Type Here to Get Search Results !

চিলাহাটিতে ভাসানী নজরুল পাঠাগারের গোলটেবিল বৈঠক

চিলাহাটি ওয়েব ডেস্ক : ভাসানী নজরুল পাঠাগারের উদ্যোগে “প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও সাংস্কৃতিক সংকট ও উত্তরণ” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাসানী নজরুল পাঠাগারের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক প্রত্যয়ী মিজান।
আজ শুক্রবার সন্ধ্যায় চিলাহাটি ডাকবাংলা হল রুমে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মমতাজ বেগম, চিলাহাটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজকের দর্পণ নীলফামারী জেলা প্রতিনিধি জুয়েল বসুনীয়া, দৈনিক যুগের আলোর প্রতিনিধি এ.আই.পলাশ, জাগো বাংলা নীলফামারী প্রতিনিধি আপেল বসুনীয়া, দৈনিক দেশেরপত্র সাংবাদিক রবিউল ইসলাম প্রমুখ।
এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো নীলফামারী জেলার প্রথম অনলাইন পত্রিকা চিলাহাটি ওয়েব ডটকম। বক্তারা তাদের আলোচনায় বলেন- প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষাব্যবস্থা এখনো নানা কাঠামোগত ও সামাজিক প্রতিবন্ধকতার মুখে রয়েছে। সংস্কৃতিগত বিচ্ছিন্নতা, দারিদ্র্য ও সুযোগের অভাব শিক্ষার বিস্তারে বড় বাধা হিসেবে কাজ করছে।
তারা মনে করেন, সরকার ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে শিক্ষার সুযোগ সম্প্রসারণ, সংস্কৃতি চর্চার ক্ষেত্র তৈরি এবং প্রান্তিক জনগোষ্ঠীর ঐতিহ্যকে মূলধারায় অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।
সভাপতির বক্তব্যে প্রত্যয়ী মিজান বলেন- “প্রান্তিক মানুষের শিক্ষাগত ও সাংস্কৃতিক মুক্তিই হতে পারে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রথম শর্ত।” বৈঠকে উপস্থিত অংশগ্রহণকারীরা একটি যৌথ সুপারিশ প্রণয়ন করেন, যেখানে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও সংস্কৃতির টেকসই উন্নয়নের জন্য নীতিগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Top Post Ad

Hollywood Movies