Type Here to Get Search Results !

রাণী নগর ও অচিন্তপুর সীমান্তে মাদক আটক

আফজাল হোসেন, প্রতিনিধি : ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রাণীনগর বিওপি এবং অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ফেন্সিডিল, নেশাজাতীয় ইনজেকশন এবং বিদেশী মদ আটক করা হয়েছে। গত শনিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রাণীনগর বিওপি এবং অচিন্তপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০২টি অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ১০ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪৭,০০০/- টাকা। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবি বদ্ধ পরিকর। সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করায় চোরাচালান নারী ও শিশু পাচার অনেক অংশে কমে গেছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies