অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুল কাদের, ফিউচার প্রি-ক্যাডেট একাডেমীর প্রিন্সিপাল রকিব হোসেন রন, চিলাহাটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জুয়েল বসুনীয়া,বোদা প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং উত্তরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিলাহাটি ওয়েবের সহকারী বার্তা সম্পাদক বদরুদ্দোজা বুলু, ভোগডাবুড়ী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক এ.কে. এম. শাহাদৎ হোসেনসহ গণমাধ্যম, জনপ্রতিনিধি ও সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কর্মরত সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট, শ্রেষ্ঠ সাংবাদিক সম্মাননা,চিলাহাটি সিনিয়র সাংবাদিক সম্মাননা, গুণীজন সম্মাননা এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা, চিলাহাটির উন্নয়ন সম্ভাবনা সোশ্যাল মাধ্যমে তুলে ধরায় ক্রিয়েটর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা বলেন, চিলাহাটি ওয়েব ডটকম প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছে। ভবিষ্যতেও এই অনলাইন পত্রিকা স্বাধীন সাংবাদিকতা ও জনস্বার্থে কাজ করে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিলাহাটি ওয়েব ডটকমের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

