চিলাহাটিতে আধুনিক পদ্ধতিতে ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, March 23, 2023 | 3/23/2023 01:18:00 PM


চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে ধান চাষে আধুনিক কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পল্লী কর্ম-সহয়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সেলফ হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগাম (শার্প) এর আয়োজনে গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন- সেলফ হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগাম (শার্প) চিলাহাটি শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক শাহ, শার্প এর কৃষিবিদ মেহবুবউল সহিদ, নাসিক প্লান্ট এন্ড পট লিমিটেডের পরিচালক কৃষিবিদ আতিকুর রহমান, অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সুধী মহল উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়।

পীরগঞ্জে ১৫৫ জন পেল রঙ্গিন পাকা বাড়ি

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, March 22, 2023 | 3/22/2023 10:40:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা প্রশাসন ১৫৫ জন ব্যক্তির মাঝে রঙ্গিন পাকা বাড়ির চাবি হস্তান্তর করেছে। প্রধানমন্ত্রী ও উন্নয়নের জাদুকর শেখ হাসিনা কর্তৃক বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীনদের ঘর হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করার পর পীরগঞ্জ উপজেলা প্রশাসন ১৫৫ জন ব্যক্তিকে রঙ্গিন পাকা বাড়ির চাবি হস্তান্তর করেন। ৪র্থ পর্যায়ের এ উপজেলায় ৩৫৩ টি রঙ্গিন পাকা বাড়ির কাজ চলমান রয়েছে। এসব বাড়ির মধ্যে ১৫৫ জনকে চাবি হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ঘরের কাজ চলমান রয়েছে।
হস্তান্তরের সময় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুবিধাভোগী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির জানান, ১৫৫ টি ঘরের আরো অধিকতর তদন্ত করা হবে। এদের মধ্যে কারো জমি অথবা বসতবাড়ি থাকলে তাদের বরাদ্দ বাতিল করা হবে। ওইদিন বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল আলিম, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান ও সরকারি উদ্ধর্তন কর্মকর্তারা পীরগঞ্জে প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্প পরিদর্শন করেছেন।

চিলাহাটিতে দিবাকালীন ট্রেনের দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রী অফিস কর্তৃপক্ষ বুধবার নকল নবিশদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। তাদের কর্ম দক্ষতা বৃদ্ধি করা, জনগণকে হয়রানি মুক্ত সেবা প্রদান করা ও সাব-রেজিষ্ট্রী অফিসের সুনাম অক্ষুণ রাখার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
ঠাকুরগাঁও জেলা রেজিষ্ট্রার ও কৃষিবিদ মোঃ নূর নেওয়াজ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করা সহ নকল নবিশদের প্রশিক্ষণ দেন। সেই সাথে পীরগঞ্জ সাব-রেজিষ্ট্রার মোঃ আব্দুর রশিদ রিসোর্স পার্সন হিসেবে নকল নবিশদের প্রশিক্ষন দেন। ওই সময় দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, কোষাধ্যক্ষ মোঃ ইউসুফ আলী, অফিস স্টাফ মোঃ ভুট্টু, আশরাফুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে মহিলা পকেটমার গ্রেফতার

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানা পুলিশ জগথা রেল স্টেশন এলাকা থেকে এক মহিলা পকেটমারকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের মমতাজ আলীর কন্যা মমিনা আক্তার ওই এলাকায় পকেটমারি করার জন্যে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার এস.আই মুকুল সেন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। তাকে গ্রেফতার করে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

চিলাহাটিতে দিবাকালীন ট্রেনের দাবিতে মানববন্ধন

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, March 21, 2023 | 3/21/2023 04:38:00 PM


আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত দিবাকালীন আরেকটি আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সুশীল সমাজ ও সাংবাদিকরা।
আজ মঙ্গলবার দুপুরে অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম পাঠক ফোরাম, চিলাহাটি প্রেসক্লাব এবং চিলাহাটি সু-মিতা সংস্কৃতিক পরিষদ এর ব্যানারে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মনজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিলাহাটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা জুয়েল বসুনীয়া, সহ-সভাপতি মাহবুবুল আলম ওহাবুল,সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজল, সিনিয়র সাংবাদিক এ.আই পলাশ, সমাজসেবক মহাব্বত হোসেন বাবু, সু-মিতা সংস্কৃতিক পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান সুজন, রাশেদুল করিম তুষার, ফেসবুক ভিত্তিক গ্রুপ চিলাহাটি আমাদের চিলাহাটির সদস্য শরিফ বিল্লাহ, সেসটেভ এর নির্বাহী পরিচালক রুবাইয়াত হোসেন ডন, জাতীয় শ্রমিকলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়া। মানববন্ধন শেষে রাজশাহী গামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটিকে ১০ মিনিট থামিয়ে রাখা হয়।

চাঁন্দখানা ঘুনুরাম উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ এবং এসএসসি বিদায় অনুষ্ঠান


আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটি'র চঁন্দ্খানা ঘুনুরাম (জিআর) উচ্চ বিদ্যালয় এর নবীন ছাত্র-ছাত্রীদের বরণ এবং এসএসসি পরীক্ষাথীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে স্কুল মাঠ প্রাঙ্গনে উক্ত প্রতিষ্ঠানের সভাপতি জিয়াউল কবীর জিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চঁন্দ্খানা ঘুনুরাম (জিআর) উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেতকীবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম বসুনিয়া, কেতকীবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান, চঁন্দ্খানা ঘুনুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রিয়া ও কবিতা আবৃতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক উম্মে জুবায়েদা।