ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে গঙ্গারহাট মোহাম্মদ আলী সরকার উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম। এসময় সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম, সহকারী সিনিয়র শিক্ষক আব্দুর রহমান ও জয়নাল আবেদীন বক্তব্য প্রদান করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম বলেন,তোমরা আগামী দিনের নেতৃত্ব ও সম্ভাবনার প্রতীক। নিয়মিত পড়াশোনা, সময়ের মূল্যায়ন ও আত্মবিশ্বাসই তোমাদের সাফল্যের মূল চাবিকাঠি। শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয়, মানুষ হওয়ার জন্য।
সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন,ব্যর্থতা ভয়ের কিছু নয়, বরং অভিজ্ঞতা। শৃঙ্খলা, সততা ও ইতিবাচক মানসিকতা ধরে রাখতে পারলে জীবনেই জিতবে।
সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহমান বলেন,বইয়ের জ্ঞান তোমাদের ভিত্তি তৈরি করে দেবে, কিন্তু নৈতিকতা ও আচরণই তোমাদের আলাদা পরিচয় তৈরির পথ দেখাবে।
শিক্ষক জয়নাল আবেদীন বলেন,
“মানুষ হতে শিখো, নিজের প্রতি দায়বদ্ধ হও, পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করো তাহলেই সফলতা নিশ্চিত।
শেষে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীবৃন্দ উপস্তিত ছিলেন।
