আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে মহান বিজয় উপলক্ষে খেলাধুলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত। গতকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী খালাশীপাড়া গ্রামে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠে দৌড় প্রতিযোগিতা সহ নানা খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ বেলাল আহম্মেদ ডেভিট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুর রহমান ও সাবেক ছাত্রনেতা মোঃ মাসুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে তরুণ সমাজকে খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন, মোঃ শহিদুল ইসলাম। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক মাইটিভি ফুলবাড়ী প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু উপস্থিত ছিলেন।
