Type Here to Get Search Results !

মহান বিজয় দিবস উপলক্ষে ফুলবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডে খেলাধুলার আয়োজন

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডের বারোকোনা, স্টেশন পাড়া স্তাব নগরের শিশু কিশোর নারী, পুরুষ সহ স্থানীয়দের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয়। দিনভর খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন ডেভিট। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ-শহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো:আবদুর রহমান, শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ মাসুদ রানা। শিবনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আকাশ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বেলাল উদ্দিন ডেভিট বলেন মহান বিজয় দিবসকে সামনে রেখে আজকের এই মনোমুগ্ধ কর খেলাধুলার আয়োজন সমাজের শিশু-কিশোরদের মেধাবিকাশে ভূমিকা রাখবে। তিনি আরো বলেন সমাজের মানুষের কাজে নিজেকে বিলিয়ে দিতে পারলে আমার জীবন সফল বলে মনে করব। যতদিন বেঁচে আছি মানুষের সেবায় কাজ করতে চাই।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies