Type Here to Get Search Results !

ন্যায় ভিত্তিক সমাজ গঠনের লড়াইয়ে জনগণই শক্তি- নুরুল হুদা

চিলাহাটি ওয়েব ডেস্ক : দিনাজপুর: আগামী ২৬ সালের ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভৌগোলিক অবস্থান, রেল যোগাযোগ এবং খনিজ সম্পদের দিক থেকে দেশের অন্যতম কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচিত দিনাজপুর ৫ (পার্বতীপুর- ফুলবাড়ি) উপজেলার সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমাদের নুরুল হুদা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা হিসেবে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা করেছেন।  ‎
আজ বুধবার (১২ নভেম্বর) ৫ টায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পার্বতীপুর শহরের পুরাতন বাজার থেকে হাজারো সমর্থক নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ ঢাকার মোড় বাসস্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় আমাদের নুরুল হুদা বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সবসময় মাঠে থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লড়াইয়ে জনগণই আমাদের শক্তি। এই এলাকার মানুষের উন্নয়নই আমার প্রধান লক্ষ্য। দল মনোনয়ন দিলে জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয় অর্জন করব। ‎তিনি আরো বলেন, “রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়েছে স্বজনপ্রীতি, দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। বিএনপির ৩১ দফা রূপরেখা কেবল রাজনৈতিক নীতি নয়, এটি একটি জাতীয় পুনর্গঠনের নীলনকশা। বিচার স্বাধীন হবে, প্রশাসন জনগণের সেবক, নির্বাচন কমিশন নিরপেক্ষ, সংবাদমাধ্যম মুক্ত এবং নাগরিক অধিকার অটুট—এই লক্ষ্য বাস্তবায়ন করতে আমাদের এখনই উদ্যোগ নিতে হবে। নিজেকে মেরামত, সমাজকে মেরামত, রাষ্ট্রকে মেরামত—এটাই নতুন বাংলাদেশের পথে শপথ। ‎এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন - পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু ও সাংবাদিক বদরুদোজ্জা বুলু, আমাদের নুরুল হুদা টিমের সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies