Showing posts with label সাহিত্য. Show all posts
Showing posts with label সাহিত্য. Show all posts

পদচিহ্নের দাগ

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, May 30, 2023 | 5/30/2023 12:39:00 AM





















পদচিহ্নের দাগ 
 ॥ শেখ সোহেল রেজা ॥ 

 এখনো তোমার পদচিহ্নের দাগ
লেগে আছে বুকের জমিনে,
একবার এসে দেখে যাও
তুমি সরজমিনে।

 অন্তর ভিটায় তুমি কতো
করিতে বিচরণ,
পদচিহ্নের দাগ থাকবে না আর
হয় যদি মরণ।

 তোমার বদলে যাওয়ায়
আমি হয়েছি হতবাক,
এখনো আমার বুকের জমিনে
লেগে আছে তোমার পদচিহ্নের দাগ।

যুক্তরাজ্য প্রবাসী কবি লুৎফুর রহমান চৌধুরীকে সম্মাননা প্রদান

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, May 25, 2023 | 5/25/2023 12:31:00 AM

বিশেষ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর কর্তৃপক্ষ ১৯মে/২৩ রোজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় পৌরসভার সভাকক্ষে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী কর্তৃক যুক্তরাজ্য গমন উপলক্ষে নবীগঞ্জের কবি মহল এক হৃদ্ধিক সভার আয়োজন করা হয়। সভায় যুক্তরাজ্য অবস্থানরত বাংলাদেশী নাগরিক বিশিষ্ট কবি লুৎফুর রহমান চৌধুরী রাকিবকে সম্মাননা প্রদান করা হয়। 
কবি বলেন ভালোবেসে বুকে টেনে নিয়ে সুবাসিত গোলাপ মেয়র ছাবির আহমদ সহ নবীগঞ্জের কবি মহল এক পবিত্র বন্ধনে আবব্দ করে গেঁথে তৈরী করেছেন সুন্দর একটি মালা। সেই মালার অনেক ভারী। সেই মালার যতাযত মূল্যায়ন দিতে পারলেই নিজের জীবন সার্থক মনে করবো। সবাই দোয়া করবেন আপনাদের ভালোবাসা বাক্সটি যেন হৃদয়ের গভীরে যতন করে রাখতে পারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আফতাব আল মাহমুদ, গীতিকার আলী আমজাদ মিলন ও নবীগঞ্জ ইসলামী সাহিত্য পরিষদের সভাপতি কাজী এম হাসান আলী। এতে স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আশীষ কুমার বিশ্বাস, বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বণিক, আনন্দ নিকেতনের সাবেক সভাপতি প্রণব চন্দ্র দেব, কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, মোঃ আবুল কালাম মিঠু প্রমুখ। 
কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী'র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নহরপুর শাহজালাল মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম ইউসুফ এবং পবিত্র গীতাপাঠ করেন কবি নয়ন দাশ। স্বরচিত কবিতা পাঠ করেন গীতিকবি গোপাল রায়, কবি মোহাম্মদ আলী বাহার, ইব্রাহীম ইউসুফ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কবি এম এ ওয়াহিদ লাভলু, মাওঃ ফয়সাল তালুকদার, ওয়াহিদুজ্জামান জুয়েল, মো. সাহেদুর রহমান, পৌর আইডিয়াল স্কুলের শিক্ষক রতন কিশোর রায়, সুকান্ত দাশ ও হিরক রায়, প্রমতেশ কুমার দেব, মাওঃ আবুল হোসাইন, মোঃআশরাফুল ইসলাম বাবলু, মনোয়ার হোসেন আবদাল, জি. আর. এম জাহাঙ্গীর শাহ, আবু মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে বিশিষ্ট কবি লুৎফুর রহমান চৌধুরী রাকিব এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন নবীগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এসময় কবি আবেগে আল্পুত হয়ে অশ্রুসজল চোখে বিশিষ্ট কবি লুৎফুর রহমান চৌধুরী রাকিব পৌরসভার স্বনামধন্য মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী সহ নবীগঞ্জের কবি মহল আমাকে এক পবিত্র ভালোবাসা দিয়ে সম্মানিত করায় আমি পৌর কর্তৃপক্ষ কবি মহল সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, যুক্তরাজ্য অবস্থানরত বাংলাদেশী নাগরিক বিশিষ্ট কবি লুৎফুর রহমান চৌধুরী রাকিব দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক মানব বার্তা পত্রিকার কবতিার আসরে একজন নিয়মিত লেখক।

মাগো তুমি

চিলাহাটি ওয়েব ডটকম : Saturday, May 20, 2023 | 5/20/2023 07:03:00 PM











ফজিলা খাতুন 
 অদৃশ্য তোমার ভালোবাসা
 মিটায় আমার ক্ষুধা তৃষ্ণা।
শুনলে তোমার মধুর কথা
 জাগে বাঁচার নতুন আশা।
 তুমি তো সেই মহীয়সী
 সকল সুখের সুখ প্রেয়সী।
মিষ্টি তোমার কড়া শাসন
যোগায় আমার শক্তি সাহস।
 চলতে গিয়ে পাইনা ভয়
 করো দোয়া প্রাণময়।
মাগো তোমার কাছে নেই কিছু পাওয়া
তুমি সকল সুখের ছায়া।
তোমার মত নেই দরদী
দেখলেই বুঝো দুঃখ সবই। 
মাগো তুমি গর্ভ ধারিনী
 হয়েছ তাই জগত জননী।
মাগো তুমি নও স্বার্থপর
করেছো সেবা জীবনভর
 বিলিয়ে দিয়েছ প্রাণ তোমার 
 ধন্য হয়েছে জীবন আমার।

আলোকের মেলায় রবীন্দ্রনাথ

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, May 12, 2023 | 5/12/2023 11:02:00 PM


 

 

 

 

 
 
 
 ।। ফজিলা খাতুন ।।
আলোকের মেলায় রবীন্দ্রনাথ,
সুরসাগরের হৃদয়ে রবীন্দ্রনাথ।
অমৃতের মতন মধুর তুমি,
বিশ্বজনের প্রিয় তুমি।
কাব্যের মেঘে রবীন্দ্রনাথ,
চাঁদের জ্যোতি হতে রবীন্দ্রনাথ।
মর্মভেদী কবিতা লিখেছ তুমি,
মনে মনে মুগ্ধ করে রেখেছ তুমি।
স্বপ্নের ভুবনে ছড়িয়েছ তুমি,
সুরের সাগরে ডুবিয়েছ তুমি।
বিশ্বজনের মাঝে সুখী তুমি,
সর্বজনীন তুমি, নির্বিশেষ তুমি।

তুমি আমার একাকিত্ব

চিলাহাটি ওয়েব ডটকম : Tuesday, April 11, 2023 | 4/11/2023 03:20:00 AM







 
 
 
।। তাসনিম জাহান ।। 
তুমি তো বলতে
আমায় কখনো দুঃখ পেতে দিবে না।
তোমার মনে আছে?
কতশত গল্প করতে 
রোজ আমার সাথে।
তারপর,আস্তে আস্তে 
তোমার কথা ফুরিয়ে এলো!
চিরচেনা গল্প শোনার অভ্যাসের দাস বানিয়ে,
যখন তুমি হুট করে 
গল্প বলা কমিয়ে দিলে,
আবার আমি একা হয়ে যাই!
তারপর তাকিয়ে দেখি,
তুমি পাশে নেই।
তবে কি,তুমিই আমার একাকিত্ব?

আলোড়ন

চিলাহাটি ওয়েব ডটকম : Monday, March 27, 2023 | 3/27/2023 08:36:00 PM








  
   
 


 সাদিক সাকলায়েন 
আমি চুপ হলে

চুপ হয়ে যায় সমস্ত আকাশ, খোলা মাঠ

বালুবাহী নদীর স্রােত আপন মনে

টেনে নিয়ে আসে অতীতের আনজাম

অবসরের আলগা বৈঠক ছেড়ে

বেরিয়ে যাবার মতো

তোমার কণ্ঠ থেকে নিঃশব্দে ঝরে যায়

গভীর শিশির

তুমি চুপ হলে

চুপ হয়ে যায় কবির কল্লোল, কাব্যের কাঁপন

শব্দ ভিক্ষে চায় কাপে কাপে টোকা লাগা

কলাবতী বিকেলের কাছে

আমরা যদি নিশ্চুপ হয়ে যাই

নীরবতার পাঁজরে দপদপ করে ওঠে

বলতে না পারার ব্যথা

হাতজোড় ইশারায় জাগে করুণ মিনতি-

একদিন কুয়াশার পাশে বসে

নিবিড় কথপোকথনে উঠে আসবে

শীতল চিতল

পাড় ছুঁয়ে ছুঁয়ে

দ্রুত নেমে যাওয়া হাঁসের ঝাঁক

আলোড়ন তুলে দেবে জলের কিনারে।

 


অকৃত্রিম

চিলাহাটি ওয়েব ডটকম : Sunday, March 5, 2023 | 3/05/2023 10:41:00 AM

একতা একটি ছোট পাখি একটি সাদা গোলাপের প্রেমে পড়লো৷ পাখিটি রোজ গোলাপ টির কাছে আসতো এবং বিভিন্ন ভাব ভঙ্গিমায় তার মনের ভাব প্রকাশ করতো কিন্তু গোলাপটি সবকিছু বুঝেও না বুঝার ভান করতো৷
একদিন পাখিটি গোলাপটিকে বলেই ফেললো৷ কিন্তু গোলাপটি তার প্রস্—াব মেনে নিলোনা ৷ পাখিটি রোজ আসতো এবং বলতো৷ একদিন গোলাপটি পাখিটিকে বললো৷
যে দিন আমি সাদা রং থেকে লাল রঙে পরিনত হব সে দিনেই আমি তোমাকে ভালোবাসবো৷ পাখি টি জানতো সে কোন দিন সাদা রঙে পরিনত হবে না৷ তাই একদিন পাখির গোলাপটির কাছে আসলো এবং অনেক ¶ণ তাকিয়ে থাকলো৷ এবং পড়ে তার দুটি ডানা কেটে রক্ত ছিটিয়ে গোলাপটি তখন বুঝতে পারলো যে পাখিটি তাকে কতখানি ভালোবাসতো৷ কিন্তু তাতে অনেক দেরি হয়ে গেছে৷ ডানা কাটার ফলে পাখিটি মওে গেেতাই তোমাদের ভালোবাসাকে বুঝতে চেষ্ঠাকর এবং তাকে কথনো হারাতে দিও না ৷




 আবতাহী তানভীর পায়েল,
  রংপুর।