আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর প্রেসক্লাব চত্বরে দৈনিক সকালের সময়ের দিনাজপুর প্রতিনিধি ও দিনাজপুর প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক প্রবীণ সাংবাদিক মাসুদ রেজা হাই এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর সোয়া বারোটার দিকে এই জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন পাহাড়পুর জামে মসজিদের ইমাম মোঃ খাদেমুল ইসলাম।
এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকশি বাচ্চু, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। সঞ্চালনায় ছিলেন দৈনিক করতোয়া প্রতিনিধি ও দিনাজপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহরিয়ার শহীদ মোহাম্মদ হিরু।
মরহুমের জানাযায় অংশ নেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
উল্লেখ্য যে, প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে প্রথমে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ৭ অক্টোবর দিনাজপুরে প্রত্যাবর্তন করে দিনাজপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর রাত আনুমানিক ১২.১৫ মিনিটে দিকে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
দৈনিক সকালের সময়ে ছাড়াও মুক্তি বাণী, খবরপত্র সহ বিভিন্ন পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি দুই পুত্র স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার এই মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন দিনাজপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন।