Type Here to Get Search Results !

হাদির হত্যার প্রতিবাদে খানসামায় বিক্ষোভ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল পাকেরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী অপরাধ। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি অবিলম্বে ইন্ধনদাতা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies