Type Here to Get Search Results !

খানসামায় মহান বিজয় দিবস উদযাপিত

এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : বর্ণিল আয়োজনে দিনাজপুরের খানসামা উপজেলায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে খানসামা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি, খানসামা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদার, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies