Type Here to Get Search Results !

উলিপুর হাসপাতালের সামনে মানববন্ধন

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ৫০ শয্যাবিশিষ্ট উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে আয়োজিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন ফার্মাসিস্টরা, মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টরা তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছেন। করোনা, ডেঙ্গু ও নিপাহ ভাইরাসসহ বিভিন্ন জনস্বাস্থ্য সংকটে জনগণের জীবন রক্ষায় তারা ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। অথচ এখনো তারা ন্যায্য ১০ম গ্রেড থেকে বঞ্চিত। এটি অত্যন্ত বৈষম্যমূলক ও হতাশাজনক বলেও উল্লেখ করেন তারা। বক্তারা জানান, গত বছর বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ছাত্র সংগ্রাম পরিষদের আন্দোলনের ভিত্তিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দেন। সেই আশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে এতদিন কঠোর আন্দোলন থেকে বিরত ছিলেন টেকনোলজিস্টরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আর কোনো আশ্বাস নয়, এবার চাই সরাসরি সিদ্ধান্ত।” মানববন্ধন থেকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে সরকারের প্রতি দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানানো হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন অদিতি সাহা ফার্মাসিস্ট, মেহেদী হাসান ফার্মাসিস্ট, মো: আতাউর রহমান মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, আব্দুল করিম, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো:সাইদুল ইসলাম মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) সৌয়দ আলী,মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)প্রমুখ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies