮ হাজার ১২০ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের সম্ভাবনা রয়েছে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ। অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভজনক হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন উপজেলার কৃষকেরা। 
চলতি মৌসুমে কাবেরী ৫৪, এমকে ৪০, পালোয়ান, সুপার শাইন, কাবেরী ৪৪, সিনজেনটা ৭৭২০ সহ বিভিন্ন জাতের ভুট্টা চাষ করা হয়েছে। উপজেলার অপেক্ষাকৃত উঁচু জমিগুলোতে আগাম জাতের ভুট্টা চাষ করা হয়েছে। চাহিদার সাথে বাজার মূল্য বেশি ও অধিক লাভ হওয়ায় এবার বোরো ধানের জমিতেও আগাম জাতের ভুট্টা চাষ করা হয়েছে। উপজেলার শিবনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক যোতিষ চন্দ্র রায় জানান, গত বছর ভুট্টার দাম ভালো পাওয়ায় এ বছর বর্গা নিয়ে ৩ বিঘা জমিতে ভুট্টার চাষ করেছেন। ভুট্টা বিক্রি ছাড়াও ভুট্টার গাছ জ্বালানী হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও যেসব জমিতে এক সময় বোরো চাষ করা হতো সেসব জমিতে কৃষকেরা এখন ভুট্টা চাষ করছেন। 
উপজেলার চককবীর গ্রামের খবির শেখ জানায়, ধানসহ অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ ও শ্রম কম এবং দাম বেশি পাওয়ায় কৃষদের মাঝে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, ভুট্টা থেকে গবাদিপশুসহ মাছ ও মুরগির খাদ্য উৎপাদন এবং গাছ জ্বালানী হিসেবে ব্যবহৃত হওয়ায় এটি লাভজনক। এজন্য কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। উপজেলার ৯৮০ জন কৃষককে কৃষি প্রণোদনার আওতায় এনে ৯৮০ বিঘা জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। এজন্য ৯৮০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

চুরি রোধে রসুন ক্ষেত পাহারায় কৃষক : শিয়ালের কামড়ে আহত ১০

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় সাদা সোনা খ্যাত রসুন চাষে স্বপ্ন পূরণের আশায় দিন গুণছেন কৃষক-কৃষাণীরা। গত বছরের তুলনায় চলতি মৌসুমে এই উপজেলায় রসুনের ভালো ফলন হয়েছে। তবে ক্ষেতের রসুন চুরি হওয়ায় আশংকায় রাত জেগে নিজেদের উৎপাদিত রসুন ক্ষেত পাহারা দিচ্ছেন কৃষকরা। রাতে পাহারা দিতে গিয়ে এপর্যন্ত উপজেলায় চলতি মৌসুমে ১০ জন শিয়ালের কামড়ে আহত হয়েছে। 
খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৬টি ইউনিয়নে রসুন চাষ হয়েছে ১৬২০ হেক্টর। যা গতবছরে ছিল ১৫০০ হেক্টর। রসুন চাষে লাভবান হওয়ায় কৃষি বিভাগের পরামর্শ এটি বৃদ্ধি হয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাতে উপজেলার গোয়ালডিহি, নলবাড়ী, হাসিমপুর ও কাচিনীয়া গ্রাম ঘুরে দেখা যায়, জমিতে পলিথিন দিয়ে অস্থায়ী ঘর তৈরি করে কৃষকরা সেখানে রাত্রিযাপন করছেন। কৃষকদের চোখে ঘুম নেই, রাত জেগে টর্চ লাইটের আলোয় রসুন ক্ষেত পাহারা দিচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে শিয়ালের উপদ্রুব হওয়ায় তাঁরা আতংক আছে। ঈদের আগেই রসুন উঠানো ও ঘরে তোলার কাজ শেষ হবে বলে কৃষকরা জানায়। ৫০ শতকের প্রতি বিঘা জমিতে রসুন চাষে বীজ, সার, সেচ, হাল ও পরিচর্যা বাবদ এই বছর খরচ হয় প্রায় ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। 
এবার বীজের দাম বেশী হওয়ায় খরচটা বেড়ে গেছে। আর প্রতি বিঘায় ফলন হয় ৫৫-৭০ মণ। প্রতি মণের বর্তমান বাজার মূল্য ৩০০০-৩৫০০ টাকা। সে হিসেবে অন্য আবাদের চেয়ে রসুন চাষ লাভবান বলে জানান উপজেলার গোয়ালডিহি জমির শাহ পাড়ার রসুন চাষী রিশাদ শাহ। গোয়ালডিহি গ্রামের রসুন আশরাফ আলী (৬০) বলেন, সময়ের সাথে রসুন চাষে খরচ ও শ্রম বেড়েছে। কিন্তু এত কষ্টে আবাদ করেও চোরের চিন্তায় রাত জাগতে হয়? কেননা রসুন দামী ফসল তাই পাহারা দিচ্ছি। মনির জীবন নামে এক যুবক তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন আমাদের গ্রামে ৩ জনসহ আসে পাশের গ্রামে ১০ জন কৃষককে শিয়াল কামড়ানোর খবর শুনলাম। অর্ধেক নাক ছিঁড়ে নেওয়ার মত ঘটনা ঘটেছে। একদিকে রাতের আধারে জমির ফসল চুরি অন্যদিকে দিনে দুপুরে শেয়ালের উৎপাত। কৃষক যেনো কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছেনা এখন। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাবিবা আক্তার বলেন, আবহাওয়া ভালো হওয়ায় চলতি মৌসুমে ভালো ফলন ও বর্তমান বাজারে রসুনের দাম বেশি পাওয়ার মাধ্যমে কৃষকরা লাভবান হবেন। পেঁয়াজ চুরির বিষয়টি স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি। চুরি রোধে কৃষকরা দিনে ও রাতে পাহারা দিচ্ছে শুনেছি।’ 
এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, থানা পুলিশ, গ্রাম পুলিশ ও রাত্রিকালীন পাহারাদাররা চুরি রোধে নিয়মিত টহল দিচ্ছে। এদের সাথে জনগণের সচেতন ভূমিকা চুরি রোধ ও অপরাধ কমাতে অনেক কার্যকর হবে।

পার্বতীপুরে জাতীয় ডাউন সিনড্রোম দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, March 22, 2024 | 3/22/2024 12:19:00 AM

পার্বতীপুর প্রতিনিধি : পার্বতীপুরে জাতীয় ডাউন সিনড্রোম দিবস পালিত হয়েছে। গতকাল ২১ মার্চ পার্বতীপুরের স্থানীয় বেসরকারি উন্নয়ন মূলক প্রতিষ্ঠান কাম টু ওয়ার্ক (সি টি ডাব্লিউ) এর আয়োজনে লিলিয়ন ফন্ডস ও সি ডি ডি এর সহযোগিতায় চাইল্ড ইম্প্রওয়ারমেন্ট প্রোগ্রাম বাস্তবায়নে অনুষ্ঠানে প্রতিবন্ধীদের চিত্রাংকন প্রতিযোগিতা, নৃত্য, মায়েদের চেয়ার খেলা, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এতে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রশাসনিক কর্মকর্তা (অর্থ) মোকারম হোসেন মানিক। বক্তব্য রাখেন, পার্বতীপুর শহরের রোস্তম নগরের বিসমিল্লাহ ফিজিওথেরাপী সেন্টারের পরিচালক মোঃ ইনামুল হক (চার্চিল) ও দৈনিক উত্তর বাংলা পত্রিকার পার্বতীরপুর প্রতিনিধি বদরুদ্দোজা বুলু। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংস্থাটির ফিজিও সাজ্জাদুর রহমান সাজ্জাদ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পার্বতীপুরে প্রতিবন্ধীদের পিতা-মাতা ও পরিচর্চাকারীদের প্রশিক্ষণ শুরু

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, March 21, 2024 | 3/21/2024 01:07:00 AM

পার্বতীপুর প্রতিনিধি, চিলাহাটি ওয়েব: পার্বতীপুরে প্রতিবন্ধীদের পিতা-মাতা ও পরিচর্যা কারীদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ গতকাল ২০ মার্চ শুরু হয়েছে। চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। 
লিলিয়ন ফন্ডস ও সি ডি ডি এর সহযোগিতায় চাইল্ড ইম্প্রওয়ারমেন্ট প্রোগ্রাম বাস্তবায়নে স্থানীয় কাম টু ওয়ার্ক (সি টি ডব্লিউ) এর আয়োজনে সংস্থাটির হলরুমে প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির অডিটর মেহেদুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন বিসমিল্লাহ ফিজিওথেরাপী সেন্টারের পরিচালক মোঃ ইনামুল হক চার্চিল। এ প্রশিক্ষণে ১২০ জন প্রতিবন্ধীদের পিতা ও মাতা অংশগ্রহণ করেন। প্রশিক্ষক ইনামুল হক চার্চিল প্রতিবন্ধী হওয়ার কারণগুলো তুলে ধরেন।প্রতিবন্ধীদের কিভাবে পিতা ও মাতারা পরিচর্যা করবেন তা প্রাকটিকেল করিয়ে দেখান।উপস্থিত প্রতিবন্ধী পিতা ও মাতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফিজিওথেরাপিস্ট ইনামুল হক চার্চিল। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক উত্তর বাংলা পত্রিকার পার্বতীরপুর প্রতিনিধি বদরুদ্দোজা বুলু। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংস্থাটির ফিজিও সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

নানা আয়োজনে খানসামা উপজেলায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 17, 2024 | 3/17/2024 11:31:00 PM

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: নানা আয়োজনে দিনাজপুরে খানসামা উপজেলায় বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে রবিবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি এবং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও তাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ওসি মোজাহারুল ইসলাম, উপজলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও খানসামা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন শ্রদ্ধা ও ভালোবাসায় দিনটি উদযাপন করে।

গাছ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের কুতুব ডাঙ্গায় গাছ থেকে ৬০ বছর বয়সী বাবুল রায় নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ। 
রবিবার (১৭ মার্চ) সকালের উপজেলার ঐ এলাকার পাঠানপাড়ায় জিগনী গাছ থেকে এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত বাবুল রায় বর্তমানে বাঁশ দিয়ে ডালি তৈরী ও বিক্রির কাজ করেন। এর আগে দিনমজুরের কাজ করতেন। তাঁর পরিবারের স্ত্রী ও ৩ ছেলে রয়েছে। থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাঁপানি রোগে আক্রান্ত হয়ে স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসা নিচ্ছিলেন বাবুল রায়। চিকিৎসা নেওয়ার পরেও নিহতের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মানসিক ভাবে যন্ত্রণায় ভুগতেছিলেন তিনি। এই কারণে গতকাল শনিবার ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে থানা পুলিশ ও পরিবারের সদস্যরা। 
পরে স্থানীয়রা দেখতে পেয়ে রবিবার (১৭ মার্চ) সকালে থানা পুলিশে খবর দিলে তাঁরে এসে লাশ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, সরেজমিনে তদন্ত পূর্বক খোঁজ নিয়ে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে হাঁপানিতে অসুস্থ ছিলেন। সুরতহাল প্রতিবেদন ও নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৭ ই মার্চ মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। 
দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা পরিষদ, উপজেলা আওয়ামী লীগসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ ইছার উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, কাজিহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রাধান শিক্ষকগন। আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান এম.পি। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।