Type Here to Get Search Results !

বিজিবি ও ভারতীয় বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : বিজিবি ও ভারতীয় বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত। গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল সাড়ে ১১ ঘটিকা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ মোহনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩০৭/২৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত বালুপাড়া খোরশেদের ঘাট নামক স্থানে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আহ্বানে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে প্রতিপক্ষ ৫৭ ও ৭৯ ব্যাটালিয়ন বিএসএফ অংশগ্রহণ করে। সাক্ষাৎকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক প্রতিপক্ষ ব্যাটালিয়নসমূহের কমান্ড্যান্টদ্বয়কে ফুলের তোড়া প্রদান করে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন। সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ সীমান্তে শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলোচনায় সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার পরিহার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্তে পুশ-ইন বন্ধ করা এবং শূন্য লাইনে অননুমোদিত কার্যক্রম পরিহারের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সীমান্তের শূন্য লাইনে জমি লিজ বা বর্গা সংক্রান্ত জটিলতা নিরসন, শূন্য লাইনের ১৫০ গজের মধ্যে অবৈধ স্থাপনা, কাঁটাতারের বেড়া ও সিসি ক্যামেরা বা সার্চলাইট স্থাপন থেকে বিরত থাকা এবং বিদ্যমান সড়ক মেরামত বা সংস্কারের ক্ষেত্রে উভয় ব্যাটালিয়ন কমান্ডারের মধ্যে পত্রালাপের মাধ্যমে পূর্বানুমতি গ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। উভয় বাহিনী মাদকদ্রব্য পাচার, চোরাচালান এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণের পাশাপাশি জরুরি প্রয়োজনে কোম্পানি ও বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ জোরদারের লক্ষ্যে হোয়াটসঅ্যাপ নম্বর বিনিময়ের সিদ্ধান্ত গ্রহণ করে। বর্ণিত সাক্ষাতে ভারত-বাংলাদেশ যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫-এর নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বিজিবি ও বিএসএফ একযোগে কাজ করার বিষয়ে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাতের সমাপ্তি ঘোষণা করা হয়। উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক বিএ-৫৮২৩ লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসিসহ মোট ১৮ জন এবং প্রতিপক্ষ ৫৭ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট অজিত মোহন ও ৭৯ ব্যাটালিয়ন বিএসএফএর কমান্ড্যান্ট কংইয়াংবা থিংবাইজাম-সহ সর্বমোট ২০ জন উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies