আজম রেহমান, ঠাকুরগাঁও : ২০১১ সালে প্রতিষ্ঠিত আল-হাসানা ইসলামিক স্কুল নানা চড়াই উৎরাই পেরিয়ে এখন ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পন করেছে। এ উপলক্ষে স্কুল ও কলেজের চতুর্থ ক্যাম্পাসের শুভ উদ্বোধন ও বিভিন্ন কর্মসুচী সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানের নতুন ক্যাম্পাস জগথা’র মাঠে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মো: জাহিদুর রহমান জাহিদ। প্রতিষ্ঠান পরিচালক ইত্তেশাম-উল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উদ্বোধক জাহিদুর রহমান জাহিদ, গেষ্ট অব অনার প্রতিষ্ঠাকালীন(৮ অক্টোবর২০১১) সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, প্রতিষ্ঠানের অধ্যক্ষ রাশেদুল ইসলাম, সহকারী প্রধান মো: বেলাল হোসেন,একাডেমিক ইনচার্জ মো; মনোযার হোসেন ও পরিচালক ইত্তেশাম-উল হক প্রমুখ। পরে স্কুলের শিক্ষার্থীদের সাইকেলিং প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন পরিচালক ও অধ্যক্ষ। এছাড়া বিকল ৪ টায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে স্কুলের ২ সহশ্রাধিক শিক্ষার্থী, তাদের অভিভাবক, সাংবাদিক, গন্যমান্য ব্যাক্তি সহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।