Showing posts with label সাহিত্য. Show all posts
Showing posts with label সাহিত্য. Show all posts

চ্যাম্পিয়ন

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, November 2, 2023 | 11/02/2023 02:03:00 AM





















            চ্যাম্পিয়ন
 ॥ শেখ সোহেল রেজা ॥ 

ফুটবল নয়,ক্রিকেট নয়
একটা খেলা পারি
সেটা মোদের সবার জানা
ভাঙতে পারি গাড়ি।
গাড়ি ভাঙা এতো মজা
আগে বুঝি নাই 
ভাঙতে গাড়ি চলো সবাই 
রাজ পথে যাই।
বিশ্বকাপের খেলা দেখি
ভরে দুই নয়ন
গাড়ি ভাঙ্গার খেলা হলে
বাংলাদেশ হবে বিশ্ব চ্যাম্পিয়ন।

জীবনের শেষ মুহূর্তে পাওয়া টাকা পরিশোধ

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, October 30, 2023 | 10/30/2023 11:25:00 PM

প্রতিদিন আমার ফার্মেসীতে একটা মেয়ে কাষ্টমার আসে। তখন রাত বেজে যায় প্রায় বারোটার মতো। আজকেও তার বিপরীত হলো না। বারোটা বাজার পাঁচ মিনিট আগেই সে আসলো। এসে কিছু ঔষধ নিলো। আমি তাকে জিজ্ঞেস করলাম- 'আপু, আপনি একজন মেয়ে হয়ে এতো রাতে কেন আসেন ফার্মেসীতে ওষুধ কিনতে? বাসায় কি কোনো পুরুষ মানুষ নেই?'

'আসলে ভাইয়া, আমি একটা দোকানে টেইলারিংয়ের কাজ করি যেটা এখান থেকে প্রায় পাঁচ কিলো দূরে। তাই আসতে আসতে দেরি হয়ে যায়। আর বাসায় আমি ছাড়া আর কেউ নেই ওষুধ কিনে নিয়ে যাওয়ার মতো। আম্মু আছে কিন্তু সে অসুস্থ। আর ওষুধ গুলোও আম্মুর জন্যই নেই প্রতিদিন।'

'ওহ আচ্ছা, তাহলে একবারে সব ঔষধগুলো কিনে নিয়ে যান। তাহলে আপনার সুবিধা হতো আর কি।'

'মাস শেষে যেই টাকা বেতন পাই সেটা ঘর ভাড়া আর খাবার খরচেই শেষ হয়ে যায়। তাই একসাথে ঔষধগুলো কিনতে পারি না। প্রতিদিন আমাকে নাস্তা আর যাওয়া আসার গাড়ি ভাড়ার জন্য যেই টাকা দেয় সেটা বাঁচিয়ে আম্মুর জন্য ঔষধ কিনে নিয়ে যাই।'

মেয়েটার কথাগুলো বুকে এসে বিঁধলো। একটা মেয়ে কতটা অসহায় হলে প্রতিদিন পাঁচ কিলো পাঁচ কিলো মোট দশ কিলো হাঁটতে পারে! তাকে কিছু বলে সান্ত্বনাও দিতে পারলামনা। সান্ত্বনা দেয়ার মতো কোনো শব্দও মুখে উচ্চারণ হচ্ছে না আমার। এমনও কাষ্টমার আসে আমার দোকানে যাদের ঔষধের কোনো প্রয়োজনই নেই তবুও শুধু শুধু ঔষধ কিনে নিয়ে যায় যদি পরে প্রয়োজন পড়ে সেজন্য। আমি তাকে বললাম, 

'অনেক রাত হয়েছে সাবধানে যাবেন। আর কোনো ঔষধ লাগলে আমার দোকান থেকে নিতে পারেন টাকা পরে দিলেও হবে।'

'আচ্ছা, ঠিক আছে ভাইয়া। দোয়া করবেন, আসি। একটা মিষ্টি হাসি দিয়ে চলে গেলো। 

আজ সকালে একটু দেরি করে দোকান খুললাম। শরীরটা তেমন ভালো না। দোকান খুলে মাত্র বসেছি হঠাৎ করে সেই মেয়েটা এসে বললো,

'আপনার জন্য প্রায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি ভাইয়া। এতো দেরি করে কেউ দোকান খুলে?'

'আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, 

'আসলে, শরীরটা একটু খারাপ তাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। সরি, আপনাকে অপেক্ষা করতে হয়েছে আমার জন্য।'

'না না, সমস্যা নেই ভাইয়া। আপনি নিজের শরীরের যত্ন নিবেন, আর আমাকে একটা হেল্প করুন ভাইয়া।

'জি বলুন, চেষ্টা করবো ইনশাআল্লাহ।'

'আসলে, আম্মুর শরীরটা ভালো নেই তাই আজ হাফটাইমের জন্য কাজে যেতে পারিনি। আমার কাছে টাকাও নেই। আপনি যদি একটু এই ওষুধগুলো দিতেন ভালো হতো। আমি দুপুরের পরে দোকানে যাবো রাতে ফিরে আপনাকে টাকা দিবো আসলে, আম্মুর শরীরটা ভালো নেই তাই আজ হাফটাইমের জন্য কাজে যেতে পারিনি। আমার কাছে টাকাও নেই। আপনি যদি একটু এই ওষুধগুলো দিতেন ভালো হতো। আমি দুপুরের পরে দোকানে যাবো রাতে ফিরে আপনাকে টাকা দিয়ে দেবো।'

'সমস্যা নেই, আপনি পরে দিলেও চলবে। কী ঔষধ দেবো বলুন?'

'এই যে প্রেসক্রিপশন, এখানে লেখা আছে।'

তারপর তাকে কিছু ঔষধ দিয়ে দিলাম। সে একটা ধন্যবাদ দিয়ে চলে গেলো। আমিও ব্যাস্ত হয়ে গেলাম দোকানে।

রাতের প্রায় এগারোটার মতো বাজে। কিছু লোক আসলো আমার দোকানে। তারা আমাকে জিজ্ঞেস বললো, 'ভাই আপনি তো ডক্টর! তাহলে আপনিই বুঝবেন।'

 'কী হয়েছে?' 

'জানি না। সামনে একটা অল্প বয়সি মেয়ে পরে আছে। শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। তবে মনে হচ্ছে ধ'র্ষ'ণ মামলা ভাই। মেয়েটার অবস্থা খারাপ ভাই। বাঁচবে কিনা আল্লাহ জানে! আপনি একটু আসেন আমাদের সাথে।'

আমি কোনো মতে দোকানের সাটার নামিয়ে তাড়াতাড়ি করে তাদের সাথে গেলাম। একটু সামনে গিয়েই দেখলাম চার পাঁচজন মানুষ একসাথে জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে সরিয়ে ভিতরে ঢুকে দেখলাম সেই মেয়েটা পরে আছে। শরীরের বিভিন্ন অংশে খামছির দাগ। তার শরীরের জামা কাপড়গুলোও ঠিক নেই। একজন বয়স্ক ব্যক্তি একটা গামছা দিলো। সেটা দিয়ে তাকে ভালো ভাবে ঢেকে দিয়ে জিজ্ঞেস করলাম, 

'এই অবস্থা কে করলো?

সবসময়ের মতো মুখে মিষ্টি একটা হাসি দিয়ে খুব কষ্টে বললো, এ...এ...এখান দিয়েই আসছিলাম তারপর... তারপর... বাদ দেন ভাইয়া। জা...জানেন আমি খুব টেনশনে ছিলাম আপনার টাকাগুলো দিতে পারবো কিনা এজন্য। এই যে আপনার টাকা। 

তারপর রক্তাক্ত হাতে কিছু টাকা বের করে আমার সামনে ধরলো। টাকাগুলোও তার হাতের র'ক্তে লাল হয়ে গেল। সে আবারও বলতে লাগলো, ভাইয়া আমি ছাড়া আমার আম্মুর এই দুনিয়ায় কেউ নেই। আ...আ...আপ... এই কথা বলেই চুপ হয়ে গেল। আর কোনো কথা বলতে পারলো না। আমি নাড়ী চেক করে দেখলাম সে আর নেই। এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। সবকিছু এতো তাড়াতাড়ি ঘটে গেল যে, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো চান্সই পেলাম না।

তাড়াহুড়ো করে একটা ফুলের মতো প্রাণ চলে গেল এই দুনিয়া থেকে। কিছু জঘন্য পশুদের কারণে একটা ফুল ঝরে গেল এই দুনিয়া নামক বাগান থেকে। আরো একজন বোন ধ'র্ষ'ণে'র শিকার হয়ে কোনো বিচার না পেয়েই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। আরো একজন মায়ের বুক খালি করে দিলো কিছু মানুষ নামক নিকৃষ্ট জীব। এভাবে আর কতো দিন?

লেখক : বি.এম আকাশ

রংপুরে সাফল্য সাহিত্য সংস্কৃতিক সংগঠনের বার্ষিক কবি-লেখক মিলনমেলা ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, October 28, 2023 | 10/28/2023 11:53:00 PM

রংপুর থেকে বিশেষ প্রতিনিধি:সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক কবি-লেখক মিলনমেলা ও পাঠক সমাবেশ রংপুর/২৩ গতকাল অনুষ্ঠিত। গতকাল ২৭ অক্টোবর শুক্রবার উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এ সমাবেশ ও কবি -লেখক মিলন মেলা অনুষ্ঠিত হয়। সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর বার্ষিক এই কবি-লেখক, পাঠক মিলনমেলার প্রথম পর্বের প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার বিশিষ্ট লেখক মোঃ আবু বকর সিদ্দীক ও দ্বিতীয় পর্বের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুর এর আঞ্চলিক পরিচালক ড. হারুন অর রশিদ। দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটি আব্দুল মান্নান। 
দুই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক ও বাচিক শিল্পী সাবেক সচিব শওকত আলী, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর উপদেষ্টা অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, লেখক ও গল্পকার সড়ক বিভাগ রংপুর এর নির্বাহী প্রকৌশলী সাজিদ রহমান, কবি-লেখক সংগঠক ও সাংবাদিক বদরুদ্দোজা বুলু, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর নির্বাহী সভাপতি কবি শরীফ আহমাদ, বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক কবি-লেখক নাজিরা পারভীন, কবি খেয়ালী মোস্তফা,সৈকত আইটি এন্ড মিডিয়া পয়েন্ট নাটোরের চেয়ারম্যান বিশিষ্ট লেখক কবি জুনায়েদ আহমেদ সৈকত, কবি-লেখক কণ্ঠশিল্পী আহসানুল হাবীব মন্ডল, ঘোড়াঘাট সাহিত্য প্রেমি লেখক পরিষদের সভাপতি কবি আব্দুল হাদী, কবি-লেখক এটিএম মোর্শেদ, কবি-লেখক ওয়াসিম আহমেদ শান্ত, কবি-লেখক শিক্ষানুরাগী অতুল চন্দ্র সাহা, কবি-লেখক ডাঃ ইকবাল হোসেন, কবি লেখক ও সাফল্যের বর্ষসেরা সংগঠক ধ্রুবক রাজ । দুই পর্বে সভাপতিত্ব করবেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি কবি লেখক সংগঠক ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী। স্বাগত বক্তব্য রাখবেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক লেখক ও সংগঠক আবু নাসের সিদ্দিক তুহিন। এবছর নিবেদিত কাজের স্বীকৃতি স্বরুপ আট জেলার গুণী মানুষ সাহিত্য, সাংবাদিকতা, সমাজ সেবা, জেলার সেরা সংগঠক, উদীয়মান তরুণ লেখকসহ মোট ১২ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও সাফল্য পরিবারের বর্ষসেরা সংগঠকের সম্মাননা পেলেন কবি-লেখক, গীতীকার সুরকার সঙ্গীতশিল্পী আহসানুল হাবিব মন্ডল, কবি -লেখক সংগঠক ধ্রুবক রাজ। কবি-লেখক, পাঠক মিলনমেলায় সাফল্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটি আব্দুল মান্নান। 
অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে আগত দুই শতাধিক লেখক পাঠকদের নিয়ে এ মিলনমেলা বসেছিলো। কবিতা পাঠ, সঙ্গিত, কৌতুক, আড্ডা,মোড়ক উন্মোচন, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিক তুহিন। কবিতা পাঠ করেন কবি জুনায়েদ আহমেদ সৈকত,কবি ওয়াসিম আহমেদ শান্ত, কবি মহসিনা খাতুন, কবি ইয়ামিন বসুনিয়া, কবি ডাঃ ইকবাল হোসেন,কবি অতুল চন্দ্র সাহা, কবি ফজলে এলাহী,কবি ধ্রুবক রাজ, কবি সুফিয়া মন্ডল, কবি মন্জুয়ারা লাকী, কবি আব্দুল হাদী, কবি খেয়ালী মোস্তফা, কবি মুক্তা বকুল , কবি এটিএম মোর্শেদ,কবি ধ্রুবক রাজ,কবি নাহিদা ইয়াসমিন,কবি মনিরা পারভীন পপি, কবি শরীফ আহমাদ, কবি মনিরা সিরাজ সাথী, কবি নাজিরা জাহান, কবি আমিরুল ইসলাম কবির, কবি মাসুদ রাণা,কবি আব্দুল লতিফ, কবি বদরুদ্দোজা বুলু, কবি সাহেদ ফারসি,কবি ফরিদুল ইসলাম, কবি আব্দুর রাজ্জাক,কবি আক্তারুজ্জামান সুলতান, কবি আহসান হাবিব রবু কবি মুসাফা আক্তার বানু,,কবি আহসানুল হাবীব মন্ডল, কবি অহিদুল ইসলাম, কবি এসএম শহীদুল ইসলাম, ছড়াকার মতিয়ার রহমান, কবি আতাউর রহমান লিটন, কবি ফিরোজ কবির প্রমুখ। 
প্রধান অতিথিদ্বয় তাদের বক্তব্যে বলেন সাহিত্য সংগঠন গুলোর মধ্যে অনন্য ভুমিকা রেখে চলেছে রংপুরে প্রতিষ্ঠিত সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ তারা প্রতিবছর দুটি করে বিশেষ আয়োজন ও নিয়মিত সাহিত্য আসর চালিয়ে সকলের দৃষ্টি কেড়েছে। 
সাফল্য প্রকাশনী থেকে প্রকাশীত বইগুলো এবং সাফল্য ম্যাগাজিন সমাজ প্রগতিতে নিশ্চয়ই প্রভাব ফেলবে। নতুন নতুন সাহিত্য সেবী সৃষ্টিতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ উল্লেখযোগ্য ভুমিকা রেখে চলেছে রংপুর বিভাগ সহ দেশের সব অঞ্চলে সকলেই সাফল্য সাহিত্য পরিবারের সাফল্য কামনা করেন।

ভূতের ক্রিকেট বিশ্বকাপ

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, October 13, 2023 | 10/13/2023 02:37:00 AM








 

 ভূতের ক্রিকেট বিশ্বকাপ

|| শেখ সোহেল রেজা ||
 

আজ থেকে শুরু হলো

ভূতের ক্রিকেট বিশ্বকাপ,
কেমন করে খেলছে ভূত
ওরে বাবরে বাপ 
 
হাজার ভূত বসে আছে
দেখো গ্যালারীতে,
হামদু ভূতে ছক্কা মেরে
গেলো ভাইরে জিতে 
 
ভূতের রাজা জোর করে
হাতে নিলো কাপ,
হাজার বছর ঘুরে এলো
ভূতের ক্রিকেট বিশ্বকাপ

শান্ত্ব এবং স্বার্থপর

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, September 3, 2023 | 9/03/2023 11:36:00 PM




















শান্ত্ব এবং স্বার্থপর 
__________/এ আর আলম 

সিগারেটের যুনিতে আগুন দিলেই
 জিহ্বাটা কেমন লক লক করে-
পারে তো দুনিয়াটা চুষে খায়!
এই মাধবী সন্ধ্যায় আকাশে চাঁদ নেই;
কোথাও দেখা যাচ্ছেনা কোন মানব;
 চারপাশ ঝিম মেরে আছে,
লেকের জলে বইছে হালকা স্রোত! 
আমি দেখছি সুহাসিনী'র চোখে মহা-কালের শীত।
কেমন কাঁপছি এরকম ভ্যাপসা গরমেও-
গাছগুলোতে নেই কোন সাড়া-শব্দ;
সাদা ধূয়া এই কালো প্রকৃতি গিলে নিচ্ছে!
ধড়ফড় করছে হৃদপিন্ডটা, আজ কি কিছু হতে চলেছে?
আনমনে তাকিয়ে আধারির গাঁয়!
ইশ্ এক টুকরো প্রেম যদি কেউ ছুড়ে দিতো-
আমি পুণরায় জন্ম নিতাম ফুলের রূপে, আগুন হয়ে।
এই'তো বরুনা'র ফোনের সংকেত পাচ্ছি;
ওর সাথে দেড় যুগ আগে খুব আবেগ ছিলো,
হঠাৎ বদলে গেলো সব, বরুনাও;
বল্ল, আমার মত কবি'কে বিয়ে করলে-
জীবন সবুজ ঘাসের মত শুকিয়ে খয়েরী হয়ে যাবে!
মূলতঃ কারো প্রেমে মজেছিলো এটা'তো জানতামই;
তারপর কত বছর যোগাযোগের দুরত্বে রয়ে গেলাম;
এই'তো সেদিন হঠাৎ ফোন করে জানালো
জীবনটা খয়েরী হয়ে গেছে, মরে যেতে চায়!
 খুব মায়া দেখিয়ে জীবনটাকে বুঝিয়ে দিয়েছিলাম,
 তারপর প্রায়ই ফোন করে, একদিন বল্লাম- চুমু দাও!
দিয়ে দিলো; আহারে সতীত্ব! আফসোস্-
সিগারেটের যুনিতে শেষবার ঠোঁট লাগিয়ে-
লম্বা একটা টান দিয়ে ওটাকে ছুড়ে ফেলে দিলাম- 
যৌনতা এমনই, মোহ মায়া সব বিলিন হয়ে যায়-
আঠালো ঘামে ক্লান্তি নেমে আসে যখন;
 স্বভাবতই এটা পুরুষজাতির ঐতিহ্য! নারী' যখন- 
খুব ভালোবাসা চায়, তখন সে চেয়ে দেখে-
মানুষটা চোখ বুঝে আছে আর ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে-
 প্রেম টেমের প্রতি তার কোন ঘোর নেই এখন-
এখন সে শান্ত্ব এবং স্বার্থপর এক মানুষ।

দৈনিক মানব বার্তা পত্রিকার কবিদের মিলন মেলা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, August 18, 2023 | 8/18/2023 11:44:00 PM

ডেস্ক রিপোর্ট: দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক মানব বার্তা পত্রিকার ২০তম বর্ষপুর্তী ও ২১তম বর্ষে পদার্পন উপলক্ষে কবিতার আসরের কবিগণের মিলন মেলা/২৩ গতকাল বৃহষ্পতিবার বেলা ১১টায় পত্রিকিাটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকাটির বার্তা সম্পাদক অধ্যাপক ফয়েজুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী জেলার নীলফামারী সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা ও সাথী পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সেলিনা সাথী, পত্রিকাটির সহকারী বার্তা সম্পাদক বদরুদ্দোজা বুলু, কবি অধ্যাপিকা রওশন জাহান, কবি সহকারি শিক্ষিকা লায়লা আরজুমান সুইটি, কবি মোশাহেদুল হক মিলন। 
পত্রিকাটির সহকারী বার্তা সম্পাদক বদরুদ্দোজা বুলু বলেন, বাংলাদেশের মধ্যে এটাই প্রথম বা একমাত্র পত্রিকা যে পত্রিকায় সাহিত্য পাতায় কবিগণের ছবিসহ বিগত ৬ বছর ধরে কবিতার আসর নামে সাহিত্য পাতা অব্যাহত রয়েছে। আগামীতেও এ প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরে কবিদের উত্তরীয়, সনদপত্র, ডাইরী,কলম গেঞ্জী, ক্যাপ ও ক্রেষ্ট প্রদান করেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক।

বন্ধু আমার

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, June 22, 2023 | 6/22/2023 11:43:00 PM






 
 
 

বন্ধু আমার 

সাহানুকা হাসান শিখা
 (আমার প্রিয় বন্ধু, অনিন্দ্যা সিকোয়েরা কে উৎসর্গ করলাম। তাকে নিয়েই আমার এই ক্ষুদ্র লেখাটি। সে একজন বিশিষ্ট বাচিক শিল্পী, তার অসাধারণ কণ্ঠ এবং বাচনভঙ্গি। সে ভারতের মুম্বাই শহরে বসবাস করছে। )


 বন্ধু আমার প্রিয় সারথী,
 নিও ভালোবাসা প্রীতি। 
 তোমার উপদেশ অর্ঘ্য আমার
হবে যে যথারীতি। 
তুমি চেয়েছো দেখতে আমাকে
নতুন রূপ লাবন্যে,
তাজা ধূপের গন্ধে ভরা
আলোকিত বর্ণে। 
আশির্বাদ করো হে বন্ধু
পাই যেন আমি মুক্তি। 
কতবার ভাবি,কতো করে খুঁজি,
পাই না কোন যুক্তি। 
যদিও তুমি অনেক দূরে
করছো বসবাস। 
হৃদয় মাঝে হৃদয় বিছিয়ে
 নিচ্ছো যে নিঃশ্বাস। 
ইথার ঢেউয়ে আসছে ভেসে,
তোমার কথার সূর। 
আমার প্রাণে বাজছে বীণা
আসলো নতুন ভোর। 
বন্ধু তুমি ছায়ার মতো 
থাকো আমার পাশে। 
 মাঠের বুকে সবুজ ঘাসে,
শেফালী যেমন হাসে।