Type Here to Get Search Results !

দিনাজপুরে হাসপাতালের বেডে ফেলে গেল নবজাতক কন্যা

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের পঞ্চম তলায় বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটে। বেডের ওপর এক নবজাতক কন্যাশিশুকে রেখে উধাও হয়ে যায় তার স্বজনেরা। শিশুটির পাশে একটি বাজারের ব্যাগে ছিল ওষুধ, জামাকাপড়, ডায়াপার আর একটি চিরকুট— যেখানে লেখা ছিল, “আমি মুসলিম। আমি একজন হতভাগী। পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার)। এগুলো বাচ্চার ওষুধ। হাসপাতালের রেকর্ড অনুযায়ী, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শিশুটিকে ভর্তি করা হয়। ভর্তি খাতায় ঠিকানা হিসেবে লেখা হয়— ‘ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী।’ শুক্রবার দুপুরে বিষয়টি হাসপাতালের অন্যান্য রোগী ও দর্শনার্থীদের মধ্যে জানাজানি হলে, শিশুটিকে দত্তক নিতে আগ্রহী অনেকেই হাসপাতালে ছুটে আসেন। তবে শিশুটিকে আপাতত হাসপাতালের পেডিয়াট্রিক ওয়ার্ডে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে। ইন্টার্ন চিকিৎসক ডা. গোলাম আহাদ জানান, “পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি শিশুটিকে নিয়ে এসে ভর্তি করতে চান। তারা নিজেদের শিশুটির নানা-নানী বলে পরিচয় দেন। আমি শিশুর মাকে আনতে বললে তারা বলেন, মা নিচে আছেন। কিছুক্ষণ পর দেখি শিশুটি বেডে রেখে তারা চলে গেছেন।” পরে চিকিৎসকেরা শিশুর পাশ থেকে একটি ব্যাগ পান, যেখানে ছিল ওষুধ, কাপড় ও সেই চিরকুটটি। চিকিৎসকদের ধারণা, শিশুটি নির্ধারিত সময়ের আগেই জন্ম নিয়েছে। বর্তমানে তাকে ফটোথেরাপি দেওয়া হচ্ছে এবং ওয়ার্মারে রাখা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, নবজাতকটি এখন শারীরিকভাবে সুস্থ আছে। তার যত্ন ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনাটি ছুঁয়ে গেছে হাসপাতালের সকলের হৃদয়। কেউ শিশুটিকে মমতায় কোলে নিতে চান, কেউ আবার ফিসফিস করে বলছেন—"পরিস্থিতি যাই হোক, মা তো সন্তানকে ফেলে যেতে পারে না…"
বিভাগ

Top Post Ad

Hollywood Movies