Type Here to Get Search Results !

বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বিরামপুরে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ নাজিয়া নওরীন এবং সঞ্চালনা করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী প্রোগ্রামার পাপিয়া নাসরিন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান। আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা, শিক্ষা ও সমান অধিকারের বিষয়ে পরিবার থেকেই সচেতনতা গড়ে তোলা জরুরি। সমাজে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি না হলে কন্যাশিশুর ক্ষমতায়ন সম্ভব নয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। এ উপলক্ষে সচেতন মহল মতামত জানিয়ে বলেন, ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে কন্যাশিশু দিবস উদযাপন করা হলে সচেতনতা আরও বৃদ্ধি পাবে। তাদের প্রত্যাশা একদিন হয়তো সমাজ এমনভাবে সচেতন হবে, যখন আলাদা করে আর ‘কন্যাশিশু দিবস’ পালন করার প্রয়োজনই থাকবে না।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies