পীরগঞ্জে ইএসডিও’র কর্মশালা

চিলাহাটি ওয়েব ডটকম : Friday, March 24, 2023 | 3/24/2023 03:30:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে বৃহস্পতিবার স্থানীয় সংস্থা ইএসডিও কর্মশালা করেছে।
‘‘শিশুশ্রম সংক্রান্ত তথ্য ও শেয়ার ও সচেতনতা তৈরী মূলক উপকরণ উপস্থাপন বিষয়ক কর্মশালা’’র আয়োজন করা হয়। সিএলএমএস প্রকল্প এলাকায় শিশুশ্রম নিরসণে কাজ করছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সহযোগিতায় এলাকায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট  শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রাণী রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা ইয়াছমিন, ইএসডিও’র কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আদিবাসি, সুফলভোগী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চিলাহাটির রেনু হত্যার আসামি ৮৪ দিন পর গ্রেফতার

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুরী ইউনিয়নের কারেঙ্গাতলী গ্রামের খয়রুল ইসলামের মেয়ে রেনু আক্তারকে তার স্বামী গোলাম মোস্তফা বুলু জবাই করে হত্যা করে।
দীর্ঘদিন অতিবাহিত হলেও আসামিকে ধরতে পারেনি পুলিশ। এরই প্রেক্ষিতে গত বছরের ২৮ ডিসেম্বর রেনুর পিতা খয়রুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এবং গত ৭ ফেব্রুয়ারি রেনুর পিতা খয়রুল ইসলামসহ এলাকাবাসী চিলাহাটি সরকারি কলেজের সামনে একটি মানববন্ধন করে।
বিভিন্ন সামাজিক মাধ্যম এবং পত্র-পত্রিকায় প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে। শুরু হয় বুলুকে খোঁজার চিরুনি অভিযান।
অবশেষে ডোমার সার্কেল সহকারি পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স দীর্ঘদিন আত্মগোপনে থাকা রেনুর পলাতক স্বামী গোলাম মোস্তফা বুলুকে মার্চ মাসের ২১ তারিখ রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা থেকে গ্রেপ্তার করেন।

চিলাহাটিতে আধুনিক পদ্ধতিতে ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ

চিলাহাটি ওয়েব ডটকম : Thursday, March 23, 2023 | 3/23/2023 01:18:00 PM


চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে ধান চাষে আধুনিক কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পল্লী কর্ম-সহয়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সেলফ হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগাম (শার্প) এর আয়োজনে গত বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন- সেলফ হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগাম (শার্প) চিলাহাটি শাখা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক শাহ, শার্প এর কৃষিবিদ মেহবুবউল সহিদ, নাসিক প্লান্ট এন্ড পট লিমিটেডের পরিচালক কৃষিবিদ আতিকুর রহমান, অনলাইন নিউজ পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম এর সম্পাদক আপেল বসুনীয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সুধী মহল উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেলফ হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগাম (শার্প) চিলাহাটি শাখার সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক রায়।

পীরগঞ্জে ১৫৫ জন পেল রঙ্গিন পাকা বাড়ি

চিলাহাটি ওয়েব ডটকম : Wednesday, March 22, 2023 | 3/22/2023 10:40:00 PM

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা প্রশাসন ১৫৫ জন ব্যক্তির মাঝে রঙ্গিন পাকা বাড়ির চাবি হস্তান্তর করেছে। প্রধানমন্ত্রী ও উন্নয়নের জাদুকর শেখ হাসিনা কর্তৃক বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীনদের ঘর হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করার পর পীরগঞ্জ উপজেলা প্রশাসন ১৫৫ জন ব্যক্তিকে রঙ্গিন পাকা বাড়ির চাবি হস্তান্তর করেন। ৪র্থ পর্যায়ের এ উপজেলায় ৩৫৩ টি রঙ্গিন পাকা বাড়ির কাজ চলমান রয়েছে। এসব বাড়ির মধ্যে ১৫৫ জনকে চাবি হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ঘরের কাজ চলমান রয়েছে।
হস্তান্তরের সময় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুবিধাভোগী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির জানান, ১৫৫ টি ঘরের আরো অধিকতর তদন্ত করা হবে। এদের মধ্যে কারো জমি অথবা বসতবাড়ি থাকলে তাদের বরাদ্দ বাতিল করা হবে। ওইদিন বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল আলিম, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান ও সরকারি উদ্ধর্তন কর্মকর্তারা পীরগঞ্জে প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্প পরিদর্শন করেছেন।

চিলাহাটিতে দিবাকালীন ট্রেনের দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা


শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রী অফিস কর্তৃপক্ষ বুধবার নকল নবিশদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। তাদের কর্ম দক্ষতা বৃদ্ধি করা, জনগণকে হয়রানি মুক্ত সেবা প্রদান করা ও সাব-রেজিষ্ট্রী অফিসের সুনাম অক্ষুণ রাখার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
ঠাকুরগাঁও জেলা রেজিষ্ট্রার ও কৃষিবিদ মোঃ নূর নেওয়াজ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করা সহ নকল নবিশদের প্রশিক্ষণ দেন। সেই সাথে পীরগঞ্জ সাব-রেজিষ্ট্রার মোঃ আব্দুর রশিদ রিসোর্স পার্সন হিসেবে নকল নবিশদের প্রশিক্ষন দেন। ওই সময় দলিল লেখক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, কোষাধ্যক্ষ মোঃ ইউসুফ আলী, অফিস স্টাফ মোঃ ভুট্টু, আশরাফুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পীরগঞ্জে মহিলা পকেটমার গ্রেফতার

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ থানা পুলিশ জগথা রেল স্টেশন এলাকা থেকে এক মহিলা পকেটমারকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের মমতাজ আলীর কন্যা মমিনা আক্তার ওই এলাকায় পকেটমারি করার জন্যে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার এস.আই মুকুল সেন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। তাকে গ্রেফতার করে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।